হাদিকে গুলি: অপরাধীদের গ্রেপ্তার দাবিতে শনিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির লোগো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।

শুক্রবার বিকেলে এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

তিনি বলেন, অবাধ-সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে নীল নকশা করা হয়েছে এবং এরই অংশ হিসেবে আজ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

রিজভী আরও বলেন, চট্টগ্রামে এরশাদ উল্লাহকে গুলি করা হয়েছে। এসব ঘটনায় তদন্ত করে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপি ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে।

তিনি বলেন, আগামীকাল ১৩ ডিসেম্বর বিএনপি ও এর সব অঙ্গ সংগঠনরা এই বিক্ষোভ মিছিল করবে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবিতে। ৎ

একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন। এই নৃশংস ঘটনার আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ছাত্রদলসহ দলের সবার প্রতি আহ্বান করছি, সরকারকে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীর খোঁজ বের করতে পারেন।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ঘটনাটি ঘটে পল্টনের ডিআর টাওয়ার ও বাইতুস সালাম জামে মসজিদের মাঝামাঝি সড়কে।

ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

এছাড়া, চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেছেন তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিএনপির নিন্দা, হামলাকারীদের গ্রেপ্তার দাবি

হাদির দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবিও জানিয়েছে দলটি

৫ ঘণ্টা আগে

ধর্মের নামে রাজনীতি চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

১২ ঘণ্টা আগে

অধ্যাপক গোলাম আযমের একটি সাংবাদিক সাক্ষাৎকার

শেখ মুজিবুর রহমান ২৫শে মার্চের আগে কখনো বিচ্ছিন্নতার কথা বলেননি, কিন্তু মওলানা ভাসানী স্বাধীনতার শ্লোগান দেন এবং পশ্চিম পাকিস্তানকে ওয়ালাইকুমুস সালাম জানান। অপরাধ যদি একই ধরনের ছিল তবে উভয়ের সঙ্গে ভিন্ন আচরণ করা হলো কেন? আমাকে জানানো হোক, এবং আমাকেই শুধু নয়— এ দেশের জনগণকে জানানো হোক কেন সামরিক পদক্

১২ ঘণ্টা আগে

তফসিলকে স্বাগত জানালেও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা এনসিপির

ইসির অবস্থান নিয়ে পাটওয়ারী বলেন, নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা আছে। তবে নিরপেক্ষতার অভাব আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য পেশিশক্তি ও টাকার প্রভাব আশঙ্কা করছি। এ অবস্থায় জনগণকে আহ্বান জানাই, তারা যেন ভোটকেন্দ্র পাহারা দেন।

১ দিন আগে