‘দুর্নীতির মাধ্যমে সুবিধাভোগী হয়েছে প্রমাণ মিললে সম্পদ বাংলাদেশকে ফেরত দিতে হবে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রতীকী ছবি

বাংলাদেশ থেকে পাচার ও চুরি হয়ে যাওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে সরকার কাজ করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসউইং।

ওই দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, চুরি হওয়া অর্থ-সম্পদ বাংলাদেশের জনগণের প্রাপ্য। এ ধরনের অপরাধ-দুর্নীতির বিচারের জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর বাংলাদেশকে সহায়তা করা উচিত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গও উঠে এসেছে।

বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেসউইং বলেছে, আমরা জবাবদিহিতা ও ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের কাছ থেকে চুরি যাওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন অংশীজনদের সঙ্গে কাজ করছি।

বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এরই মধ্যে এ বিষয়ে মতামত দিয়েছেন, যেটি বাংলাদেশের অধিকাংশ নাগরিকের মতামত। তিনি বলেছেন, আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদসহ চুরি যাওয়া অর্থসম্পদের বিষয়ে বিস্তারিত তদন্ত হওয়া উচিত। তদন্তে যদি প্রমাণিত হয় যে তারা দুর্নীতির মাধ্যমে সুবিধাভোগী হয়েছে, তাহলে সেই সম্পদ যাদের প্রাপ্য সেই বাংলাদেশের জনগণের কাছে ফেরত আসা উচিত।

এই বিবৃতি প্রকাশের ঘণ্টা দুয়েক আগেই যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি তিনি। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে, তাতে টিউলিপের নামও রয়েছে।

টিউলিপ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর আগে লন্ডনের সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, লন্ডনে টিউলিপ যেসব অর্থসম্পদ ভোগ করছিলেন, তার উৎস সম্পর্কে হয়তো তিনি পুরোপুরি অবগত ছিলেন না। তবে এখন যেহেতু তিনি এ বিষয়ে জানতে পেরেছেন, তার উচিত বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া।

বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ থেকে চুরি যাওয়া অর্থসম্পদ পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক আইনশৃঙ্খলা সংস্থাগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। এ ধরনের সহযোগিতা আর্থিক অপরাধের আন্তঃদেশীয় নেটওয়ার্ক ভাঙার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা ও প্রত্যাশা করি, যুক্তরাজ্যসহ সব বন্ধুপ্রতিম দেশ এ ধরনের অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে। কারণ যারা দুর্নীতি করে সেইসব অপরাধী এবং তাদের কিছু স্বজন ও সহযোগীদের বাদ দিলে দুর্নীতি বাকি সবারই ক্ষতি করে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের দুর্নীতির প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টার প্রেসউইং বলছে, ওই প্রকল্পের পাঁচ বিলিয়ন ডলার অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে চলমান তদন্ত আগের সরকারের অধীনে দুর্নীতির ব্যাপকতাকে প্রমাণ করে। এই প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের অর্থ নয়ছয় করার মধ্য দিয়ে কেবল জনগণের অর্থই চুরি করা হয়নি, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার পথেও বাধা তৈরি করা হয়েছে। জনগণের সম্পদ থেকে শত শত কোটি ডলার চুরি হওয়ায় দেশকে আর্থিক ঘাটতির মুখে পড়তে হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে চুরি যাওয়া এই বিপুল পরিমাণ অর্থ জনগণের প্রাপ্য। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে কাজ অব্যাহত রাখব।

এর আগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেন। অভিযোগ রয়েছে, টিউলিপ তার খালা ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছিলেন।

এ ছাড়া বাংলাদেশে রাশিয়ার সহায়তায় নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকেও মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এরই মধ্যে এই প্রকল্পের দুর্নীতি নিয়ে দেশে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে।

এসব অভিযোগের মধ্যে বিরোধী দলগুলো টিউলিপের পদত্যাগের দাবি তোলে। এ নিয়ে তদন্তও চলছিল যুক্তরাজ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে। তদন্তে টিউলিপের বিরুদ্ধে মন্ত্রীদের আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তবে তার জন্য লেবার সরকারের কর্মকাণ্ড যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতেই পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন টিউলিপ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের অনন্য প্রতীক : দুদু

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) উদ্যোগে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

১০ ঘণ্টা আগে

বিএনপি নেতা সাজুকে বহিষ্কার

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

১০ ঘণ্টা আগে

কুমিল্লায় তারেক রহমানের নির্বাচনি জনসভা ২৪ জানুয়ারি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারে আগামী ২৪ জানুয়ারি কুমিল্লায় আসছেন। তারেক রহমানের আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে।

১০ ঘণ্টা আগে