প্রধান উপদেষ্টার কাছে জাপাকে নিষিদ্ধের দাবি জামায়াতের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের মতো করে জাতীয় পার্টিকেও (জাপা) নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

রোববার (৩১ আগস্ট) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ দাবির কথা জানিয়েছেন।

ডা. তাহের বলেন, জাতীয় পার্টির বিষয়ে আমরা সুস্পষ্ট করে বলেছি— তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী ছিল। তাই যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।

বৈঠকে জামায়াতের নায়েবে আমির তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময়ের জন্য প্রধান উপদেষ্টা এ দিন বৈঠক করেন জামায়াতের সঙ্গে। এ বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে। এরপর বিএনপির সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

এর আগে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর বেধড়ক মারধরের শিকার হন গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নুরকে উন্নত চিকিৎসা দিতে প্রয়োজনে রাষ্ট্রীয় খরচে দেশের বাইরে পাঠানোর কথাও জানিয়েছে সরকার।

এ ঘটনার পর গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

২ ঘণ্টা আগে

ফেনী-১: খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের হাতে তার পক্ষে দলীয় নেতা-কর্মীরা মনোনয়নপত্র জমা দেন।

৩ ঘণ্টা আগে

নির্বাচিত হলে কৃষকদের সমস্যার সমাধান করব: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা কৃষকদের সমস্যার সমাধান এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করব।

৩ ঘণ্টা আগে

‘অসাংবিধানিক গণভোট’ ও ‘একপাক্ষিক নির্বাচনে’ অংশ নেবে না জাসদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘অসাংবিধানিক গণভোট’ ও ‘একপাক্ষিক একতরফা’ অভিহিত করে তা বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষে দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের সই এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

৪ ঘণ্টা আগে