দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই: মির্জা আব্বাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৬: ২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এসব আমি আমলে নিচ্ছি না। তবে কেউ যদি ঢাকা-৮ আসনে উচ্ছৃঙ্খল জনতা বা মব তৈরি করার চেষ্টা করে, তার দায় তাকে নিতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মির্জা আব্বাস তার রাজনৈতিক অবস্থান ও হুঁশিয়ারি ব্যক্ত করেন।

নির্বাচনি প্রস্তুতির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি ব্যালট পেপারের অসংগতি নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ করে বলেন, ব্যালট পেপারে যা দেখছি, সেটি উদ্দেশ্যমূলক। নির্বাচন কমিশনের উচিত এটি দ্রুত ঠিক করা।

তিনি জানান, এ মুহূর্তে কোনো আনুষ্ঠানিক প্রচারণা চালানো হচ্ছে না। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা-৮ আসনের আরেক প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসি নাই। নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিছু প্রার্থী উসকানিমূলক কথা বলছেন। তারা চাইছেন, কোনো ঘটনা ঘটুক এবং আচরণবিধি লঙ্ঘন হোক।

মির্জা আব্বাস ভোটারদের প্রতি আহ্বান জানান, নিজেদের যে কোনো উসকানিমূলক বার্তা থেকে দূরে রাখুন। আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে। তারা কোনো প্ররোচনায় পা দেবে না।

নয়াপল্টন এলাকায় শুভেচ্ছা বিনিময়কালে মির্জা আব্বাসের সঙ্গে স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কুমিল্লায় তারেক রহমানের নির্বাচনি জনসভা ২৪ জানুয়ারি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারে আগামী ২৪ জানুয়ারি কুমিল্লায় আসছেন। তারেক রহমানের আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে।

২ ঘণ্টা আগে

সুখবর পেলেন বিএনপির আরও ১৩ নেতা

এ সিদ্ধান্তের ফলে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো এবং সিলেট জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি খোদেজা রহিম কলি আবারও আনুষ্ঠানিকভাবে দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেলেন। এ ছাড়া রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফরহাদ হোসেন অনুও তার হারানো পদ ফ

৩ ঘণ্টা আগে

নাহিদের রাজনৈতিক কার্যালয়ে গুলির ঘটনা সত্য নয়

এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল (মঙ্গলবার) গুলির ঘটনা ঘটে। এটি নির্বাচনি অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে।

৪ ঘণ্টা আগে

‘নতুন রাজনৈতিক প্রয়াসে’র আত্মপ্রকাশ শুক্রবার বিকেলে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাধিক নেতা ও জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছাত্রনেতাদের অংশগ্রহণে ‘নতুন রাজনৈতিক প্রয়াস’ যাত্রা শুরু করতে যাচ্ছে। জানা গেছে, নতুন এ রাজনৈতিক দলের নাম হতে পারে ‘জনযাত্রা’ (পিপলস মার্চ)।

৫ ঘণ্টা আগে