সরকার ও ইসি নিরপেক্ষ নয়— ইইউ প্রতিনিধিদের জানাল জাপা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৪: ৩৬
রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। দলটি বৈঠকে জানিয়েছে, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে তারা মনে করে। অন্তর্বর্তী সরকার ও তাদের নিয়োগ দেওয়া নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না বলেও তারা জানিয়েছে প্রতিনিধি দলকে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) গুলশানে ইউরোপীয় ইউনিয়নের এ প্রতিনিধি দলের সঙ্গে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার তাদের কর্মকাণ্ডে নিজেরাই প্রমাণ করে দিয়েছে যে তারা নিরপেক্ষ নয় এবং তাদের নিয়োগ করা নির্বাচন কমিশনকেও নিরপেক্ষ ভূমিকায় দেখা যাচ্ছে না।

এর আগে নির্বাচন সামনে রেখে ইসি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে। জি এম কাদের অভিযোগ করেন, জাতীয় পার্টি দেশের একটি বড় নিবন্ধিত রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও ইসির ওই সংলাপে তাদের আহ্বান জানানো হয়নি।

জাপা চেয়ারম্যান বলেন, দেশে সব দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেইং ফিল্ড) তৈরি হয়নি এবং সারা দেশে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নিবার্চনের পরিবেশও তৈরি হয়নি বলে জাতীয় পার্টি মনে করে।

বৈঠকে জাতীয় পার্টির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব শামীম হায়দার পটোয়ারী ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব.) মো. মাহফুজুর রহমান।

অন্যদিকে ইইউ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইউনিয়নের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্তিয়ান রিগার-ব্রাউন এবং ডেপুটি হেড অব ডেলিগেশন (রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, প্রেস) ও তথ্য বিভাগের প্রধান বাইবা জারিনা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘দুর্নীতি দমনে ধারাবাহিক রেকর্ড কেবল বিএনপিরই রয়েছে’

দুর্নীতি কীভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে- তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই। মেধার ভিত্তিতে চাকরি খুঁজতে বের হওয়া একজন গ্র্যাজুয়েটের সঙ্গে কথা বললেই বুঝবেন। মাসের পর মাস ধরে একটি সাধারণ সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া কৃষকের দিকে তাকান।

৫ ঘণ্টা আগে

একই দিনে নির্বাচন-গণভোট মেনে নিল জামায়াতসহ ৮ দল

জাতীয় নির্বাচন ও গণভোট ভিন্ন ভিন্ন দিনে আয়োজনের দাবি থেকে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল সরে এসেছে। দলগুলো এখন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

১৬ ঘণ্টা আগে

দল বিলুপ্ত করে বিএনপিতে বিএলডিপির সেলিম

সদ্যবিলুপ্ত বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, আমি আমার দল বিএলডিপিকে বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে এই দলে যোগ দিলাম। বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করার জন্য বিএনপিতে যোগ দিয়েছি।

২০ ঘণ্টা আগে

ঘৃণা-সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে জামায়াত : এনসিপি

এই বক্তব্য ‘অসত্য, মনগড়া ও উদ্দেশ্যমূলক’ আখ্যা দিয়ে রবিবার জামায়াতের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, আখতার হোসেনের মতো একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক, অযৌক্তিক ও সস্তা রাজনীতির বহিঃপ্রকাশ। আমরা আশা করি, তিনি তার ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন এবং দায়িত্বশ

২১ ঘণ্টা আগে