
প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই সনদের বিভিন্ন প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ ও সনদ বাস্তবায়নের জন্য ভোট আয়োজনের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোকেই নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে বলেছে সরকার। সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার আহ্বান জানিয়েছে।
সোমবার (৩ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলন করে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই সনদের বিভিন্ন প্রস্তাবে কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত (নোট অব ডিসেন্ট) রয়েছে। এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের গণভোট কবে হবে, গণভোটের বিষয়বস্তু কী হবে, তা নিয়ে দলগুলোর মতভেদ থাকায় উপদেষ্টা সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে জুলাই সনদের গণভোট কবে হবে, গণভোটের বিষয়বস্তু কী হবে, জুলাই সনদে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) প্রসঙ্গে কী সিদ্ধান্ত হবে, তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরিভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন বলে অভিমত জানিয়েছে উপদেষ্টা পরিষদের সভা।
আইন উপদেষ্টা বলেন, এ পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলো নিজ উদ্যোগে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলেছে উপদেষ্টা পরিষদ। সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে, সম্ভব হলে এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে সরকারকে দিকনির্দেশনা জানাতে বলা হয়েছে।
আসিফ নজরুল আরও বলেন, দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে জানালে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। আমাদের হাতে কালক্ষেপণের সুযোগ নেই, এটি সবার বিবেচনায় রাখা প্রয়োজন।
এ ছাড়া উপদেষ্টা পরিষদের সভায় আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করা হয় বলেও জানান আইন উপদেষ্টা।

জুলাই সনদের বিভিন্ন প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ ও সনদ বাস্তবায়নের জন্য ভোট আয়োজনের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোকেই নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে বলেছে সরকার। সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার আহ্বান জানিয়েছে।
সোমবার (৩ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলন করে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই সনদের বিভিন্ন প্রস্তাবে কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত (নোট অব ডিসেন্ট) রয়েছে। এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের গণভোট কবে হবে, গণভোটের বিষয়বস্তু কী হবে, তা নিয়ে দলগুলোর মতভেদ থাকায় উপদেষ্টা সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে জুলাই সনদের গণভোট কবে হবে, গণভোটের বিষয়বস্তু কী হবে, জুলাই সনদে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) প্রসঙ্গে কী সিদ্ধান্ত হবে, তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরিভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন বলে অভিমত জানিয়েছে উপদেষ্টা পরিষদের সভা।
আইন উপদেষ্টা বলেন, এ পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলো নিজ উদ্যোগে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলেছে উপদেষ্টা পরিষদ। সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে, সম্ভব হলে এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে সরকারকে দিকনির্দেশনা জানাতে বলা হয়েছে।
আসিফ নজরুল আরও বলেন, দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে জানালে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। আমাদের হাতে কালক্ষেপণের সুযোগ নেই, এটি সবার বিবেচনায় রাখা প্রয়োজন।
এ ছাড়া উপদেষ্টা পরিষদের সভায় আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করা হয় বলেও জানান আইন উপদেষ্টা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৩৭ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আন্দোলন-সংগ্রামে পাশে থাকা সমমনা দলগুলোর জন্য বাকি আসনগুলোর বেশিরভাগ ফাঁকা রাখা হয়েছে। একই সঙ্গে দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় অনেক আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। পরে এসব আসনে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানা
১ ঘণ্টা আগে
ঘোষণা অনুযায়ী যে তিনটি আসন থেকে খালেদা জিয়া প্রার্থী হবেন সেগুলো হলো— দিনাজপুর-৩ (দিনাজপুর সদর উপজেলা), বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা) এবং ফেনী-১ (পরশুরাম, ছাগলনাইয়া ফুলগাজী উপজেলা)।
১ ঘণ্টা আগে
মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বলেন, আমরা বিশেষভাবে উল্লেখ কর চাই, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে, যেসব আসনে তারা (নির্বাচন করতে আগ্রহী) সেসব আসনে আমরা কোনো প্রার্থী দিইনি। আমরা আশা করছি, তারা তাদের (প্রার্থীদের) নাম ঘোষণা করবেন। আলোচনার মাধ্যমে আমরা এগুলো চূড়ান্ত করব।
১ ঘণ্টা আগে
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সব মিলিয়ে এখন পর্যন্ত ২৩২টি আসনের জন্য দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাকি ৬৮টি আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
২ ঘণ্টা আগে