তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট: রিজওয়ানা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ঈদের দীর্ঘ ১০ দিনের ছুটি শেষে রোববার (১৫ জুন) সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

যেকোনো সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান সম্ভব উল্লেখ করে উপদেষ্টা রিজওয়ানা বলেন, প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টাকে বলতে হবে।

এবারের ঈদুল আজহায় সব মিলিয়ে ১০ দিনের সরকারি ছুটি ছিল। সৈয়দা রিজওয়ানা বলেন, দীর্ঘ ছুটির অধিকাংশ সময়ে মাঠেই ছিলাম। স্বস্তির সঙ্গে মানুষ ঈদ উদযাপন করেছে।

রোববার সচিবালয়ে কাজে যোগ দিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে ছুটি বেশি দিন থাকায় মানুষ স্বস্তির সঙ্গেই ঈদ উদযাপন করেছেন।

নারী নির্যাতন রোধে সরকারের পরিকল্পনা রয়েছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, নারী নির্যাতনসহ সমাজে সহিংসতা কমাতে পদক্ষেপ নেওয়া হবে। শিগগিরই সরকারের পরিকল্পনাগুলো প্রকাশ করা হবে।

বিদ্যুৎ জ্বালানি এবং সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খানও মনে করছেন, সব মিলিয়ে এবার ঈদ ভালো কেটেছে। তিনি বলেন, যাত্রাপথে কিছুটা অসুবিধা হয়েছে। এখন থেকে ফিটনেসবিহীন গাড়িগুলো রাস্তা থেকে তুলে নেওয়া হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারও সকালেই সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হন। তিনি বলেন, পর্যাপ্ত দেশীয় গরু দিয়েই কোরবানি হয়েছে এবার। যত কোরবানি হয়েছে, তার চেয়ে অনেক বেশি পশু প্রস্তুত ছিল। তবে এ বছর বেশি দামের গরু কোরবানি হয়নি, অর্থাৎ রাজনৈতিক কোরবানি কম হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপি থেকে পদত্যাগ করলেন আরেক নেতা

তিনি ফেসবুকের এক পোস্টে লেখেন, আমি খান মুহাম্মদ মুরসালীন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। এছাড়াও পার্টির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছি।

১৭ ঘণ্টা আগে

জামায়াত আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক, খবরের শিরোনাম নিয়ে সারজিসের ক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠকের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

১৯ ঘণ্টা আগে

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করেননি খালেদা জিয়া: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে বেগম খালেদা জিয়া কোনো আপস করেননি।

১৯ ঘণ্টা আগে

মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ, খালেদা জিয়ার মৃত্যুতে ছারছিনা পীরের সমবেদনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলের নেতাকর্মীদের সমবেদনা জানিয়েছেন ছারছীন দরবার শরিফের পীর হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।

২০ ঘণ্টা আগে