রেজা কিবরিয়া এবার বিএনপিতে, ‘টপ ক্লাস’ দেশ গড়ার প্রত্যয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঘোষণা দিয়েছিলেন আগেই। এবার আনুষ্ঠানিকভাবে সে ঘোষণা বাস্তবায়ন করলেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রেজা কিবরিয়া। এ সময় তিনি জানিয়েছেন, বাংলাদেশের ‘টপ ক্লাস’ কোয়ালিটির মানুষদের দিয়ে ‘টপ ক্লাস’ দেশ গঠন সম্ভব।

একাডেমিক হিসেবে ক্যারিয়ার গড়লেও আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া এর আগে গণফোরাম, গণঅধিকার পরিষদ ও আমজনতার দলে যোগ দিয়েছিলেন। ২০১৮ সালে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও হবিগঞ্জ-১ (বাহুবল-নবীনগর) আসন থেকে ভোট করার আগ্রহের কথা আগেই জানিয়েছেন তিনি।

সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন রেজা কিবরিয়া। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে আমাদের দলে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, আজ দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান যিনি তার নিজের যোগ্যতায় আইএমএফের অত্যন্ত উচ্চ পদে কাজ করেছেন এবং পরে রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন, তিনি আজ আমাদের মাঝে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে ড. রেজা কিবরিয়া আজ আমাদের দলে যোগ দিয়েছেন।

বিএনপিতে যোগদানের জন্য রেজা কিবরিয়াকেও ফুল দেন বিএনপি মহাসচিব। এ সময় রেজা কিবরিয়া বলেন, আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করলাম। এই দলে যোগ দিতে পেরে আমি খুবই গর্বিত। এই দলটির ইতিহাস গণতন্ত্রের ইতিহাস। দুই দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের থেকে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকশালের অবসান ঘটিয়ে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং আশির দশকে হুসেইন মুহাম্মদ এরশাদের সেনাশাসনের অবসানে খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্রের জন্য আন্দোলনের কথা তুলে ধরেন রেজা কিবরিয়া। বলেন, এটি একটি ঐতিহাসিক ভূমিকা। একটি দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে। আমি ইতিহাসে এ রকম কোনো উদাহরণ অন্য কোনো দেশে দেখি না।

রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশকে উন্নত করা বা এশিয়ার প্রথম তিন দেশের মধ্যে আনা অসম্ভব কিছু না। আপনারা ভাবছেন, আমি রূপকথার মতো বলছি। কিন্তু পরে বুঝতে পারবেন। আমি ৩৫টি দেশে প্রায় ৪০ বছর কাজ করেছি। আপনাদের বলতে পারি, আমাদের দেশের মানুষের কোয়ালিটি ‘টপ ক্লাস’। তাদের দিয়ে একটা ‘টপ ক্লাস’ দেশ, প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও বক্তব্য রাখেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়?

অনেকে আবার প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক দৃশ্যপটের আড়ালে অন্য কোনো খেলা চলছে কি না। নাকি পুরনো কোনো ভয় এখনো তাড়া করে ফিরছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। রাজনীতিতে ‘মাইনাস টু ফর্মুলা’র কথাও এখনো ঘুরেফিরে আসছে। এমনকি বাদ যাচ্ছে না ৫ আগস্ট পরবর্তী সেই আলোচনা, যেখানে প্রধান দুই দলকে ক্ষমতার বাইরে রাখার কথ

২ দিন আগে

১ ডিসেম্বর বিএনপির ‘বিজয় মশাল রোড শো’ শুরু

কর্মসূচির অংশ হিসেবে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি 'বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো', যার পাশাপাশি থাকবে আলোচনা সভাসহ নানা আয়োজন।

২ দিন আগে

খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবনতির জন্য আ. লীগ দায়ী: মঈন খান

মঈন খান বলেন, ‘দেশের প্রোথিতযশা চিকিৎসক যারা রয়েছেন তারা সার্বক্ষণিকভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেবা করে যাচ্ছেন । এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যা কিছু করা সম্ভব, আমি বলব তার চেয়েও বেশি তারা চেষ্টা করছেন বিশ্বাস করি।’

২ দিন আগে

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই : ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গুলশানে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

২ দিন আগে