জিয়ার সমাধিতে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শ্রদ্ধা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির নেতাকর্মীদের শ্রদ্ধা। ছবি: রাজনীতি ডটকম

দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানানোর পর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। এরপর দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় বিএনপির নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে যান। সকাল থেকে বৃষ্টি থাকলেও তা উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে সেখানে সমবেত হতে থাকেন অসংখ্য নেতাকর্মী। বুকে কালো ব্যাজ পরে ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘জিয়া তোমায় ভুলিনি, ভুলব না’, ‘স্বাধীনতার আরেক নাম জিয়াউর রহমান’ ইত্যাদি স্লোগান দেন তারা।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন ও লুৎফুজ্জামান বাবর; যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি; কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, মীর নেওয়াজ আলী, সাইফুল আলম নিরব, তাইফুল ইসলাম টিপু ও এস এম জাহাঙ্গীর; এবং ঢাকা মহানগর বিএনপির নেতা আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন।

পরে নেতাকর্মীরা সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন। এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতীদল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, সম্মিলিত পেশাজীবী পরিষদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে আলাদাভাবে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ দিন সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করে কালো পতাকা উত্তোলন করা হয়। কেন্দ্রীয়ভাবে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো জিয়াউর রহমানে ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করেছে। পত্রিকায় প্রকাশ করা হয়েছে বিশেষ ক্রোড়পত্র।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে শুক্রবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের উদ্যোগে খোলা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। দিনব্যাপী এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা দুঃস্থ রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করবেন।

দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি কলেজ, হাইকোর্ট মাজার, গুলশান-২ ঢাকা সিটি করপোরেশনের মার্কেট, বাসাবো খেলার মাঠ, ধানমন্ডি আবাহনী মাঠ, ধানমন্ডি কেএফসি, কলাবাগান, ঢাকা মেডিকেল কলেজ, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্পটে দু্ঃস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেবেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সুখবর পেলেন বিএনপির ২৮ নেতা

এতে বলা হয়েছে, ইতোপূর্বে হবিগঞ্জ জেলাধীন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছিলেন। আবেদনের প্রেক্ষিতে তার পদত্যাগপত্র প্রত্যাহার করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

মৃত্যুদণ্ডই শেখ হাসিনার উপযুক্ত বিচার : আখতার

ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, ‘মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। এই রায় কার্যকর করার মধ্য দিয়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। সরকারের প্রতি আহ্বান জানাই, অতি দ্রুত সময়ের মধ্যে এই রায় সরকারকে কার্যকর করতে হবে।’

১৯ ঘণ্টা আগে

ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখুন : জামায়াত আমির

পোস্টে তিনি আরও লিখেছেন, এই সংকটময় সময়ে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই- আমাদের সংগ্রাম কারও বিরুদ্ধে নয়, আমাদের সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে সব নাগরিক নিরাপদে মত প্রকাশ করতে পারে, যেখানে বিচার হবে নিরপেক্ষ এবং যেখানে পরিবর্তন আসবে শান্তিপূর্ণ

১৯ ঘণ্টা আগে

রাতে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি

দলীয় সূত্রের তথ্যানুযায়ী, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া অস্থিরতা, বিভিন্ন জেলায় বিক্ষোভ–অসন্তোষের পরিস্থিতি এবং সাংগঠনিক দুর্বলতা, এসব ইস্যু আজকের আলোচনায় গুরুত্ব পাবে।

২০ ঘণ্টা আগে