
প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামায়াতে ইসলামীর মতো জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির (জাপা) কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নেই উল্লেখ করে এ দাবি জানায় দলটি।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে। বৈঠকের পর যমুনার সামনে ব্রিফিংয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে রোববার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামী। তারাও বৈঠকে জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে প্রধান উপদেষ্টার কাছে।
আরিফুল ইসলাম আদীব বলেন, বিগত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। তাদের পোস্টারেও আওয়ামী মনোনীত প্রার্থী লেখা ছিল। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে পার্থক্য নেই। জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে এনসিপি।
বৈঠকে অভ্যুত্থানের এক বছর পরেও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছে এনসিপি। এসব জুলাই যোদ্ধার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দলটি অভ্যুত্থানে অংশ নেওয়া প্রবাসীদের আইনি সহায়তা দেওয়ার দাবিও জানিয়েছে।
এনসিপি নেতা আদীব বলেন, গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় সংস্থার যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যেসব রাষ্ট্রীয় সংস্থা নির্বাচন প্রভাবিত করেছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
আগের মতোই জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের দাবিও বহাল রেখেছে এনসিপি। আদীব বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে এনসিপি।
১০০ আসনে যেন সরাসরি নারীরা নির্বাচন করতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ফেব্রুয়ারিতে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তারাও যেন ভোট দিতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।
রোববার বিকেলে জামায়তে ইসলামী ও সন্ধ্যায় এনসিপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা এখন বৈঠক করছেন বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে। মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপি এ বৈঠকে অংশ নিচ্ছে। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ের জন্য প্রধান উপদেষ্টা এসব বৈঠক করছেন।
এর আগে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর বেধড়ক মারধরের শিকার হন গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নুরকে উন্নত চিকিৎসা দিতে প্রয়োজনে রাষ্ট্রীয় খরচে দেশের বাইরে পাঠানোর কথাও জানিয়েছে সরকার।
এ ঘটনার পর গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা।

জামায়াতে ইসলামীর মতো জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির (জাপা) কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নেই উল্লেখ করে এ দাবি জানায় দলটি।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে। বৈঠকের পর যমুনার সামনে ব্রিফিংয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে রোববার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামী। তারাও বৈঠকে জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে প্রধান উপদেষ্টার কাছে।
আরিফুল ইসলাম আদীব বলেন, বিগত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। তাদের পোস্টারেও আওয়ামী মনোনীত প্রার্থী লেখা ছিল। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে পার্থক্য নেই। জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে এনসিপি।
বৈঠকে অভ্যুত্থানের এক বছর পরেও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছে এনসিপি। এসব জুলাই যোদ্ধার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দলটি অভ্যুত্থানে অংশ নেওয়া প্রবাসীদের আইনি সহায়তা দেওয়ার দাবিও জানিয়েছে।
এনসিপি নেতা আদীব বলেন, গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় সংস্থার যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যেসব রাষ্ট্রীয় সংস্থা নির্বাচন প্রভাবিত করেছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
আগের মতোই জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের দাবিও বহাল রেখেছে এনসিপি। আদীব বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে এনসিপি।
১০০ আসনে যেন সরাসরি নারীরা নির্বাচন করতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ফেব্রুয়ারিতে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তারাও যেন ভোট দিতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।
রোববার বিকেলে জামায়তে ইসলামী ও সন্ধ্যায় এনসিপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা এখন বৈঠক করছেন বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে। মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপি এ বৈঠকে অংশ নিচ্ছে। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ের জন্য প্রধান উপদেষ্টা এসব বৈঠক করছেন।
এর আগে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর বেধড়ক মারধরের শিকার হন গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নুরকে উন্নত চিকিৎসা দিতে প্রয়োজনে রাষ্ট্রীয় খরচে দেশের বাইরে পাঠানোর কথাও জানিয়েছে সরকার।
এ ঘটনার পর গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা।

নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় আলোচনাসভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সহ-সাংগঠিনক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপি নেত্রী অ্যাডভো
১৯ ঘণ্টা আগে
তিনি বলেছেন, জামাতের আমির, ইসলামী আন্দোলনের আমিরসহ যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কারের আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন এবং আগামীর বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবেন, তাদের প্রতি সম্মান দেখিয়ে রাজনৈতিক দলগুলো যেন এসব জাতীয় নেতৃবৃন্দের এলাকায় প্রার্থী না দিয়ে নতুন উদাহরণ সৃষ্টি
১৯ ঘণ্টা আগে
সেলগুলোর মধ্যে রয়েছে- আইটি সেল, প্রচার ও প্রকাশনা সেল, দপ্তর সেল, মিডিয়া সেল, অর্থ সেল এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
২০ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদবিরোধীদের কেউ কেউ ‘গুপ্ত কৌশল’ অবলম্বন করেছিল।’ একইভাবে পতিত-পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে ‘গুপ্ত কৌশল’ অবলম্বন করে দেশের গণতন্ত্রে উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে কি না, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার
২০ ঘণ্টা আগে