
প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাম্প্রতিক বিক্ষোভসহ তার সময়ে করা সকল হত্যাকাণ্ডের জন্য তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই।
শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, ‘তিনি (শেখ হাসিনা) কেন দেশ থেকে পালালেন, তা জানতে আমরা আগ্রহী। তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে, সেসবের বিচার আমরা দেখতে চাই। আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি। যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন, সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেবো।’
অন্তর্বর্তী সরকারের ২৬ বছর বয়সি এই উপদেষ্টা আরও বলেন, ‘আমরা তাকে (শেখ হাসিনা) গ্রেপ্তার দেখতে চাই। নিয়মিত আদালত কিংবা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে- এমনটা আমরা দেখতে চাই। এ বিষয়ে আমাদের আলোচনা চলছে।’
রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি যুক্তরাষ্ট্র বসবাস করছেন। অন্যদিকে, ভারত সরকারের নিরাপত্তায় থাকা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
আরেক ছাত্র নেতা আবু বকের মজুমদার আলাদাভাবে রয়টার্সকে জানান, তারা চান হাসিনা ফিরে আসুক এবং বিচারের মুখোমুখি হোক।
নাহিদ ইসলাম জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রধিকার হলো একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। কারণ আগের নির্বাচন বিরোধীদলগুলো বয়কট করেছিল। তাছাড়া আগের সরকারের দুর্নীতির বিচারের কথাও বলেছেন তিনি।
পরবর্তী নির্বাচনের বিষয়ে জানতে চাইলে রয়টার্সকে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের যেকোনো নির্বাচনের আগে নির্বাচনী ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন, তাই পরবর্তী নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আমি পরবর্তীতে কী হব তার উচ্চাকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করে।’
নাহিদ ইসলাম জানান, ভারত শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে নয়।
তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারতেরও তার পররাষ্ট্রনীতির দিকে নজর দেওয়া দরকার, অন্যথায় এটি সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে।’

অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাম্প্রতিক বিক্ষোভসহ তার সময়ে করা সকল হত্যাকাণ্ডের জন্য তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই।
শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, ‘তিনি (শেখ হাসিনা) কেন দেশ থেকে পালালেন, তা জানতে আমরা আগ্রহী। তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে, সেসবের বিচার আমরা দেখতে চাই। আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি। যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন, সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেবো।’
অন্তর্বর্তী সরকারের ২৬ বছর বয়সি এই উপদেষ্টা আরও বলেন, ‘আমরা তাকে (শেখ হাসিনা) গ্রেপ্তার দেখতে চাই। নিয়মিত আদালত কিংবা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে- এমনটা আমরা দেখতে চাই। এ বিষয়ে আমাদের আলোচনা চলছে।’
রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি যুক্তরাষ্ট্র বসবাস করছেন। অন্যদিকে, ভারত সরকারের নিরাপত্তায় থাকা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
আরেক ছাত্র নেতা আবু বকের মজুমদার আলাদাভাবে রয়টার্সকে জানান, তারা চান হাসিনা ফিরে আসুক এবং বিচারের মুখোমুখি হোক।
নাহিদ ইসলাম জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রধিকার হলো একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। কারণ আগের নির্বাচন বিরোধীদলগুলো বয়কট করেছিল। তাছাড়া আগের সরকারের দুর্নীতির বিচারের কথাও বলেছেন তিনি।
পরবর্তী নির্বাচনের বিষয়ে জানতে চাইলে রয়টার্সকে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের যেকোনো নির্বাচনের আগে নির্বাচনী ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন, তাই পরবর্তী নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আমি পরবর্তীতে কী হব তার উচ্চাকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করে।’
নাহিদ ইসলাম জানান, ভারত শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে নয়।
তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারতেরও তার পররাষ্ট্রনীতির দিকে নজর দেওয়া দরকার, অন্যথায় এটি সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর জামায়াতের আমির যে জাতীয় সরকারের কথা বলেছিলেন, সেটিও সন্দেহের উদ্রেক করেছে ইসলামী আন্দোলনের মধ্যে। তারা ভাবছে, বিএনপি-জামায়াতের মধ্যে গোপন কোনো সমঝোতা হয়েছি কি না, যার মধ্য দিয়ে পাতানো একটি নির্বাচন আয়োজন করা হতে পারে।
১৮ ঘণ্টা আগে
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ‘নাগরিক সমাজ’-এর উদ্যোগে আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। এতে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।
১৮ ঘণ্টা আগে
এদিকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ১১ দলের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবে না, এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’ আত্মপ্রকাশ করেছে। ‘জনগণের শক্তি, আগামীর মুক্তি’— স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্ল্যাটফর্মটি।
২১ ঘণ্টা আগে