হাসিনা এত নোংরা কথা বলত যা কাজের বুয়াও বলে না: আব্দুল ওহাব

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহবায়ক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেছেন, শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলত। টুপ করে ফেলে দেবেন, চুবাবেন। কী সব নোংরা কথাবার্তা। দশটা হোন্ডা বিশটা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। একজন প্রধানমন্ত্রী কি এভাবে কথা বলতে পারেন? কাজের বুয়াও তো এমন নোংরা কথা বলেন না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন তার পিয়নের কাছে নাকি ৪০০ কোটি টাকা আছে। তাহলে মালিকের কাছে ৪ হাজার বিলিয়ন টাকা থাকতেই পারে। এত টাকা তারা পেলেন কোথায়? প্রধানমন্ত্রীকে আমরা ভালো মানুষ হিসেবে দেখতে চাই। সৎ মানুষ হিসেবে দেখতে চাই।

আবদুল ওহাব আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার কথা ছিল? যার ডাকে দেশ স্বাধীন হয়েছে, তার মেয়ে পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে? যে আকাম-কুকাম এত বেশি করেছে, না পালাইলে তাকে ধরে আগুনে পুড়িয়ে ছাই করে, তারপর ওই ছাই বিক্রি হতো। এক চিমটি ছাই কেনা হতো লাখ লাখ টাকা দিয়ে। শেখ হাসিনার মৃত্যুর ছাই স্মৃতি হিসেবে রেখে দিত সবাই। মানুষের মনে তার জন্য এত ঘৃণা প্রকাশ পেয়েছে। কারণ তিনি মানুষকে ঘৃণা করতেন।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরে রোজ গার্ডেন চাইনিজ রেস্তোরাঁয় বিভিন্ন রাজনৈতিক দল থেকে এবি পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা এবি পার্টির ব্যানারে এ আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রায় ২০ জন নতুন সদস্য দলটিতে যোগদান করেন।

তিনি আরও বলেন, বিচারহীনতা, কোর্টের বিচার হওয়ার আগেই লোকজন জানে রায় কী হবে। খালেদা জিয়াকে মাত্র ২ কোটি টাকার জন্য আটকে রাখা ছিল অন্যায় ও অবিচার। স্বাধীনতার আগেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক স্বীকৃতি ঘোষণা করা হয়; কিন্তু স্বাধীনতার পরে তা ওলট-পালট হয়ে গেছে। যোগ হয়েছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্র; কিন্তু স্বাধীনতার আগে এসব ছিল না।

এতে বিশেষ অতিথি ছিলেন- এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সদস্য সচিব কেফায়েত হোসেন তানভীর, জেলা এবি পার্টির সদস্য সচিব চৌধুরী এমএ সাকিব, যুগ্ম সদস্য সচিব ইমরান হোসেন রাকিব ও যুগ্ম আহবায়ক ডা. ফখরুল ইসলাম প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন

কমিটিতে মোট ২৮ জন সহ-সভাপতি এবং ২৫ জন যুগ্ম-সাধারণ সম্পাদক রাখা হয়েছে। কমিটিতে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) হিসেবে মোহাম্মাদ আলী তোহা, প্রচার সম্পাদক হিসেবে মনিরুজ্জামান মনির ও অর্থ সম্পাদক হিসেবে তারেক আজাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সম্পাদক ও সহ-সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে।

৫ ঘণ্টা আগে

জামায়াত আমির ডা. শফিকুর রহমান পেলেন গানম্যান

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বিদ্যমান। এ কারণে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান নিয়োগ এবং বাসভবনে নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনু

৫ ঘণ্টা আগে

বিএনপি-জামায়াত ভোটের হিসাব ‘সমানে সমান’: জরিপ

প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন ও ন্যারাটিভ সহযোগী হিসেবে ‘প্রি-ইলেকশন পালস: অ্যান ইন-ডেপথ অ্যানালাইসিস অব দ্য বাংলাদেশি ইলেকটোরেট’ নামে এ জরিপ পরিচালনা করে। আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরেন। এ সময় রাজনৈতিক বিশ্লেষণসহ বিভিন্ন মতামত তুলে ধরেন পর্যালোচনাক

২১ ঘণ্টা আগে

খালেদা জিয়ার স্মরণে শুক্রবার নাগরিক শোকসভা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করেছে। রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তিন দিনের শোক। এর মধ্যে ছিল একদিনের সাধারণ ছুটিও।

১ দিন আগে