স্বাক্ষরিত জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো: বিএনপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই সনদের বাইরে সরকার কোনও সিদ্ধান্ত নিলে তা মানতে স্বাক্ষরকারী দলগুলো বাধ্য নয় জানিয়েছে বিএনপি। দলটি বলছে,সেই ক্ষেত্রে সব দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে। এ বিষয়ে সরকারের প্রতি সতর্ক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান। এর আগে সোমবার (১০ নভেম্বর) রাতে স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করে বিএনপি।

জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে স্থায়ী কমিটির সভায়।

লিখিত বক্তব্য খন্দকার মোশাররফ বলেন, প্রায় এক বছরব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে 'নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী সেই সনদ বাস্তবায়নে সব পক্ষ অঙ্গীকারবদ্ধ থাকে।

তিনি বলেন, স্থায়ী কমিটির মনে করে, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে বিভিন্ন বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার কথা বলছেন, যা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তকে অগ্রাহ্য করার শামিল।

এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, শুধু আমরা মানব না, যারা জুলাই সনদ স্বাক্ষর করেছে তারা মানবে না। সরকার আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।

তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে। নির্বাচন অংশ নিতে পারছে না তারা নানাভাবে দেশে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা করছে।

জামায়াত ৮ দলের আন্দোলন প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তারা (জামায়াত) অন্যদের স্বাক্ষর করার পরে আবার নতুন একটি প্রসঙ্গ নিয়ে আন্দোলন করছে। তাদের জিজ্ঞাসা করুন, এটা তারা কেন করছে?

তিনি বলেন, কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে প্রস্তাব করেছে সেখানে নোট অব ডিসেন্ট নেই। সেখানে ৪৮টি দফা প্রস্তাব করেছে। জাতীয় ঐকমত্যের স্বার্থে সংসদ নির্বাচনের একই দিনেই গণভোটের প্রস্তাব আমরা রাজি হয়েছিলাম। সনদ বাস্তবায়নের জন্য অযৌক্তিক অজুহাতে আন্দোলন করছে। সনদে স্বাক্ষরিত কোনো কিছুর বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিলে কোনো রাজনৈতিক দল মানতে বাধ্য নয়। সনদে স্বাক্ষরিত কোনো দলের উপর দায় দায়িত্ব বর্তাবে না।

জুলাই সনদ আদেশের প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, এই সরকার সাংবিধানিকভাবে শপথ নিয়েছে৷ সবকিছু আইনিভাবে চলছে। সংবিধান অনুসারে এখন কোনো আদেশ জারি করার অধিকার রাষ্ট্রপতির। কিন্তু আদেশ জারি সক্ষমতা এখন আর নেই। প্রেসিডেন্ট অর্ডার এক সময় জারি করার ছিল। বর্তমান সংবিধান রাষ্ট্রপতির আদেশ জারি করার বিধান আর নেই। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে।

গণভোট ইস্যুতে রাজনৈতিক আলোচনার সুযোগ আছে কিনা এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন আহমদ বলেন, সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায় তাহলে সুযোগ আছে। আমাদের কাছে এখনো কোনো প্রস্তাব আসেনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান মেজর অবসরপ্রাপ্ত হাফেজ উদ্দিন আহমেদ প্রমুখ৷

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

যে কারণে সবার কাছে ক্ষমা চাইলেন এবি পার্টির মঞ্জু

ছোট রাজনৈতিক দল হিসেবে নির্বাচনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ায় ক্ষমা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

১৬ ঘণ্টা আগে

এমন একটা সংসদ চাই যেখানে প্রশংসার স্তুতিবাক্য থাকবে না: সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ বলেন, সামনে আর কোন গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আমরা এমন একটি জাতীয় সংসদ বিনির্মাণ করতে চাই,যে সংসদে আর শুধু নৃত্যগীত হবেনা, সেই সংসদে মানুষের কথা বলা হবে, সেখানে কোন রকম সন্ত্রাসীদের জায়গা হবে না। সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে এবং এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা ব

১৬ ঘণ্টা আগে

আ.লীগ আমলে এমপি নির্বাচিত একরামুজ্জামানকে দলে ফেরাল বিএনপি

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করার তথ্য জানানো হয়।

১৭ ঘণ্টা আগে

এবারের নির্বাচন দেশকে ৫০ বছর এগিয়ে নেবে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ দল ‘না’ এর পক্ষে কথা তুলছে। তবে আমরা বলতে চাই গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা যদি আমাদের ভোট নাও দেন, তবুও আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।

১৮ ঘণ্টা আগে