প্রতিবেদক, রাজনীতি ডটকম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ আগস্ট) মধ্যরাতে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান। এর আগে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রাশেদ নিজেও আহত হয়েছেন।
ব্রিফিংয়ে রাশেদ খান বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার খিঁচুনি হয়েছে। তিনি বাঁচবেন না মারা যাবেন সেটা আমরা এখন বলতে পারছি না।
হামলাকারীদের ধরতে আলটিমেটাম দিয়ে রাশেদ বলেন, যারা আমাদের ওপর হামলা করেছে, ২৪ ঘণ্টার মধ্যে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তা না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
একই আলটিমেটাম দিয়েছেন গণঅধিকার পরিষদের আরেক নেতা আবু হানিফও। সাংবাদিকদের তিনি বলেন, যারা হামলা করেছে, ফুটেজ আছে। তাদের চিহ্নিত করে সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।
এর আগে শুক্রবার সন্ধ্যা থেকেই জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ চলছিল। এ দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিজয়নগরে মুখোমুখি হয় দল দুটি। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এ সংঘর্ষের পর রাজধানীর বিজয়নগর থেকে শুরু করে কাকরাইল পর্যন্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য পাঠানো হয়। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনীও।
পরে রাত সাড়ে ৮টার দিকে ফের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সেনাবাহিনী ও পুলিশ জাপা কার্যালয়ের সামনে থেকে ধাওয়া দিয়ে পল্টনের দিকে নিয়ে যাচ্ছিল। জাপা কার্যালয়ের সামনে অবস্থান করেছিলেন নুর।
এ সময় গণঅধিকার পরিষদের কর্মীদের ধাওয়া দিলে তারা জাতীয় পার্টি অফিসের দিকে ছুটে যান। সেনাবাহিনী ও পুলিশের ধাওয়া খেয়ে কর্মীরা কার্যালয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন। তখন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মিলে সবাইকে বেধড়ক লাঠিচার্জ করেন। এ সময় গুরুতর আহত হন নুরুল হক নুর।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ আগস্ট) মধ্যরাতে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান। এর আগে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রাশেদ নিজেও আহত হয়েছেন।
ব্রিফিংয়ে রাশেদ খান বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার খিঁচুনি হয়েছে। তিনি বাঁচবেন না মারা যাবেন সেটা আমরা এখন বলতে পারছি না।
হামলাকারীদের ধরতে আলটিমেটাম দিয়ে রাশেদ বলেন, যারা আমাদের ওপর হামলা করেছে, ২৪ ঘণ্টার মধ্যে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তা না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
একই আলটিমেটাম দিয়েছেন গণঅধিকার পরিষদের আরেক নেতা আবু হানিফও। সাংবাদিকদের তিনি বলেন, যারা হামলা করেছে, ফুটেজ আছে। তাদের চিহ্নিত করে সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।
এর আগে শুক্রবার সন্ধ্যা থেকেই জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ চলছিল। এ দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিজয়নগরে মুখোমুখি হয় দল দুটি। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এ সংঘর্ষের পর রাজধানীর বিজয়নগর থেকে শুরু করে কাকরাইল পর্যন্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য পাঠানো হয়। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনীও।
পরে রাত সাড়ে ৮টার দিকে ফের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সেনাবাহিনী ও পুলিশ জাপা কার্যালয়ের সামনে থেকে ধাওয়া দিয়ে পল্টনের দিকে নিয়ে যাচ্ছিল। জাপা কার্যালয়ের সামনে অবস্থান করেছিলেন নুর।
এ সময় গণঅধিকার পরিষদের কর্মীদের ধাওয়া দিলে তারা জাতীয় পার্টি অফিসের দিকে ছুটে যান। সেনাবাহিনী ও পুলিশের ধাওয়া খেয়ে কর্মীরা কার্যালয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন। তখন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মিলে সবাইকে বেধড়ক লাঠিচার্জ করেন। এ সময় গুরুতর আহত হন নুরুল হক নুর।
এদিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, কাকরাইলে জাপা কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীদের হামলায় পার্টির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ নিয়ে রাত সাড়ে ৮টায় জরুরি ব্রিফিং করা হবে বলে জানান তিনি।
৭ ঘণ্টা আগেকাইয়ূমসহ অন্যদের আটকের পর সন্ত্রাস দমন আইনের ‘মিথ্যা মামলা’য় জড়ানো ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদও জানিয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেভোটের প্রচারের চতুর্থ দিন শুক্রবার (২৯ আগস্ট) আবাসিক হলগুলোতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেছেন প্রার্থীরা। নামাজ শেষে সবার সঙ্গে কুশল বিনিময় করে ভোট চেয়েছেন।
৯ ঘণ্টা আগেরাশেদ প্রধান বলেন, গতানুগতিক ও অস্বচ্ছ নির্বাচনি রোডম্যাপ দেখে মনে হয় অন্তর্বর্তী সরকার যেকোনো উপায়ে নির্বাচন দিয়ে নিস্তার পেতে চায়। অথচ ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচারের অগ্রগতি সন্তোষজনক নয়। দল হিসেবে আওয়ামী লীগের বিচার হচ্ছে না। জুলাই সনদও প্রস্তুত হয়নি, তার আইনি ভিত্তি ও বাস্ত
১০ ঘণ্টা আগে