এখনো ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৬ মে ২০২৫, ২০: ০০
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

বাংলাদেশ থেকে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের লড়াই সবাই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ মে) রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজকে আমরা এমন একটি ঐতিহাসিক সময় দাঁড়িয়েছি, যে সময় আমাদের যুব উইং গঠন করছি। যার নাম আমরা দিয়েছি জাতীয় যুবশক্তি। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে সক্ষম এখনো হয়নি। এ লড়াইটা চলমান থাকবে। তেমনিভাবে নতুন বন্দোবস্ত এবং মর্যাদাকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম সেই সংগ্রামের পতাকা যাদের নেতৃত্বে থাকবে তারাই হলো আগামী দিনের যুবশক্তি। আর সেই যুবশক্তির প্রাণভমরা আজকে আমাদের সামনে বসে আছে।

তিনি আরও বলেন, আমরা গত ৩ মাস জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের মধ্যদিয়ে ৬৪ জেলায় যোগাযোগ করেছিলাম। কীভাবে ফ্যাসিবাদী কায়দা থেকে বের হয়ে নতুন একটি পদ্ধতির মাধ্যমে, নতুন একটি সিস্টেমের মাধ্যমে, নতুন একটি বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশে যুবকদের জন্য কাজ করা যায়। সেজন্য সেই পক্রিয়া শুরু করি। আমরা ৬৪ জেলায় ভ্রমণ করেছিলাম। সেখানে মানুষের সঙ্গে কথা বলেছিলাম। সমাজের বিভিন্ন স্টেকহোল্ডাদের সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, আজকে জাতীয় যুবশক্তিতে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি তাদের সঙ্গে নিজস্বভাবে কথা বলেছি। তাদের প্রতিশ্রুতি নিয়েছি। তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, বাংলাদেশের যতদিন অস্তিত্ব রয়েছে ততদিন পর্যন্ত যুবশক্তি কাজ করে যাবে।

এ সময় তিনি জাতীয় যুবশক্তির আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করেন। পাশাপাশি জগন্নাথ বিশ্বববদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের চলমান আন্দোলনের যৌক্তিক দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ad
Ad

ঘরের রাজনীতি থেকে আরও পড়ুন

আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে : মির্জা আব্বাস

বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন আমাদের ন্যায্য পাওনা। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার। সেটি আমরা বুঝে নিতে চাই। আমরা ভিক্ষা চাই না। আমি হয়তো আরো দেরিতে নির্বাচনের কথা বলতাম, কিন্তু এখনই কেন বলছি? কারণ আমি দেখছি আমার স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবারও বলছি এই সরকার

১ দিন আগে

উপদেষ্টা মাহফুজ জাতীয় ঐক্য ভেঙে ফেলার মাস্টারমাইন্ড : রাশেদ খান

ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ‘মাহফুজের আলমের ওপর বোতল নিক্ষেপ আমি সমর্থন করি না। সকালে প্রতিবাদও জানিয়েছি। কিন্তু তার অডিও ফাঁস হওয়া বক্তব্য নিশ্চয়ই শুনেছেন, সে কোন মানসিকতার লোক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলা হয়েছে, অসংখ্য নারী শিক্ষার্থী পুলিশের হামলার শিকার হয়েছেন। অসংখ্য শিক্ষার্থ

১ দিন আগে

স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়: রিজভী

রিজভী বলেন, ‘মঙ্গলবার রাতে ছাত্রদল নেতা সাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। কি অন্যায় করেছিল সে? আমার তো মনে হয় এখানে রাজনৈতিক কারণ আছে। তিনজন ভবঘুরে সাম্যকে কেন হত্যা করবে? কয়েকদিন আগে সে ফেসবুকে শাহবাগে জাতীয় সংগীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল। তার বিরুদ্ধে এবং জাতীয় সংগীতের পক্ষে একটা পোস্ট

১ দিন আগে

এনবিআর বিলুপ্তিকে ‘কসমেটিক সংস্কার’ বললেন মঈন খান

বিএনপির এই নেতা বলেন, ‘এনবিআর সম্পর্কিত আমাদের মূল সমস্যা হলো দুর্নীতি। সে ক্ষেত্রে কেবল সাইন বোর্ডের পরিবর্তন অথবা রিব্র্যান্ডিং দেশের গুরুতর অসুস্থকর অবকাঠামোতে কোনো বাস্তব পরিবর্তন আনবে না। এমনকি এনবিআরের সংশ্লিষ্ট কর্মীদের কাছে অর্থ উপদেষ্টা নিজেই আশ্বাস দিয়েছেন, তারা এই পরিবর্তনের দ্বারা প্রভাব

২ দিন আগে