সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই বাংলাদেশি নাগরিক : মঈন খান

নরসিংদী প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি কখনো সংখ্যালঘু ও সংখ্যাগুরুতে বিশ্বাস করে না, তাই তারা এ নিয়ে কখনো আলোচনা করে না। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই বাংলাদেশি নাগরিক।

আজ বুধবার (১ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদীর পলাশে পলাশ বাজার সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘পৃথিবীতে যেমন পাপাচার, অবিচার দূর করতে প্রতিবছর মা দুর্গার আগমন ঘটে। তেমনি অসুরের রূপেও কিছু মানুষ পৃথিবীতে আসে শুধু অন্যায় আর অবিচার করতে। তাই এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হওয়ার পর এখন মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে। যেই গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছিল। আগামীতে ক্ষমতায় গেলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাসহ জনগণের মৌলিক অধিকার ও সুশাসন নিশ্চিত করবে বিএনপি।’

এ সময় উপস্থিত ছিলেন পলাশ বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ চন্দ্র ধর, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ অন্য নেতারা। মতবিনিময় শেষে ড. আব্দুল মঈন খান পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপি কারও সঙ্গে আসন সমঝোতা করবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বড় ৃদলগুলোর কাছে ছোট দলগুলোর মাথা নত করা উচিত না। নিজেদের মেরুদণ্ড সমুন্নত করতে হবে। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি ও ধর্মের রাজনীতি আর চলবে না। ভাঙা দিয়ে শুরু করেছি, এখন গড়ার সময়।’

১৯ ঘণ্টা আগে

দুর্নীতি ও লুটপাট নয়, সততার সঙ্গে কাজ করব : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বিএনপি উন্নয়নের রাজনীতি করে, কিন্তু উন্নয়ন নিয়ে রাজনীতি করে না। আওয়ামী লীগের মতো দুর্নীতি ও লুটপাট নয়, বরং সততা ও নিষ্ঠার সঙ্গে আমরা জনকল্যাণে ও জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করব।’

২০ ঘণ্টা আগে

খালেদা জিয়ার দেখতে ফের হাসপাতালে জোবাইদা রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

২১ ঘণ্টা আগে

''একদল অপকর্ম করে চলে গেছে, আরেক দল দায়িত্ব নিয়েছে''

ডা. শফিকুর রহমান বলেন, একদল চাঁদাবাজি করে জনগণের ব্যানার পুড়িয়েছে, আরেকদল আবার তার চাইতে পেশিশক্তিতে চাঁদাবাজিতে নেমে পড়েছে। একদল দখলদার বনতে গিয়ে জনগণ তাদের প্রত্যাখান করেছে, আরেকদল বেপরোয়া দখলদার হয়ে পড়েছে। কেউ বাঁকাপথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তাদের বলব- সেই সূর্য আর উঠবে না।

২১ ঘণ্টা আগে