৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে খালি জায়গা পাহারা দিতে হচ্ছে: বাংলাদেশ জাসদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ২০: ০৫
শুক্রবার ৫০তম মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাসদ। ছবি: সংগৃহীত

৫০তম মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাসদ। দলটি বলছে, হাজার চেষ্টা করেও শেখ মুজিবের অবদান মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এ কারণেই ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি (শেখ মুজিবের বাড়ি) গুঁড়িয়ে দিলেও তা আবার পাহারা দিয়ে রাখতে হচ্ছে সরকারকে।

শুক্রবার (১৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাসদ এসব তথ্য জানিয়েছে। জাসদ বলছে, বঙ্গবন্ধু ও ফ্যাসিস্টে পরিণত হওয়া তার মেয়ে শেখ হাসিনাকে এক পাল্লায় মাপা হলে ফ্যাসিবাদ আড়ালে যাওয়ার সুযোগ পাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ জাসদ। এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বাংলাদেশ জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন।

Bangladesh-Jasod-Tribute-To-Sheikh-Mujib-15-08-2025

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান (বাঁয়ে) ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন (ডানে)। ছবি: সংগৃহীত

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হক প্রধান বলেন, শেখ মুজিব মুক্তিযুদ্ধের স্থপতি— এটি একটি অমোঘ ঐতিহাসিক সত্য। স্বাধীনতার পর তার শাসন নিয়ে বিতর্ক ও সমালোচনা থাকলেও তার ভুলত্রুটির খেসারত তাকে ও তার পরিবারকে নির্মম মৃত্যুর মধ্য দিয়েই দিতে হয়েছে।

বাংলাদেশ জাসদের এই নেতা আরও বলেন, বঙ্গবন্ধুকে বিচার করতে হবে তার সমগ্র জীবন ও সংগ্রামের আলোকে। বাংলাদেশ থাকলে বঙ্গবন্ধু থাকবেন, জয় বাংলা থাকবে। বঙ্গবন্ধু ও ফ্যাসিস্ট হাসিনাকে এক পাল্লায় মাপা হলে ফ্যাসিবাদ আড়ালে যাওয়ার সুযোগ পাবে।

ডা. মুশতাক হোসেন বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তির প্রতীক। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ, গণতন্ত্র ও মুক্তির জন্য আপসহীন ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। যারা স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও ভূমিকা খাটো করতে চায়, ইতিহাস বিকৃত করতে চায়, তারাই মূলত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে পুনর্বাসিত করার ক্ষেত্র তৈরি করছে। তারাই চব্বিশের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দিয়ে আজ সেই বাড়ির শূন্য জায়গা পাহারা দিতে হচ্ছে। ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাই।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য করিম সিকদার, আনোয়ারুল ইসলাম বাবু ও রোকনুজ্জামান রোকন। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমেদ মনজু।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণতন্ত্র বজায় রাখতে তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী

রিজভী বলেন, ক্ষমতায়ের টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরীর পথরুদ্ধ করবে।

১৯ ঘণ্টা আগে

নারীদের নিরাপত্তায় ৫ পদক্ষেপ নেবে বিএনপি: তারেক রহমান

ঘর ও কর্মক্ষেত্রসহ জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকারভিত্তিতে পাঁচটি পদক্ষেপ বাস্তবায়ন করবে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১ দিন আগে

‘তত্ত্বাবধায়ক রায়ে সফল হলো বিএনপির আন্দোলন’

খসরু মাহমুদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন এটি ফেরত এসেছে। কিভাবে গঠন হবে সেটা নিয়ে আলোচনা হবে। সুষ্ঠু নির্বাচন সম্ভব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই ব্যবস্থায় গ্রহণযোগ্য অনেক নির্বাচন ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

কেরানীগঞ্জ–সাভার আসন: এনসিপির মনোনয়নপ্রত্যাশী ৫

এই পাঁচ নেতার প্রত্যেকেই বিশ্বাস করেন, দল তাকেই আগামী জাতীয় নির্বাচনে শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে। শুধু তাই নয়, মনোনয়ন পেলে এ আসনে এনসিপির হয়ে জয় ছিনিয়ে আনার বিষয়েও তারা আত্মবিশ্বাসী।

১ দিন আগে