প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় নির্বাচন আয়োজনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও আহ্বান জানিয়ে বলব— পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা না করা গেলে পতিত স্বৈরাচারকে মোকাবিলা করা সহজ হবে না।
শনিবার (১৭ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সরকার সংস্কারের ‘বেড়াজালে’ নির্বাচন আটকে দিয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, বিএনপিসহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক সব দল নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়ে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। কিন্তু সরকার সে আহ্বানে সাড়া দেয়নি। সুকৌশলে অল্প সংস্কার-বেশি সংস্কার— এ রকম একটি অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে।
সরকারের এই কর্মপরিকল্পনা সম্পর্কে কিছু জানা নেই বলেই দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে এবং সরকারের ভেতরে-বাইরেও এর প্রভাব পড়তে শুরু করেছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, আমরা প্রতিদিন দেখছি কোনো না কোনো দাবি নিয়ে মানুষ রাস্তায় নামছে। মাত্র ১০ মাসের মাথায় সরকারের ভেতরে ও বাইরে এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার জনগণের ভাষা, আশা-আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে।
‘আমরা মনে করি, অস্থিরতা এভাবে বাড়তে থাকলে সরকারের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে তাদের সক্ষমতা সম্পর্কে আরও সতর্ক থাকার আহ্বান জানাই। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা একসঙ্গে রাজপথে ছিলাম। আমাদের অবস্থান থেকে অন্তবর্তী সরকারের শক্তি ও সামর্থ্যের প্রতি নেতিবাচক মন্তব্য করিনি। তবে আমরা চুপ থাকলেও জনমনে এই সরকারের প্রতি প্রশ্ন উঠছে,’— বলেন তারেক রহমান।
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের ওপর ভিত্তি করে জুলাই আন্দোলনে হাজারও মানুষের প্রাণ প্রাণের বিনিময়ে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতার ভিত্তি রচিত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, তা সত্ত্বেও গত ১০ মাসে সরকার জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে পারেনি। এটি সরকারের সক্ষমতার অভাব নাকি সরকার জুলাই আন্দোলনে হতাহতদের প্রতি উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন— দেশের বহু মানুষ এমন প্রশ্ন করছে বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই— করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের সরকার। বর্তমান সরকারের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে হয়তো প্রশ্ন নেই। তবে এই সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয়। সুতরাং অন্তর্বর্তী সরকারকে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার হতে হবে।
অনুষ্ঠানে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, এনডিএম কোনো ড্রয়িং রুমে জন্মগ্রহন করেনি, আন্দোলনে-সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ঘাম-সংগ্রাম ও বিশ্বাসের মধ্য দিয়ে এই দল গঠিত হয়েছে। জনসেবা করাই আমাদের লক্ষ্য। স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনেও রাজপথে থেকে ভূমিকা রেখেছেন আমাদের নেতাকর্মীরা।
জাতীয় নির্বাচন আয়োজনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও আহ্বান জানিয়ে বলব— পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা না করা গেলে পতিত স্বৈরাচারকে মোকাবিলা করা সহজ হবে না।
শনিবার (১৭ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সরকার সংস্কারের ‘বেড়াজালে’ নির্বাচন আটকে দিয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, বিএনপিসহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক সব দল নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়ে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। কিন্তু সরকার সে আহ্বানে সাড়া দেয়নি। সুকৌশলে অল্প সংস্কার-বেশি সংস্কার— এ রকম একটি অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে।
সরকারের এই কর্মপরিকল্পনা সম্পর্কে কিছু জানা নেই বলেই দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে এবং সরকারের ভেতরে-বাইরেও এর প্রভাব পড়তে শুরু করেছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, আমরা প্রতিদিন দেখছি কোনো না কোনো দাবি নিয়ে মানুষ রাস্তায় নামছে। মাত্র ১০ মাসের মাথায় সরকারের ভেতরে ও বাইরে এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার জনগণের ভাষা, আশা-আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে।
‘আমরা মনে করি, অস্থিরতা এভাবে বাড়তে থাকলে সরকারের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে তাদের সক্ষমতা সম্পর্কে আরও সতর্ক থাকার আহ্বান জানাই। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা একসঙ্গে রাজপথে ছিলাম। আমাদের অবস্থান থেকে অন্তবর্তী সরকারের শক্তি ও সামর্থ্যের প্রতি নেতিবাচক মন্তব্য করিনি। তবে আমরা চুপ থাকলেও জনমনে এই সরকারের প্রতি প্রশ্ন উঠছে,’— বলেন তারেক রহমান।
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের ওপর ভিত্তি করে জুলাই আন্দোলনে হাজারও মানুষের প্রাণ প্রাণের বিনিময়ে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতার ভিত্তি রচিত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, তা সত্ত্বেও গত ১০ মাসে সরকার জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে পারেনি। এটি সরকারের সক্ষমতার অভাব নাকি সরকার জুলাই আন্দোলনে হতাহতদের প্রতি উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন— দেশের বহু মানুষ এমন প্রশ্ন করছে বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই— করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের সরকার। বর্তমান সরকারের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে হয়তো প্রশ্ন নেই। তবে এই সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয়। সুতরাং অন্তর্বর্তী সরকারকে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার হতে হবে।
অনুষ্ঠানে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, এনডিএম কোনো ড্রয়িং রুমে জন্মগ্রহন করেনি, আন্দোলনে-সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ঘাম-সংগ্রাম ও বিশ্বাসের মধ্য দিয়ে এই দল গঠিত হয়েছে। জনসেবা করাই আমাদের লক্ষ্য। স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনেও রাজপথে থেকে ভূমিকা রেখেছেন আমাদের নেতাকর্মীরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ ও দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। ব্যারিকেডের কারণে সচিবালয়ের দিকে যেতে পারেননি ইশরাক অনুসারীরা।
১ দিন আগেতিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর পুনর্বাসিত করতে চায় না। জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় যুবশক্তিসহ দেশের সব ফ্যাসিবাদবিরোধী পক্ষকে আমি বলতে চাই-মতপার্থক্য থাকা সত্ত্বেও, ফ্যাসিবাদ, জুলুম ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে।
২ দিন আগেআনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন 'জাতীয় যুবশক্তি’। জাতীয় যুবশক্তির আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়।
২ দিন আগেঅন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে মনোযোগী নয় উল্লেখ করে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ এখনো দুর্বল। এ রকম চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনোটাই তারা ঠিকমতো করতে পারবে কি না এ নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।
২ দিন আগে