ডাকসু নির্বাচন— কোন প্যানেলে ভিপি-জিএস প্রার্থী কারা

ইফরান হোসেন, ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ২০: ১২
ডাকসুর ৬ ভিপি প্রার্থী— ওপরে বাঁ থেকে উমামা ফাতেমা, আব্দুল কাদির ও আবিদুল ইসলাম খান; নিচে বাঁ থেকে শেখ তাসনিম আফরোজ ইমি, সাদিক কায়েম ও বিন ইয়ামিন মোল্লা। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শেষ হয়েছে। এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল প্রায় সব সংগঠনই একক বা জোটবদ্ধভাবে অংশ নিচ্ছে। বেশ কয়েকটি সংগঠন এরই মধ্যে নিজেদের প্যানেলও ঘোষণা করেছে। তাতে ডাকসু নির্বাচনের শীর্ষ তিনটি পদে প্রধান প্রধান প্রতিদ্বন্দ্বীদের নাম অনেকটাই স্পষ্ট হয়ে এসেছে।

সোমবার (১৮ আগস্ট) ছিল ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। আগের পাঁচ দিনে এই নির্বাচনের যে পরিমাণ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে, এই শেষ দিনেই তা বিক্রি হয়েছে আগের পাঁচ দিনের দ্বিগুণেরও বেশি। এ দিন বেশ কয়েকটি সংগঠনই নিজেদের প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

এখন পর্যন্ত যেসব ছাত্র সংগঠন এই নির্বাচনের জন্য প্যানেল নিশ্চিত করেছে সেগুলো হলো— বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) প্যানেল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল, বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট প্যানেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্যানেল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্যানেল।

এর বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতমুখ উমামা ফাতেমার নেতৃত্বে রয়েছে একটি স্বতন্ত্র প্যানেল। ‘ডাকসু ফর চেঞ্জ’ স্লোগান নিয়ে ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা লড়বেন আরেকটি প্যানেল নিয়ে। রয়েছে আরও কিছু স্বতন্ত্র প্যানেল, যেগুলো এখনো চূড়ান্ত হয়নি।

কোন প্যানেল থেকে কে লড়ছেন

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন সংগঠনের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। এ ছাড়া সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হতে পারেন আশরেফা খাতুন।

জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে ছাত্রদল ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, জিএস পদে ছাত্রদল কবি জসীমউদ্‌দীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম ও এজিএস পদে ছাত্রদল বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ আলোচনায় রয়েছেন।

ছাত্রদল নেতারা জানিয়েছেন, এখনো তাদের প্যানেল চূড়ান্ত হয়নি। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) প্যানেল চূড়ান্ত করে ঘোষণা করা হতে পারে।

ডাকসুতে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট। এই প্যানেল থেকে ভিপি পদে মনোনয়ন নিয়েছেন শামসুন্নাহার ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। জোটের জিএস প্রার্থী ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু। এজিএস হিসেবে থাকছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।

চব্বিশের গণআন্দোলনের পরিচিত মুখ ছিলেন উমামা ফাতেমা। একসময় ছাত্র ফেডারেশনের রাজনীতিতে যুক্ত হলেও চব্বিশের আন্দোলনের সময় সে সংগঠন ছেড়ে দেন তিনি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও সরে দাঁড়ান। সেই উমামা ডাকসুর তফসিল ঘোষণার সময়ই জানিয়েছিলেন নির্বাচনে লড়াই করার কথা।

সে ঘোষণা অনুযায়ী নিজে নেতৃত্ব দিয়েই উমামা ডাকসুতে লড়াই করবেন স্বতন্ত্র প্যানেল নিয়ে। উমামা নিজে থাকছেন ভিপি পদে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া ও বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এই প্যানেল থেকে যথাক্রমে জিএস ও এজিএস পদে প্রার্থী হতে পারেন। এ প্যানেলটির চূড়ান্ত ঘোষণা আসবে কাল মঙ্গলবার।

আনুষ্ঠানিকভাবেই চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ প্যানেলের ভিপি প্রার্থী ছাত্রশিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম, জিএস প্রার্থী সংগঠনের ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ ও এজিএস প্রার্থী ছাত্রশিবিরের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেল থেকে ভিপি প্রার্থী হচ্ছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জিএস প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় সহসভাপতি সাবিনা ইয়াসমিনকে। এই প্যানেলের এজিএস হিসেবে ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা বলছেন, দুয়েকটি সংগঠন বাদে বাকিরা কেউ এখনো ডাকসুর প্যানেল চূড়ান্ত করেনি। আগামীকাল মঙ্গলবার এই নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। এ দিন হয়তো বেশির ভাগ সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের প্যানেলের চূড়ান্ত ঘোষণা দেবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেষ দিনে ৪৪২-সহ ডাকসুর মনোনয়ন সংগ্রহ ৫৬৫ প্রার্থীর

ব্রিফিংয়ে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, সপ্তম দিনে ডাকসুর বিভিন্ন পদে জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৪২ জন। এখন পর্যন্ত সাত দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন এবং ১৮টি হল সংসদের জন্য মোট মনোনয়ন সংগ্রহ করেছে এক হাজার ২২৬ জন।

১৯ ঘণ্টা আগে

ব্যাটল অব হ্যাস্টিংসের ইতিহাস

ইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।

২০ ঘণ্টা আগে

ডাকসুতে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ

ডাকসুকে ভিপি পদে প্রার্থী সাদিক কায়েম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। অন্যদিকে জিএস পদে প্রার্থী এস এম ফরহাদ শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি।

১ দিন আগে

ডাকসুতে শিবিরের প্যানেল ঘোষণা, নেতৃত্বে যারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েমকে ভিপি ও বর্তমান সভাপতি এস এম ফরহাদকে জিএস করে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি।

১ দিন আগে