রাশেদ প্রধান

জুলাই মাসেই ‘জুলাই সনদ’ প্রকাশ করার আহ্বান

ডেস্ক, রাজনীতি ডটকম

চলতি জুলাই মাসেই ‘জুলাই সনদ’ প্রকাশ করার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার (০১ জুলাই) সকালে রাজধানীর পল্টনস্থ দলীয় কার্যালয়ে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

রাশেদ প্রধান বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের এক বছর পূর্ণ হতে চলেছে। তবুও আমরা এখনো ‘জুলাই সনদ’ প্রকাশ করতে পারছি না। এই ব্যর্থতার দায় কে নেবে? অন্তর্বর্তী সরকার বারবার জুলাই সনদ প্রকাশের নতুন নতুন সময় দিয়েও তা পূরণে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না। আমরা হাজারো শহীদের রক্তকে ব্যর্থ হতে দিতে পারি না, জুলাই গণঅভ্যুথানকে ব্যর্থ হতে দিতে পারি না। আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জুলাই সনদকে হতে হবে আমাদের রূপরেখা। তাই আর বিলম্ব নয়, এই জুলাই মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার ছাত্র-জনতার সফল আন্দোলনের পরেও আমরা যদি জুলাই সনদ করতে না পারি, তাহলে সব জুলাই যোদ্ধাকে ভবিষ্যতে সন্ত্রাসী হিসেবে গণ্য করা হবে। হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের শহীদ ও আহতের তালিকা প্রকাশে ব্যর্থতা, জুলাই সনদ প্রকাশে ব্যর্থতা, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারে ব্যর্থতা, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের ব্যর্থতা, ভারতীয় আগ্রাসন রুখে দিতে ব্যর্থতা আমাদের ব্যথিত করে।

দোয়াপূর্ব আলোচনায় আরও বক্তব্য দেন- জাগপা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, ভিপি মুজিবুর রহমান, মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপা সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ।

এর আগে সোমবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ‘গণহত্যাকারী’ শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশজুড়ে মাসব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করে জাগপা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোমো তথ্য দেওয়া হয়নি। তবে মাহিন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য স্বতন্ত্রদের একটি প্যানেল 'ডিইউ ফার্স্টে'র হয়ে সাধারণ সম্পাদক (জিএস) হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

১৬ ঘণ্টা আগে

ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার সময় বাড়ল

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন ফরম জমা দিতে পারবেন বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত।

১৮ ঘণ্টা আগে

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি : ছাত্রদল

তিনি বলেন, ‘আজকে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। তারই ধারাবাহিকতায় ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রদলের কিছু শিক্ষার্থী এবং কিছু সাধারণ শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে যায় বিকাল সাড়ে ৩টার পরে। ঠিক সেই সময় ফজিলাতুন্নেছা মুজিব হলের একদল উগ্র শ

১৯ ঘণ্টা আগে

ডাকসু নির্বাচন— কোন প্যানেলে ভিপি-জিএস প্রার্থী কারা

এর বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতমুখ উমামা ফাতেমার নেতৃত্বে রয়েছে একটি স্বতন্ত্র প্যানেল। ‘ডাকসু ফর চেঞ্জ’ স্লোগান নিয়ে ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা লড়বেন আরেকটি প্যানেল নিয়ে। রয়েছে আরও কিছু স্বতন্ত্র প্যানেল, যেগুলো এখনো চূড়ান্ত হয়নি।

২১ ঘণ্টা আগে