জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০০: ১৬
বুধবার জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া। ছবি: বিএনপি মিডিয়া উইং

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার স্বামী ও দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। কবরের পাশে গাড়িতে বসেই তিনি দোয়া করে ফের বাসার পথে রওয়ানা হয়ে গেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে খালেদা জিয়া চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান।

দলীয় সূত্র বলছে, খালেদা জিয়ার গাড়ি জিয়াউর রহমানের কবরের পাশে পৌঁছে দাঁড়িয়ে যায়। এ সময় গাড়িতে বসেই খালেদা জিয়া দোয়া-দরুদ পড়েন এবং মোনাজাত করেন। প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থান করেন তিনি।

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এ সময় গাড়িতে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনও ছিলেন।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়া সর্বশেষ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন। এরপর কারাগারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আওয়ামী লীগ সরকারের সময় শর্তসাপেক্ষে কারাগারের বাইরে নিজ বাড়িতে থাকার সুযোগ পেলেও হাসপাতাল ছাড়া বাইরে কোথাও যেতে পারেননি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়া কারামুক্ত হয়ে দেশে ও যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছেন। দলের নেতারা বলছেন, শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠায় তিনি স্বামীর কবর জিয়ারত করলেন।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিএনপির মিডিয়া উইং জানায়, খালেদা জিয়া বুধবার রাতে জিয়াউর রহমানের কবর জিয়ারত কবরে কুরআন তেলওয়াত করবেন।

এ খবর ছড়িয়ে পড়লে কিছু সময়ের মধ্যেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধি ঘিরে অবস্থান নেন। খালেদা জিয়া কবর জিয়ারত শেষে ফিরে যাওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান নেন।

এদিকে খালেদা জিয়ার পূর্বঘোষণা ছাড়াই জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাওয়ার ঘটনা রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। তবে বিএনপি নেতারা বলছেন, স্বামীর কবর জিয়ারত একটি স্বাভাবিক ঘটনা। এর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সংযোগ দেখছেন না তারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে: বিএনপি

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষণা করা রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলে মনে করছে বিএনপি। পাশাপাশি দলটি অন্যান্য মামলায় অভিযুক্তদেরও সুবিচারের দাবি জানিয়েছে।

২ দিন আগে

রায়ে প্রমাণ হয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা

বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হাজারও মানুষ ও এখনো সেই ক্ষত বহনকারী পরিবারগুলোর জন্য এ রায় সীমিত মাত্রায় হলেও ন্যায়বিচার এনে দিয়েছে।

২ দিন আগে

এক মাসের মধ্যে শেখ হাসিনাকে এনে রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে একমাসের মধ্যে আদালতের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমরা দাবি জানাচ্ছি, আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এই রায় ক

২ দিন আগে

একপাক্ষিক রায়ের মামলা ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে: জাসদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া দণ্ডকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে বিবৃতিতে জাসদ বলছে, রাজনৈতিক প্রতিহিংসা, চরিতার্থ করার জন্য অসাংবিধানিক সরকারের ট্রাইব্যুনালের সাজানো মামলার

২ দিন আগে