পিআর নিয়ে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকার আহ্বান

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০২: ৪২
সোমবার কুমিল্লা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরকত উল্লাহ বুলু। ছবি: সংগৃহীত

পিআর নিয়ে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিছু ‘ধর্ম ব্যবসায়ী’ পিআর পদ্ধতিতে ভোটগ্রহণ নিয়ে মেতে উঠেছেন।

সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বুলু।

টাউন হল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি বলেন, ‘পিআর মানেই মানুষকে বোকা বানানোর চেষ্টা। নির্বাচন বানচাল করতে কিছু ধর্ম ব্যবসায়ী পিআর নিয়ে মেতেছেন। পিআর পদ্ধতি উপমহাদেশের কোথাও নেই। গণতন্ত্রের আঁতুড়ঘর সেই ভারতের মানুষও পিআর কী জানেন না। সুতরাং পিআর নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।’

প্রায় ৫০ মিনিট রাখা দীর্ঘ বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য কঠিন হবে। কারণ বিএনপিকে এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। বিএনপি একদিকে দাঁড়িয়েছে, আর একদিকে দাঁড়িয়েছে দেশের সব ষড়যন্ত্রকারী, স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধের শক্তি এবং বিদেশি প্রভুদের দালাল-এজেন্টরা।’

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২২ জুলাই ঢাকার সিদ্ধেশ্বরী বাড়ি থেকে আরাফাত রহমান কোকো ও তারেক রহমানসহ খালেদা জিয়াকে হানাদার বাহিনী গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট নিয়ে যায়। সেখানে তিনি বন্দি ছিলেন। প্রক্ষান্তরে শেখ হাসিনা স্বাধীনতা যুদ্ধ চলাকালে সেনা প্রহরায় হাসপাতালে তার সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্ম দিয়েছিলেন। একদিকে পাকবাহিনী খালেদা জিয়াকে গ্রেপ্তার করে নিয়ে গেল অন্যদিকে শেখ হাসিনাকে সেনাপ্রহরায় হাসপাতালে সন্তান প্রসবের সুযোগ করে দিল; এতেই বুঝা যায় বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি কারা।’

বক্তব্যের একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের পক্ষে ভোট চান বরকত উল্লাহ বুলু। এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের পরিচিত যারা ডাকসুর ভোটার আছেন, তাদের প্রতি আবিদকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এদিন বেলা ১২টায় শুরু হওয়া দ্বি-বার্ষিক সম্মেলনটি শেষ হয় বিকেল তিনটায়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-অর রশিদ ইয়াছিন।

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান-বিষয়ক সম্পাদক এবং দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

এতে আরও বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির নতুন কমিটিতে সভাপতি হিসেবে রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ওমর ফারুকের নাম ঘোষণা করা হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘উপযুক্ত পরিবেশ না থাকায়’ নির্বাচনে যাচ্ছে না ওয়ার্কার্স পার্টি

নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। চলমান রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলার অবনতি, নির্বাচন কমিশনের ভূমিকা ও বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর চাপের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

৬ ঘণ্টা আগে

বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে : মঈন খান

তিনি বলেন, একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের কাঁধে চেপে বসেছিল। যার মাধ্যমে তারা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে এবং তখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

৬ ঘণ্টা আগে

তুলির আসনে মনোনয়ন জমা দিলেন খালেকপুত্র সাজু

সৈয়দ এ সিদ্দিক সাজু দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ঢাকা-১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় লক্ষাধিক ভোট পেয়েছিলেন। তবে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।

৬ ঘণ্টা আগে

এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনার দায়িত্বে আসিফ, ভোট করবেন না

নাহিদ বলেন, উনি পদত্যাগ করেছেন সরকার থেকে। আজ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আমরা আশা করব, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে আমাদের পথচলা সামনের দিনগুলোতেও পুরনো দিনগুলোর মতো আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে।

৬ ঘণ্টা আগে