ঢাকা পৌঁছেছেন জুবাইদা রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১১: ৫৬
শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জুবাইদা রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন। খালেদা জিয়ার লন্ডন যাত্রার সঙ্গী হবেন তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে গত লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা) পর হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে করে দেশের পথে রওয়ানা দেন ডা. জুবাইদা। বিমানবন্দরে তাকে বিদায় জানান মেয়ে জাইমা রহমান।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ফুসফুসে সংক্রমণ শনাক্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার হবে। এয়ার অ্যাম্বুলেন্সটির বৃহস্পতিবার রাতে ঢাকা পৌঁছানোর কথা ছিল। তবে শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে সেটি শনিবার ঢাকা পৌঁছাবে। রোববার সেটি খালেদা জিয়াকে নিয়ে রওয়ানা হতে পারে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

খালেদা জিয়ার জন্য রাতেই আসছে এয়ার অ্যাম্বুলেন্স: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা এরই মধ্যে শুনেছেন যে কাতার আমিরের উদ্যোগে, তার মহানুভবতায় আমরা একটি অত্যন্ত উন্নতমানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি। সেটা আজ রাতের মধ্যেই এখানে এসে পৌঁছাবে এবং সম্ভবত খুব ভোরেই দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে।

১৭ ঘণ্টা আগে

সরকারি প্রেসে ব্যালট ছাপানোর দাবি বিএনপির

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে ব্যালট ছাপানো যাবে না। সিইসি আমাদের আশ্বস্ত করেছেন যে প্রাইভেট কোনো প্রতিষ্ঠানকে ব্যালট মুদ্রণের দায়িত্ব দেওয়া হবে না।’

১৮ ঘণ্টা আগে

শুধু দেশে নয়,সারাবিশ্বেই সম্মানিত খালেদা জিয়া: এ্যানি

শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বেই সম্মানিত বেগম খালেদা জিয়া জানিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রতিটি দেশের সরকার প্রধান তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছে, বিবৃতি দিচ্ছে এবং চিকিৎসক পাঠাচ্ছে। বাংলাদেশ সরকার যেভাবে তাকে সম্মান দিয়েছে, আমরা অভিভূত। সরকার দায়িত্ব নিয়ে তাকে যে মর্

১৮ ঘণ্টা আগে

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

সিইসি দফতর সূত্রে জানা যায়, নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে এই বৈঠক আয়োজন করা হয়েছে। এ ছাড়া ভোটের তফসিল নিয়েও আলোচনা হবে।

১৮ ঘণ্টা আগে