'সংস্কার ছাড়া নির্বাচন হলে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে সুষ্ঠু হবে না ও আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। সেজন্য নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই ও তার আগের গণহত্যার বিচার, মৌলিক কিছু সংস্কার, রাষ্ট্র কাঠামো ঠিক করা ও সংবিধানের কিছু সংস্কার প্রয়োজন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি জানান, জাতীয় সমাবেশ শান্তিপূর্ণ ও সর্বতোভাবে সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড, রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন সেই সমতা নেই। সেজন্য আমরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণের দাবি এই সমাবেশ থেকে জানাব। ’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে এবং তার আগে ফ্যাসিবাদের হাতে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন এই গণহত্যার বিচার অবিলম্বে সম্পন্ন করতে হবে। নির্বাচনের আগে মানবতাবিরোধী এসব অপরাধীর বিচার যেন জাতির সামনে দৃশ্যমান হয়, এটা এই মহাসমাবেশের অন্যতম দাবি।’

জামায়াত সেক্রেটারি বলেন, ‘অবশ্যই নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণআকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রীয় কতগুলো অরগান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে। যদিও জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশপ্রেমিক জনগণ এই দাবি তুলেছেন।’

তিনি বলেন, ‘যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে দেশের ক্ষমতা, রাজনৈতিক, মানবিক, সাংবিধানিক সবকিছুই কেড়ে নিয়ে বর্বর একটা যুগ শাসন করেছে। এই কর্তৃত্ববাদী শাসক যেন আর তৈরি না হয়, এজন্য রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করতে হবে। মৌলিক এসব পয়েন্ট নির্বাচনের আগে সংস্কার শেষ করতে হবে। নির্বাচন কমিশন, সংবিধানের কিছু সংস্কার, প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য, দুর্নীতি দমন কমিশন অনেক গুরুত্বপূর্ব বিষয়। এখানে আছে জুডিশিয়ারি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। রাজনৈতিক দলগুলো একটা সুপারিশ দিয়েছে এবং সংস্কার কমিশন একটা সুপারিশ দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের চেষ্টা করছে। ঐকমত্যে পৌঁছানোর জন্য জামায়াতে ইসলামী ঐকমত্য কমিশনের প্রচেষ্টায় নিরলসভাবে সময় দিয়ে যাচ্ছে এবং অবদান রেখে যাচ্ছে। আমরা মনে করি, কোনো ষড়যন্ত্র যেন এই সংস্কার কাজকে বিঘ্ন করতে না পারে।’

সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ‘আওয়ামী কালো যুগে যে নির্বাচন আমরা দেখেছি- দিনের ভোট রাতে হয়েছে, ভোটকেন্দ্রে মানুষ যেতে পারেনি, এরকম নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না বলে আমরা মনে করি। অবশ্যই নির্বাচনের আগে এই সংস্কার শেষ করতে হবে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনী ট্রেন লাইনে উঠে গেছে : মির্জা ফখরুল

তিনি বলেন, ‘অপশক্তি জনতার প্রতিরোধে এক বছর আগে পালিয়ে গেছে। মনে হচ্ছে এখন আমরা স্বাধীন। হাসিনার শাসনামলে আমরা বাড়িতে থাকতে পারিনি, ঘরে ঘুমাতে পারিনি। দেশে একটা বিভীষিকাময় পরিবেশ ছিল। হাসিনার পলায়নের মাধ্যমে মনে হচ্ছে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠি

১ দিন আগে

জাপার সমাবেশ ঘিরে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। এ সময় সমাবেশস্থলে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যায়। এছাড়াও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

১ দিন আগে

সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন কিম

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। তবে ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা নিয়ে এখনো কোনো পরীক্ষা করা হয়নি।

১ দিন আগে

পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে: খসরু

আমীর খসরু বলেন, যারা পিআর পদ্ধতির পক্ষে তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশে কী হবে- তা ঠিক করতে মানুষ দায়িত্ব দেয় নাই। তাই সনদেরও ম্যান্ডেট লাগবে।

১ দিন আগে