সংস্কার প্রক্রিয়ায় অংশ নিচ্ছে বিএনপি, কিছু প্রস্তাবে ‘ভিন্নমত’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৪: ০৪

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনগুলোর আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। তবে কিছু প্রস্তাবে দলটি ভিন্নমত পোষণ করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য বিএনপি ছয়টি সংস্কার কমিশনের আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করছে। আমরা বহু বিষয়ে ছাড় দিয়েছি। তবে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করার প্রস্তাবে আমরা একমত নই।”

তিনি বলেন, নির্বাচিত সংসদ ও সরকারের ক্ষমতা খর্বের যেকোনো উদ্যোগ গণতন্ত্রের পরিপন্থী। “গণতান্ত্রিক কাঠামোয় দায়বদ্ধ সরকারকে অকার্যকর করা সংস্কারের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।”

বিএনপি মহাসচিব জানান, দুদক সংস্কার কমিশনের ৪৭টি প্রস্তাবের মধ্যে ৪৬টিতে তারা একমত হয়েছেন।

জনপ্রশাসন কমিশনের ২০৮টি প্রস্তাবের মধ্যে ১৮৭টিতে সম্মতি দিয়েছে বিএনপি।

বিচার বিভাগীয় সংস্কারে ৮৯টির মধ্যে ৭১টিতে পুরো বা আংশিক সম্মতি রয়েছে, তবে ১৮টিতে ভিন্নমত রয়েছে।

নির্বাচনী ব্যবস্থা সংস্কারে ২৪৩টি সুপারিশের মধ্যে ১৪১টিতে একমত, ১৪টিতে আংশিক মত ও ৬৪টিতে শর্তসাপেক্ষে মত দিয়েছে বিএনপি।

সংবিধান সংস্কার কমিশনের ১৩১টি প্রস্তাবের বেশিরভাগে একমত হলেও ৭০ অনুচ্ছেদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বিষয়ে তারা ছাড় দিয়েছে।

মির্জা ফখরুল জানান, পুলিশ সংস্কার কমিশন এখনও আলোচনায় আসেনি। তবে র‍্যাব বিলুপ্তির বিষয়ে ঐকমত্য হয়েছে বলেও তাদের প্রতিনিধিদের কাছ থেকে জানা গেছে।

তিনি বলেন, “আমরা কোনোভাবেই সংস্কার প্রক্রিয়া ব্যাহত করতে চাই না। তবে বাস্তবতা বিবেচনায় ভিন্নমত দিতেই হয় কিছু ক্ষেত্রে।”

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনী ট্রেন লাইনে উঠে গেছে : মির্জা ফখরুল

তিনি বলেন, ‘অপশক্তি জনতার প্রতিরোধে এক বছর আগে পালিয়ে গেছে। মনে হচ্ছে এখন আমরা স্বাধীন। হাসিনার শাসনামলে আমরা বাড়িতে থাকতে পারিনি, ঘরে ঘুমাতে পারিনি। দেশে একটা বিভীষিকাময় পরিবেশ ছিল। হাসিনার পলায়নের মাধ্যমে মনে হচ্ছে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠি

১ দিন আগে

জাপার সমাবেশ ঘিরে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। এ সময় সমাবেশস্থলে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যায়। এছাড়াও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

১ দিন আগে

সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন কিম

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। তবে ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা নিয়ে এখনো কোনো পরীক্ষা করা হয়নি।

১ দিন আগে

পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে: খসরু

আমীর খসরু বলেন, যারা পিআর পদ্ধতির পক্ষে তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশে কী হবে- তা ঠিক করতে মানুষ দায়িত্ব দেয় নাই। তাই সনদেরও ম্যান্ডেট লাগবে।

১ দিন আগে