খালেদা জিয়া বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন : সেলিমা রহমান

রাজশাহী ব্যুরো

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, স্বাধীনতার ঘোষক, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের উন্নয়নের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আর তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এ দলকে জনগণের দলে পরিণত করেছেন।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড়ে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানিয়ে সেলিমা রহমান আরও বলেন, বাংলাদেশে এক স্বৈরশাসক দীর্ঘদিন পাথরের মতো বসে থেকে জনগণকে শোষণ ও নিপীড়ন করেছে। এ অবৈধ স্বৈরশাসককে বিতাড়িত করতে বিএনপি দীর্ঘ সতের বছর আন্দোলন করেছে। এর নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি দাবি করেন, গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমে “ছাত্র-জনতা স্বৈরাচার খুনি হাসিনাকে বিতাড়িত করে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। এখন নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনার সময় এসেছে।

সেলিমা রহমান আরও বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন দেশ সংস্কারের প্রথম নায়ক। তাঁর সুযোগ্য পুত্র তারেক রহমান ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন। এগুলো বাস্তবায়ন হলে আর কোনো সংস্কারের প্রয়োজন হবে না।

বক্তব্য শেষে বাটার মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি লোকনাথ স্কুল, রাজশাহী কলেজ গেট, মনিচত্বরসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এদিন সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিন দিনের কর্মসূচির উদ্বোধন করেন নেতারা। র‌্যালি ও পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগরের সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, নজরুল হুদা, মামুন-অর-রশিদ মামুন প্রমুখ।

সভা পরিচালনা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপির সম্মেলন নির্বাচন কমিশনার কে.এম. ওবায়দুর রহমান চন্দন।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশিষ রায় মধু, আবু বক্কার সিদ্দিক, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী, বজলুল হক মন্টু, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন, রুকুনুজ্জামান আলম, তাজমুল-তান টুটুল, গোলাম মোস্তফা মামুন, তোফায়েল হোসেন রাজু এবং থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতারা।

অন্যদিকে যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলের মহানগর ও জেলা পর্যায়ের নেতারাও এ আয়োজনে যোগ দেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বার বার লড়াই করেছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, সংস্কার প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করেছে বিএনপি। বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করা হয়েছে। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নিঃসন্দেহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্ব

৮ ঘণ্টা আগে

নুরের শারীরিক অবস্থার আরও উন্নতি, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হচ্ছে

৯ ঘণ্টা আগে

ডাকসুতে হাড্ডাহাড্ডি লড়াই দেখছেন ভোটাররা, অবাধ ভোটের প্রত্যাশা

১১ ঘণ্টা আগে

নির্বাচনের বিকল্প যেকোনো কিছু গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা

প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন, সেই সময়েই নির্বাচন হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।

১ দিন আগে