প্রতিবেদক, রাজনীতি ডটকম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের কর্মকাণ্ডকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, বিএনপি এগুলো কখনো সমর্থন করে না।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত হন নুরুল হক নুর।
রক্তাক্ত অবস্থায় প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয় নুরকে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব ধরনের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।
তিনি বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে— এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকেও আমরা নিন্দা জানাই।
বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেক নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নুরুল হক নুরের সুচিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার কথা জানান। পাশাপাশি নুরের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের কর্মকাণ্ডকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, বিএনপি এগুলো কখনো সমর্থন করে না।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত হন নুরুল হক নুর।
রক্তাক্ত অবস্থায় প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয় নুরকে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব ধরনের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।
তিনি বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে— এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকেও আমরা নিন্দা জানাই।
বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেক নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নুরুল হক নুরের সুচিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার কথা জানান। পাশাপাশি নুরের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
এদিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, কাকরাইলে জাপা কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীদের হামলায় পার্টির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ নিয়ে রাত সাড়ে ৮টায় জরুরি ব্রিফিং করা হবে বলে জানান তিনি।
৯ ঘণ্টা আগেকাইয়ূমসহ অন্যদের আটকের পর সন্ত্রাস দমন আইনের ‘মিথ্যা মামলা’য় জড়ানো ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদও জানিয়েছে দলটি।
১০ ঘণ্টা আগেভোটের প্রচারের চতুর্থ দিন শুক্রবার (২৯ আগস্ট) আবাসিক হলগুলোতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেছেন প্রার্থীরা। নামাজ শেষে সবার সঙ্গে কুশল বিনিময় করে ভোট চেয়েছেন।
১১ ঘণ্টা আগেরাশেদ প্রধান বলেন, গতানুগতিক ও অস্বচ্ছ নির্বাচনি রোডম্যাপ দেখে মনে হয় অন্তর্বর্তী সরকার যেকোনো উপায়ে নির্বাচন দিয়ে নিস্তার পেতে চায়। অথচ ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচারের অগ্রগতি সন্তোষজনক নয়। দল হিসেবে আওয়ামী লীগের বিচার হচ্ছে না। জুলাই সনদও প্রস্তুত হয়নি, তার আইনি ভিত্তি ও বাস্ত
১২ ঘণ্টা আগে