খালেদা জিয়া বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন : সেলিমা রহমান

রাজশাহী ব্যুরো

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, স্বাধীনতার ঘোষক, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের উন্নয়নের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আর তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এ দলকে জনগণের দলে পরিণত করেছেন।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড়ে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানিয়ে সেলিমা রহমান আরও বলেন, বাংলাদেশে এক স্বৈরশাসক দীর্ঘদিন পাথরের মতো বসে থেকে জনগণকে শোষণ ও নিপীড়ন করেছে। এ অবৈধ স্বৈরশাসককে বিতাড়িত করতে বিএনপি দীর্ঘ সতের বছর আন্দোলন করেছে। এর নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি দাবি করেন, গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমে “ছাত্র-জনতা স্বৈরাচার খুনি হাসিনাকে বিতাড়িত করে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। এখন নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনার সময় এসেছে।

সেলিমা রহমান আরও বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন দেশ সংস্কারের প্রথম নায়ক। তাঁর সুযোগ্য পুত্র তারেক রহমান ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন। এগুলো বাস্তবায়ন হলে আর কোনো সংস্কারের প্রয়োজন হবে না।

বক্তব্য শেষে বাটার মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি লোকনাথ স্কুল, রাজশাহী কলেজ গেট, মনিচত্বরসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এদিন সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিন দিনের কর্মসূচির উদ্বোধন করেন নেতারা। র‌্যালি ও পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগরের সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, নজরুল হুদা, মামুন-অর-রশিদ মামুন প্রমুখ।

সভা পরিচালনা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপির সম্মেলন নির্বাচন কমিশনার কে.এম. ওবায়দুর রহমান চন্দন।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশিষ রায় মধু, আবু বক্কার সিদ্দিক, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী, বজলুল হক মন্টু, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন, রুকুনুজ্জামান আলম, তাজমুল-তান টুটুল, গোলাম মোস্তফা মামুন, তোফায়েল হোসেন রাজু এবং থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতারা।

অন্যদিকে যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলের মহানগর ও জেলা পর্যায়ের নেতারাও এ আয়োজনে যোগ দেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, কড়া নিরাপত্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার (২৯ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। সে কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায়।

৩ ঘণ্টা আগে

ঢাকায় তারেক রহমানের মনোনয়নপত্র জমা

তারেক রহমানের নির্বাচনি কার্যক্রমের প্রধান সমন্বয়ক ও প্রধান নির্বাচনি এজেন্ট এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে চিলেন সহকারী সমন্বয়ক ফরহাদ হালিম ডোনার, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও তানভীর আহমেদ রবিনসহ পাঁচজন।

৪ ঘণ্টা আগে

নির্বাচনি কার্যক্রম শুরু করতে ১ জানুয়ারি সিলেট যাচ্ছেন তারেক রহমান

নতুন বছরের প্রথম দিন আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। ১৭ বছরের বিরতিতে দেশে ফেরার পর এটিই হবে তার প্রথম রাজনৈতিক সফর।

৪ ঘণ্টা আগে

ভোট থেকে সরে দাঁড়ালেন এনসিপির মনিরা শারমিন ও মনজিলা ঝুমা

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে মনিরা ও দিবাগত মধ্যরাতে মনজিলা নিজেদের ফেসবুক প্রোফাইলে পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন। এর মধ্যে মনিরা সরাসরি জামায়াতের সঙ্গে এনসিপির জোটকে তার সিদ্ধান্তের নেপথ্যের কারণ হিসেবে উল্লেখ করেছেন। মনজিলা এ বিষয়ে কোনো কারণ উল্লেখ করেননি।

৫ ঘণ্টা আগে