আপসহীন নেত্রী খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে পালায়নি: বাবুল

বাসস

কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, দাম্ভিক হাসিনা জনরোষে পালিয়ে গেলেও, আওয়ামী শাসকদের শত নির্যাতনেও আপসহীন নেত্রী খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে পালায়নি। নেতা-কর্মীদের ছেড়ে দেশনেত্রী দেশের বাইরে পালিয়ে যাবার চিন্তাও করেননি।

বাবুল বলেন, হাসিনা অহংকার ও গর্ব করে দাম্ভিকতার সঙ্গে বলেছিল ‘হাসিনা পালায় না’। গত ৫ আগস্টের তিনদিন আগেও বলেছিল তিনি নাকি পালায় না। ঠিক তিনদিনের মাথায় বিমান করে নিজের বোনকে নিয়ে পালিয়ে চলে গেলেন।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সোমবার দুপুরে চরভদ্রাসন উপজেলা বিএনপির আয়োজনে চরভদ্রাসন পাইলট স্কুল মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাবুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাসিত করার হাজারো চেষ্টা করা হয়েছে। জেল জুলুম দিয়ে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। কিন্তু পারেনি। আপসহীন নেত্রী দেশ ছেড়ে পালায়নি। আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া আমাদের ছেড়ে কখনো পালিয়ে যান নাই। যার ভালোবাসা এদেশের মাটি ও মানুষ, তিনি তাদের ছাড়া আর কোথাও পালাবে না। এটাই দেশপ্রেম। এটাই জাতীয়তাবাদ।

ফরিদপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতনের সভাপতিত্বে ও ফরিদপুর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মুহা. মামুন অর রশিদ মামুনের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনী ট্রেন লাইনে উঠে গেছে : মির্জা ফখরুল

তিনি বলেন, ‘অপশক্তি জনতার প্রতিরোধে এক বছর আগে পালিয়ে গেছে। মনে হচ্ছে এখন আমরা স্বাধীন। হাসিনার শাসনামলে আমরা বাড়িতে থাকতে পারিনি, ঘরে ঘুমাতে পারিনি। দেশে একটা বিভীষিকাময় পরিবেশ ছিল। হাসিনার পলায়নের মাধ্যমে মনে হচ্ছে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠি

১ দিন আগে

জাপার সমাবেশ ঘিরে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। এ সময় সমাবেশস্থলে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যায়। এছাড়াও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

২ দিন আগে

সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেন কিম

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। তবে ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা নিয়ে এখনো কোনো পরীক্ষা করা হয়নি।

২ দিন আগে

পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে: খসরু

আমীর খসরু বলেন, যারা পিআর পদ্ধতির পক্ষে তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশে কী হবে- তা ঠিক করতে মানুষ দায়িত্ব দেয় নাই। তাই সনদেরও ম্যান্ডেট লাগবে।

২ দিন আগে