পরিস্থিতির ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এনডিএমের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

জাতীয় নির্বাচন আয়োজনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও আহ্বান জানিয়ে বলব— পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা না করা গেলে পতিত স্বৈরাচারকে মোকাবিলা করা সহজ হবে না।

শনিবার (১৭ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সরকার সংস্কারের ‘বেড়াজালে’ নির্বাচন আটকে দিয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, বিএনপিসহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক সব দল নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়ে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। কিন্তু সরকার সে আহ্বানে সাড়া দেয়নি। সুকৌশলে অল্প সংস্কার-বেশি সংস্কার— এ রকম একটি অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে।

সরকারের এই কর্মপরিকল্পনা সম্পর্কে কিছু জানা নেই বলেই দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে এবং সরকারের ভেতরে-বাইরেও এর প্রভাব পড়তে শুরু করেছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, আমরা প্রতিদিন দেখছি কোনো না কোনো দাবি নিয়ে মানুষ রাস্তায় নামছে। মাত্র ১০ মাসের মাথায় সরকারের ভেতরে ও বাইরে এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার জনগণের ভাষা, আশা-আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে।

‘আমরা মনে করি, অস্থিরতা এভাবে বাড়তে থাকলে সরকারের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে তাদের সক্ষমতা সম্পর্কে আরও সতর্ক থাকার আহ্বান জানাই। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা একসঙ্গে রাজপথে ছিলাম। আমাদের অবস্থান থেকে অন্তবর্তী সরকারের শক্তি ও সামর্থ্যের প্রতি নেতিবাচক মন্তব্য করিনি। তবে আমরা চুপ থাকলেও জনমনে এই সরকারের প্রতি প্রশ্ন উঠছে,’— বলেন তারেক রহমান।

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের ওপর ভিত্তি করে জুলাই আন্দোলনে হাজারও মানুষের প্রাণ প্রাণের বিনিময়ে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতার ভিত্তি রচিত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, তা সত্ত্বেও গত ১০ মাসে সরকার জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে পারেনি। এটি সরকারের সক্ষমতার অভাব নাকি সরকার জুলাই আন্দোলনে হতাহতদের প্রতি উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন— দেশের বহু মানুষ এমন প্রশ্ন করছে বলে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই— করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের সরকার। বর্তমান সরকারের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে হয়তো প্রশ্ন নেই। তবে এই সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয়। সুতরাং অন্তর্বর্তী সরকারকে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার হতে হবে।

অনুষ্ঠানে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, এনডিএম কোনো ড্রয়িং রুমে জন্মগ্রহন করেনি, আন্দোলনে-সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ঘাম-সংগ্রাম ও বিশ্বাসের মধ্য দিয়ে এই দল গঠিত হয়েছে। জনসেবা করাই আমাদের লক্ষ্য। স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনেও রাজপথে থেকে ভূমিকা রেখেছেন আমাদের নেতাকর্মীরা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াতের সহকারী সেক্রেটারির মনোনয়ন বাতিল

তিনি জানান, কাগজপত্র ও মামলা-সংক্রান্ত জটিলতায় কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে, তবে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে। এই আসনে সাতজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। যার মধ্যে গোলাম মাওলা নামে আরো এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছ

১৯ ঘণ্টা আগে

ইসলামী আন্দোলনের ৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, স

২০ ঘণ্টা আগে

কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিকত্বে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত

দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে কুড়িগ্রাম–৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। নির্বাচন আইন অনুযায়ী তার প্রার্থিতা আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

২১ ঘণ্টা আগে

জুমার দিনে দাদির কবর জিয়ারত জাইমা রহমানের

জাইমার সঙ্গে ছিলেন তার চাচি, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। এ ছাড়া জাইমা রহমানের নানি ও তার পরিবারের কয়েকজন সদস্যও এ সময় সঙ্গে ছিলেন।

১ দিন আগে