একপাক্ষিক রায়ের মামলা ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে: জাসদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ২১: ৫৫
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘প্রশ্নবিদ্ধ’ ও ‘একপাক্ষিক’ বলে অভিহিত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এ রায় দেশের ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে বলেও মন্তব্য করেছে দলটি।

সোমবার (১৭ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাসদ এ প্রতিক্রিয়া জানিয়েছে।

এ দিন দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড সাজার রায় ঘোষণা করেন। মামলায় ‘রাজসাক্ষী’ হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ রায়ের প্রতিক্রিয়ায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া দণ্ড প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অসাংবিধানিক সরকারের ট্রাইব্যুনালের সাজানো মামলার রায় বর্তমান ও ভবিষ্যতে কখনোই গ্রহণযোগ্য হবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনুপস্থিত অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের প্রকৃত সুযোগ না দিয়ে সাজানো প্রক্রিয়ায় একপাক্ষিক ও একচেটিয়া রায়ের মামলা হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই কার্যক্রম ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে।

জনগণের সার্বভৌমত্ব ও সংসদের ক্ষমতা অস্বীকার করে অধ্যাদেশনির্ভর সংশোধিত আইনের অধীনে বিচার করা ও শাস্তি দানকে জাসদ কখনোই সমর্থন করে না বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মৃত্যুদণ্ডই শেখ হাসিনার উপযুক্ত বিচার : আখতার

ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, ‘মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। এই রায় কার্যকর করার মধ্য দিয়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। সরকারের প্রতি আহ্বান জানাই, অতি দ্রুত সময়ের মধ্যে এই রায় সরকারকে কার্যকর করতে হবে।’

৪ ঘণ্টা আগে

ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখুন : জামায়াত আমির

পোস্টে তিনি আরও লিখেছেন, এই সংকটময় সময়ে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই- আমাদের সংগ্রাম কারও বিরুদ্ধে নয়, আমাদের সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে সব নাগরিক নিরাপদে মত প্রকাশ করতে পারে, যেখানে বিচার হবে নিরপেক্ষ এবং যেখানে পরিবর্তন আসবে শান্তিপূর্ণ

৪ ঘণ্টা আগে

রাতে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি

দলীয় সূত্রের তথ্যানুযায়ী, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া অস্থিরতা, বিভিন্ন জেলায় বিক্ষোভ–অসন্তোষের পরিস্থিতি এবং সাংগঠনিক দুর্বলতা, এসব ইস্যু আজকের আলোচনায় গুরুত্ব পাবে।

৪ ঘণ্টা আগে

শেখ হাসিনার অপরাধের যথাযথ শাস্তি দৃষ্টান্ত হয়ে থাকবে : রিজভী

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্দেশে দেশের আইনশৃঙ্খলা বাহিনী আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম আকরামকে নির্মমভাবে হত্যা করেছে। শিশুদের নির্বিচারে হত্যা করে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল, সেগুলো এখনও মনে পড়ে।

৪ ঘণ্টা আগে