নির্বাচনের আগেই গণভোটে অনড় জামায়াত

বিবিসি বাংলা
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১৬: ২২
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: ফেসবুক থেকে

জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজনের পূর্ব অবস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখনো অনড় রয়েছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজনের কথা জানালে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিবিসি বাংলাকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয়ে আরও ক্ল্যারিফিকেশন দরকার। আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করা হলে এর গুরুত্ব অনেকটা চাপা পড়ে যাবে বলেও মন্তব্য করেন মোহাম্মদ তাহের, যে কথা জামায়াতে ইসলামী আগে থেকেই বলে আসছে।

এর আগে জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের দিনেই জুলাই সনদের ওপর গণভোট হবে। চারটি বিষয়ের ওপর করা একটি প্রশ্নেই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন ভোটাররা।

সংবিধান সংস্কার সম্পর্কিত যে চারটি প্রস্তাব উল্লেখ করা হবে গণভোটে সেগুলো হলো—

  • নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে;
  • আগামী সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে;
  • সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে; এবং
  • জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দেশবাসী তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান ‘কঠিন সময়ে’ সারা দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।

২ ঘণ্টা আগে

যেকোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে: তারেক রহমান

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে যেকোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিটি পর্যায়ে জবাবপদিহিতা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

২ ঘণ্টা আগে

চরমোনাই পীর ও জোনায়েদ সাকি পেলেন অস্ত্রধারী দেহরক্ষী

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে অস্ত্রধারী দেহরক্ষী (গানম্যান) দিয়েছে সরকার। একই সুবিধা পেয়েছেন মেহেরপুর-১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদ অরুণ।

৩ ঘণ্টা আগে

তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশার কথা জানিয়েছেন সাংবাদিকরা। তারা বলছেন, ফ্যাসিবাদী আমলে দীর্ঘ দিন ধরে দেশের গণমাধ্যমের কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল। নতুন বাংলাদেশ যখন গণতান্ত্রিক উত্তরণের পথে রয়েছে, এই উত্তরণের জন্য মুক্ত গণমাধ্যম অপরিহার্য।

৪ ঘণ্টা আগে