প্রতীক পেয়ে এবার প্রচারের পালা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

তফসিল ঘোষণার পর সব আনুষ্ঠানিকতা শেষ। মনোনয়নপত্র সংগ্রহ ও জমার পর সেগুলো বাছাই হয়েছে, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল নিষ্পত্তিও হয়েছে। বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার শেষে প্রতীক বরাদ্দও হয়ে গেছে। এবার আনুষ্ঠানিকভাবে প্রচারে নামছে রাজনৈতিক দলগুলো। এখন কেবল তিন সপ্তাহের প্রচার শেষে ভোটের অপেক্ষা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ভোটের প্রচার। এরই মধ্যে সব রাজনৈতিক দলই নিজেদের নির্বাচনি প্রচারের কৌশল নির্ধারণ করেছে। সব দলই প্রথম দিন থেকেই কোমড় বেঁধে নামবে প্রচারে।

দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মতো বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও সিলেট থেকেই শুরু করছেন ভোটের প্রচার। বুধবার রাতেই তিনি সিলেট পৌঁছেছেন। হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারতও শেষ করেছেন। সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা করবেন তিনি।

সিলেট বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, তারেক রহমানকে বরণ করে নিতে এবং বরাবরের মতোই প্রথম নির্বাচনি জনসভা আয়োজনে তারা সম্পূর্ণ প্রস্তুত। বৃহস্পতিবার সকাল ১১টায় এ জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জনসভা শেষে সড়ক পথে মৌলভীবাজার ও সুনামগঞ্জে আরও দুটি জনসভায় যোগ দিয়ে সড়ক পথে ঢাকা ফিরবেন তারেক রহমান।

বৃহস্পতিবার ঢাকা-১৫ আসনে জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এটি জামায়াতের আমির শফিকুর রহমানের নির্বাচনি এলাকা। এ জনসভার মধ্য দিয়ে তিনিও নির্বাচনি প্রচার শুরু করবেন।

বুধবার রাতে মগবাজারে এক সংবাদ সম্মেলনে জামায়াতের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নির্বাচনি এলাকায় সমাবেশ করবেন শফিকুর রহমান। একই দিনে তিনি আনুষ্ঠানিক গণসংযোগও করবেন।

এরপর শুক্রবার সারা দেশে নির্বাচনি প্রচারাভিযানে নামবেন জামায়াত আমির, শুরু করবেন পঞ্চগড় দিয়ে। এরপর উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলা সফর করবেন তিনি।

জুলাই অভ্যুত্থানের গর্ভ থেকে উঠে আসা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) তাদের নির্বাচনি প্রচার শুরু করবে ঢাকায়, তিন নেতার মাজার ও শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে।

এনসিপির নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন। মাজার ও কবর জিয়ারতের পর তারা দলবদ্ধভাবে প্রচার কার্যক্রম পরিচালনা করবেন জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত।

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শঙ্কার কথা জানালেও প্রচারের মাঠে নামতে প্রস্তুত জাতীয় পার্টি (জাপা), যারা পতিত আওয়ামী লীগের সহযোগী হিসেবেই পরিচিত। দলটির চেয়ারম্যান জি এম কাদের রংপুরে মাওলানা কেরামত আলী জৈনপুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু করবেন নির্বাচনি প্রচার। এ ছাড়া তার প্রয়াত মা-বাবা ও ভাই হুসেইন মুহম্মদ এরশাদের কবরও জিয়ারত করবেন তিনি।

জাপা মহাসচিব শামীম পাটোয়ারী নির্বাচনি প্রচার শুরু করবেন নিজ আসন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) থেকে। দলটির ১৯৬ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন।

৬৩ আসনে প্রার্থী নিয়ে নির্বাচনে যাওয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নির্বাচনি প্রচার শুরু করবে মহান মুক্তিযুদ্ধ, ভাষা অন্দোলন, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের অধিকার আদায় ও জুলাই গণঅভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক সংগ্রাম ও গণআন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সিপিবি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের এই নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করবে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। এ কার্যক্রমে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ অন্যরা উপস্থিত থাকবেন।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম নির্বাচনি প্রচার শুরু করবেন বরিশাল-৫ আসন থেকে। বরিশাল প্রেস ক্লাব এলাকা থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। এ আসনে প্রার্থী হয়েছেন তিনি।

নিজ আসন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) থেকে নির্বাচনি প্রচারে নামবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুরুতেই বৃহস্পতিবার সকাল ৯টায় বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়াতে মা-বাবার কবর জিয়ারত করবেন তিনি। এই দল থেকে মাথাল প্রতীক নিয়ে ১৭ জন প্রার্থী এবারের ভোটে প্রার্থী হয়েছেন।

ঢাকা-১২ আসনে বিএনপি জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কোদাল মার্কার প্রচার শুরু করবেন বৃহস্পতিবার দুপুর ২টায় কাওরান বাজার প্রগতি টাওয়ারের সামনে জমায়েত হয়ে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও নিজের নির্বাচনি এলাকা পটুয়াখালী-৩ থেকে ভোটের প্রচার শুরু করবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। একদিনের বিরতি দিয়ে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় শুরু হবে ভোট গ্রহণ। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের গণভোটও নেওয়া হবে একই দিনে। ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কী আছে জামায়াতের ‘নতুন বাংলাদেশ’ গড়ার ৩১ দফা রূপরেখায়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জয়ী হলে এই রূপরেখায় সরকার চলবে বলে জানিয়েছেন দলটির নেতারা। এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে পৃথকভাবে জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে বলে জানা গেছে।

১৭ ঘণ্টা আগে

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ

আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

১৮ ঘণ্টা আগে

ইসির নির্দেশ মেনে সবাইকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আয়োজিত গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠি

১৮ ঘণ্টা আগে

তিন নেতা ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করবে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন নেতা এ কে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজার এবং শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

১৯ ঘণ্টা আগে