আল্লাহর গজবের কারণে শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন: কাদের সিদ্দিকী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার কাদের সিদ্দিকীর নেতৃত্বে ইসির সঙ্গে সংলাপে অংশ নেয় কৃষক শ্রমিক জনতা লীগ। ছবি: সংগৃহীত

আল্লাহর তীব্র অসন্তুষ্টির কারণেই শেখ হাসিনার পতন হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

তিনি বলেন, আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে কোনো শাসককে গদি থেকে সরিয়ে দেন, তা পরিপূর্ণভাবে শেখ হাসিনা করেছেন। আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিয়ে ধারাবাহিক এ সংলাপ করছে ইসি।

জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, গণভোটের চার প্রশ্নে ভোটাররা কীভাবে আলাদাভাবে মত প্রকাশ করবে, সে বিষয়ে সবাই এখনো বিভ্রান্ত। গণভোটে কম অংশগ্রহণ হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে কৃষক শ্রমিক জনতা লীগের এই সভাপতি বলেন, ১৫ মাস হলো সরকারের ডাকে যাই না। নির্বাচনের আগ পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না।

আগামী নির্বাচন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন করতে গেলে সে নির্বাচন আপনারা ভালোভাবে করতে পারবেন না। সব ভোটার যেন অংশ নিতে পারে সে জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কৃষক শ্রমিক জনতা লীগের পাশাপাশি ইসির সংলাপে উপস্থিত ছিল বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসি সংলাপ করে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে। নির্বাচন সামনে রেখে প্রতিদিন এমন দুটি করে সেশনে ছয়টি করে দলের সঙ্গে সংলাপ করছে ইসি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচন করবে

সভায় আগামী নির্বাচনে সারা দেশে এককভাবে ট্রাক প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

১৪ ঘণ্টা আগে

মাসুদ তালুকদারের স্থগিতাদেশ প্রত্যাহার করলো বিএনপি

১৬ ঘণ্টা আগে

আজ আরও ১২টি দলের সঙ্গে বৈঠকে বসছে ইসি

১৭ ঘণ্টা আগে

বিএনপি বড় দল, কিন্তু জনপ্রিয় দল নয়: ডা. তাহের

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জিয়াউর রহমান সাহেব যে বিএনপি করেছিলেন, সে সময় বিএনপি বড় দল এবং জনপ্রিয় দল। বেগম খালেদা জিয়া যখন বিএনপির নেতৃত্বে ছিলেন, তখনো বিএনপি ছিল বড় দল এবং জনপ্রিয় দল। আজকের সার্ভে বলে বিএনপি বড় দল, কিন্তু জনপ্রিয় দল নয়।

১ দিন আগে