শেখ হাসিনার পরিবার ও হাইব্রিড আওয়ামী লীগারদের ক্ষমা নাই : প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি, লুটপাট করে অবৈধ সম্পদের মালিক বনে যাওয়ার পথ চিরতরে বন্ধ করতে না পারলে জনগণ কাউকে ক্ষমা করবে না। আওয়ামী শাসনামলকে মহাদুর্নীতিবাজ হাসিনা পরিবার ও তাদের অনুগত হাইব্রিড আওয়ামী লীগ এর ক্ষমা নাই।

বুধবার সন্ধ্যায় অমতৈল ইউনিয়নের সরচাপুর বাজারে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

প্রিন্স আরও বলেন, বাংলাদেশের জনগণ বিগত ১৫ বছর মুদ্রাস্ফীতি, বিদ্যুতের সংকট, কৃষকের লোকসান, যুবকের বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আয় ইনকাম হ্রাস, জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি এসবের রিক্ততা নিয়ে দিন পার করেছে। অথচ সে সময় ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিদের লকার খুলতেই সোনার স্তূপ বেরিয়ে আসছে। এই বৈপরীত্যই প্রমাণ করে, জনগণ রিক্ত হয়েছে, আর ক্ষমতার বলয় সিক্ত হয়েছে বিশেষ সুবিধায়।

তিনি আরো বলেন, যারা ক্ষমতায় থাকতে নিজেদের ত্যাগী পরিচয় দিয়েছেন, তাদের নামে নিবন্ধিত লকার থেকে যখন শত শত ভরি সোনা উদ্ধার হয়, তখন কবিতার আবৃত্তি দিয়ে আর সত্য ঢেকে রাখা যায় না।

তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা বারবার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলে নিজেকে রিক্ত, নিঃস্ব, নিষ্কলুষ, সাধারণ দাবি করলেও এখন তার নিবন্ধিত ব্যক্তিগত একটি লকার থেকেই ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। অন্যান্য জায়গায় আরও কোট কী আছে কে জানে? শেখ মুজিব জীবদ্দশায় তার চারপাশে চোরের খনি বানিয়ে গেছেন। এখন তার মেয়ের সোনার খনি আবিস্কৃত হচ্ছে । তিনি প্রশ্ন রেখে বলেন, হাসিনা এত সোনার মালিক কীভাবে হলো?

আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মী ও সমর্থকদের পরিত্যাগ করে স্বাভাবিক জীবন যাপন করার আহ্বান জানিয়ে বলেন, দুষ্কৃতিকারীদের উসকানিতে পা দিয়ে কেউ অহেতুক উত্তেজনা, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। হাসিনা ও তার সহযোগীরা আওয়ামী রাজনীতির কবর রচনা করে পালিয়ে গেছে। বাংলাদেশে আওয়ামী রাজনীতির চ্যাপ্টার ক্লোজড।

আমতৈল ইউনিয়ন বিএনপির আহবায়ক প্রবীণ নেতা পরাণ আলী কাঞ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম মোস্তফার সঞ্চালনায় আমতৈল ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান বক্তব্য দেন ।

এমরান সালেহ প্রিন্স জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়নে তাদের দাবি শোনেন ও সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিগত ৬ মাসে এমরান সালেহ প্রিন্সের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন রাস্তা নির্মাণ প্রকল্পভুক্ত হওয়ায় জনসাধারণ তাকে কৃতজ্ঞতা জানায়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এমন একটা সংসদ চাই যেখানে প্রশংসার স্তুতিবাক্য থাকবে না: সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ বলেন, সামনে আর কোন গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আমরা এমন একটি জাতীয় সংসদ বিনির্মাণ করতে চাই,যে সংসদে আর শুধু নৃত্যগীত হবেনা, সেই সংসদে মানুষের কথা বলা হবে, সেখানে কোন রকম সন্ত্রাসীদের জায়গা হবে না। সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে এবং এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা ব

৭ ঘণ্টা আগে

আ.লীগ আমলে এমপি নির্বাচিত একরামুজ্জামানকে দলে ফেরাল বিএনপি

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করার তথ্য জানানো হয়।

৮ ঘণ্টা আগে

এবারের নির্বাচন দেশকে ৫০ বছর এগিয়ে নেবে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ দল ‘না’ এর পক্ষে কথা তুলছে। তবে আমরা বলতে চাই গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা যদি আমাদের ভোট নাও দেন, তবুও আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।

৯ ঘণ্টা আগে

রাজনীতিবিদেরা জবাবদিহিতায় থাকলে দেশের গণতন্ত্র বেশি শক্তিশালী হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাজনীতিবিদেরা যত বেশি জবাবদিহির আওতায় থাকবেন, দেশের গণতন্ত্র তত বেশি শক্তিশালী হবে। সরকার ও রাজনৈতিক দলকে পার্লামেন্টারি কমিটি, সিভিল সোসাইটি এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।’

৯ ঘণ্টা আগে