ভোটের জন্য গেলে মায়েরা পকেটে টাকা গুঁজে দেয়: হাসনাত

প্রতিনিধি, কুমিল্লা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৪: ২২
বৃহস্পতিবার রাতে কুমিল্লার দেবিদ্বারে পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। ছবি: রাজনীতি ডটকম

জাতীয় সংসদ নির্বাচনে কর্মী-এজেন্ট বা টাকা-পয়সা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ‘দেবিদ্বারের আগামী নির্বাচন হবে হাসনাতের নির্বাচন। কোনো কর্মী লাগবে না, এজেন্ট লাগবে না, কোনো টাকা-পয়সাও লাগবে না। কারণ প্রত্যেকটা ভোটারই আমার কর্মী হবে, নিজের অর্থে আমাকে সাহায্য করবে। আগে ভোট চাইতে গেলে ভোটারদের টাকা দিতে হতো। এখন আমি ভোটের জন্য গেলে মায়েরাই আমাকে খাবার দেয়, পকেটে টাকা গুঁজে দেয়— এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।’

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় দেবিদ্বার উপজেলার বাগুর প্রাথ‌মিক বিদ্যালয় মা‌ঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ৭টা থেকে বড়কামতা ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন তিনি। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

পথসভায় এনসিপির এই নেতা আরও বলেন, ‘নির্বাচনে আমি যদি মাত্র ১০টা ভোটও পাই, তবুও দেবিদ্বার ছেড়ে যাব না। আমার নির্বাচন তারাই করবে যারা রাস্তায় আলো জ্বালায় কিন্তু নিজের ঘরের কুপিতে তেল থাকে না; যারা মানুষের ভাত জোগায় কিন্তু নিজের হাড়িতে ভাত রান্নার চাল থাকে না। আমার নির্বাচন চাওয়ালারা, রিকশাওয়ালারা, রাজমিস্ত্রিরা করবে। জয়-পরাজয় যাই হোক, দেবিদ্বারের মানুষের সঙ্গে থাকব।”

হাসনাত আরও বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি— দেবিদ্বারের গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে সংসদে যাব।’

শ্রমজীবী মানুষের প্রসঙ্গ উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব এসেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে। কিন্তু শ্রমজীবী মানুষদের অনেকেই মানুষ বলে স্বীকৃতি দেয় না, ‘কামলা’ বলে অপমান করে। সেই অবহেলিত মানুষের সন্তান হিসেবেই তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন বলে জানান।

ভোট নিয়ে বিভেদ তৈরি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভোট একদিনের। কিন্তু বিভেদ তৈরি হলে তা একসময় সহিংসতায় রূপ নেয়।”

নারীদের প্রসঙ্গ উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘আমি বিশ্বাস করি দেবিদ্বারের মায়েরা আমার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করবে, রোজ রেখে ভোট দিতে যাবে। রাজনৈতিক স্বামীর সঙ্গে যুদ্ধ করে আমাকেই ভোট দেবে। আমার জয়ের বার্তা দেবিদ্বারের ঘরে ঘরে পৌঁছে গেছে। কিছু রাজনীতিবিদ আছেন— প্রকাশ্যে কিছু বলেন না কিন্তু গোপনে আমাকেই সমর্থন করেন। সময় হলে সবাই রাজপথে নেমে আসবে।’

পথসভায় উপস্থিত মায়েদের দোয়া, প্রবাসীদের সমর্থন ও সাধারণ মানুষের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করেন হাসনাত। বলেন, ‘আমি জয় বা হার— কিছুই দেখি না। মায়েদের দোয়া নিয়ে এগিয়ে চলাই আমার বড় পাওয়া।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্স আসবে শনিবার, খালেদা জিয়ার লন্ডনযাত্রা রোববার

বিএনপি মহাসচিব আরও বলেন, ম্যাডামের শরীর যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখে (৭ ডিসেম্বর, রোববার) তিনি ফ্লাই করবেন।

৪ ঘণ্টা আগে

খালেদা জিয়ার জন্য দেশের সব মসজিদে দোয়া আজ

বিএনপির উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) দেশে সব মসজিদে জুমার নামাজের পর এই দোয়া আয়োজন করা হয়েছে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারও বিএনপির চেয়ারপারসনের আশু রোগমুক্তি কামনা করে বাদ জুমা দেশের সব মসজিদে দেওয়ার আহ্বান জানিয়েছে।

৫ ঘণ্টা আগে

দেশের পথে জুবাইদা, খালেদা জিয়াকে নিয়ে রওয়ানা হতে পারেন দুপুরে

ডা. জুবাইদা হিথ্রো বিমানবন্দর থেকে রওয়ানা হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে খালেদা জিয়াকে নিয়ে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন।

১০ ঘণ্টা আগে

ঢাকার আরও ৪ আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা

দ্বিতীয় ধাপে বিএনপি ঢাকার যে চার আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে সেগুলো হলো— ঢাকা-৭ আসনে দলের নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-১০ আসনে নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম ও ঢাকা-১৮ আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস

১৬ ঘণ্টা আগে