চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন আবদুল হামিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

থাইল্যান্ডে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক মাস আগে চিকিৎসার জন্য দেশটিতে গিয়েছিলেন তিনি। একটি মামলা থাকা সত্ত্বেও ওই সময় তার দেশত্যাগ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। ওই ঘটনয় অন্তর্বর্তী সরকার তিন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়।

শুধু তাই নয়, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা ঘিরেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশকিছু দল ও সংগঠন। পরে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে সরকার।

রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আবদুল হামিদ।

বিমানবন্দর ও ইমিগ্রেশনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত ১টা ৪৫ মিনিটে হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান সাবেক এই রাষ্ট্রপতি। প্রায় এক ঘণ্টা পর রাত পৌনে ৩টার দিকে তার ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হয়। রাত ৩টায় তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে এবং তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন।

এর আগে গত ৮ মে রাতে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা দাবি করেছিলেন, তার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না এবং তিনি চিকিৎসার জন্য যাচ্ছিলেন।

ওই সময় সরকার যে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যবস্থা নেয় তারা হলেন— ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আজহারুল ইসলাম ও এসবির এটিএসআই মো. সোলায়মান।

আবদুল হামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের হয় গত ১৪ জানুয়ারি। হত্যা মামলাটিতে তিনি ছাড়াও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছিল।

আবদুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের মার্চে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যু হলে ওই সময় স্পিকারের দায়িত্বে থাকা আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন।

ওই বছরেরই এপ্রিলে অনুষ্ঠিত রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। পরে ২০১৮ সালের ফেব্রুয়ারিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০২৩ সালের ২৪ এপ্রিল তার রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হয়। তার স্থলাভিষিক্ত হন বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেষ দিনে ৪৪২-সহ ডাকসুর মনোনয়ন সংগ্রহ ৫৬৫ প্রার্থীর

ব্রিফিংয়ে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, সপ্তম দিনে ডাকসুর বিভিন্ন পদে জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৪২ জন। এখন পর্যন্ত সাত দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন এবং ১৮টি হল সংসদের জন্য মোট মনোনয়ন সংগ্রহ করেছে এক হাজার ২২৬ জন।

১৭ ঘণ্টা আগে

ব্যাটল অব হ্যাস্টিংসের ইতিহাস

ইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।

১৭ ঘণ্টা আগে

ডাকসুতে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ

ডাকসুকে ভিপি পদে প্রার্থী সাদিক কায়েম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। অন্যদিকে জিএস পদে প্রার্থী এস এম ফরহাদ শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি।

১৯ ঘণ্টা আগে

ডাকসুতে শিবিরের প্যানেল ঘোষণা, নেতৃত্বে যারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েমকে ভিপি ও বর্তমান সভাপতি এস এম ফরহাদকে জিএস করে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি।

১ দিন আগে