ভোটে কারচুপি করা হচ্ছে— অভিযোগ 'অপরাজেয় ৭১, অদম্য ২৪' প্যানেলের

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ২৯
সাংবাদিকদের কাছে ডাকসু নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন 'অপরাজেয় ৭১, অদম্য ২৪' প্যানেলের সদস্যরা। ছবি: রাজনীতি ডটকম

ডাকসু নির্বাচনের ভোট গ্রহণে কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে 'অপরাজেয় ৭১, অদম্য ২৪' প্যানেল।

এই প্যানেলের সদস্যরা বলেন, এখন পর্যন্ত আমরা চারটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ পেয়েছি এবং সেগুলোর সত্যতাও মিলেছে। একজন পোলিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটাই প্রমাণ করে যে এখানে আসলেই ভোট কারচুপি হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের সামনে এ অভিযোগ তুলে ধরেন তারা।  

প্যানেলের সদস্যরা বলেন, শিবিরের বট বাহিনী এবং তাদের অন্ধ সমর্থক গোষ্ঠী এখানে এসব অভিযোগ নিয়ে উলটো মন্তব্য করছে। তারা বলছে, আমরা যদি স্পষ্ট প্রমাণ দেখাতে না পারি তাহলে অভিযোগ ভিত্তিহীন। অথচ বাস্তবে তারা কারচুপি করেছে এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার জন্য তারা পাঁয়তারা চালাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে এ অভিযোগ করে আসছিলাম। আজ তার সত্যতা মিলছে।

'অপরাজেয় ৭১, অদম্য ২৪' প্যানেলের সদস্যরা আরও বলেন, টিএসসি বুথের ভেতরে একজন নারী অভিযোগ করেছেন, তিনি বুথ থেকে বের হয়ে দেখেছেন তার ভোটের সিগনেচার আগে থেকেই দেওয়া আছে। এখন পর্যন্ত মোট চারটি কেন্দ্রে ভোট কারচুপির প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে এমনও দেখা গেছে, আগে থেকেই ব্যালট পেপারে ভোট দিয়ে রাখা হয়েছে।

যেসব কেন্দ্রে বিভিন্ন প্রার্থীদের নামে অভিযোগ উঠেছে, সেসব কেন্দ্রে ভোট স্থগিত রাখার দবি জানান 'অপরাজেয় ৭১, অদম্য ২৪' প্যানেলের সদস্যরা। তারা বলেন, ওই নির্দিষ্ট প্রার্থীদের ভোট বাতিল করতে হবে। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই, তারা যেন খুব দ্রুত এসব সমস্যার সমাধান করে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জোটে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নাহিদ

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমরা জামায়াতসহ ৮ দলীয় জোটের সঙ্গে একসঙ্গে নির্বাচন করছি। আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করব। কে কোন আসন থেকে নির্বাচন করব তা আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে জানানো হবে। জোটের বাইরে আমাদের আলাদা কোনো প্রার্থী থাকবে না। ওই সব আসনে আমরা জোটের পক্ষে কাজ করব।

৯ ঘণ্টা আগে

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

তিনি বলেন, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।

১০ ঘণ্টা আগে

মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

১১ ঘণ্টা আগে

নির্বাচন ঘিরে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, 'আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে।'

১১ ঘণ্টা আগে