ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: মির্জা ফখরুল

ডেস্ক, রাজনীতি ডটকম
মির্জা ফখরুল ও সাংবাদিক খালেদ মহিউদ্দিন। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টাও নির্বাচনের পক্ষে। তবে তিনি বলেন শত্রুরা বাংলাদেশকে অস্থির অবস্থার মধ্যে রাখতে চাইছে, যা সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।

সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে কথোপকথনে মির্জা ফখরুল জানান, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। অবশ্যই নির্বাচন হবে। তবে যে অবিশ্বাস মানুষের মাঝে তৈরি হয়েছে সে অবিশ্বাস দূর করে বিশ্বাস সৃষ্টির জন্য সবাইকে কাজ করতে হবে। সেগুলোর জন্য সেভাবে এগুতে হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ড. ইউনূসও নির্বাচনের পক্ষে এবং বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে বৈঠকে এ বিষয়ে দৃঢ় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তার মতে, অন্যান্য রাজনৈতিক দলও জানে যে নির্বাচন আসন্ন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী নির্বাচনকালীন সময়ে সচেতন থাকলেও বাংলাদেশের সমস্যার সরল সমাধান নেই। শত্রুরা দেশকে অস্থিতিশীল রাখতে চায়। এতে দেশের স্থিতিশীলতা সম্পর্কে আস্থা কমছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মব ভায়লেন্স, বাড়িঘর ধ্বংস ও কারখানা জ্বালানোয়ের মতো ঘটনা আগে এতটা পরিকল্পিতভাবে ঘটেনি।

বিএনপি নেতা আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর ধরে বিভাজনের রাজনীতি চালিয়েছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অবিশ্বাস সৃষ্টি হয়েছে। তিনি বলেন, মানুষের মধ্যে আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এখন তাদের মূল কাজ করতে হবে।

এনসিপি ও জামায়াত নির্বাচন নিয়ে ভিন্ন অবস্থান নিলেও মির্জা ফখরুলের মতে, রাজনৈতিক দল সবসময় আলোচনার মাধ্যমে কিছু অর্জন করতে চায়। তবে কিছু দাবি পূরণ সহজ নয়। তার ভাষ্য, ইতোমধ্যে অনেক আলোচনা হয়েছে

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘আইনগত বাধা না থাকলেও চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন। এটা কমিশনের ব্যর্থতা।’

১১ ঘণ্টা আগে

হামলাকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করলেন আখতার

মামলায় দুজনের নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা নাম দেখিয়ে মামলা করা হয়েছে। আখতারের অভিযোগ, ওই দিনের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় তারা নানাভাবে হেনস্তা করার চেষ্টা করছে।

১৪ ঘণ্টা আগে

আ.লীগ পুনর্বাসনে জামায়াতের ইন্ধন রয়েছে : রিজভী

তিনি বলেন, ‘জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ভারতের সঙ্গে সম্পর্ক তৈরির যে বক্তব্য দিয়েছেন, সেটি উদ্বেগজনক। আওয়ামী লীগকে পুনর্বাসনের আগ্রহ এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাওয়া জামায়াতের ভিন্ন উদ্দেশ্যের ইঙ্গিত বহন করছে।’

১৪ ঘণ্টা আগে

দেশকে অস্থিতিশীল করতে পিআর চাওয়া হচ্ছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

১৪ ঘণ্টা আগে