দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ : মুজিবুল হক চুন্নু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, সরকার গঠনের ৯ মাস পরেও দেশকে নিরাপদ করতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। বৈষম্যবিরোধীর নামে বাড়ি ঘরে হামলা এটা মেনে নেওয়া যায় না। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ। সাধারণ মানুষ রাস্তায় নিরাপদে চলাচল করতে পারে না। মব জাস্টিসের নামে যখন তখন সাধারণ মানুষের উপর হামলা আর মেনে নেওয়া হবে না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারে না, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না।

রংপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম কাদেরের বাসভবনে হামলায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েন শুক্রবার বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের মানুষ নিজের ঘরে নিরাপদে থাকতে পারবে না। গতকাল রাতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রংপুরে নিজ বাসভবনে অবস্থান করছিলেন, তখন এনসিপি নামধারী কিছু সন্ত্রাসী তার বাসভবনে সন্ত্রাসী হামলা করে জানালার গ্লাস ভাঙচুর করে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। একটি ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এমন একটি অনিরাপদ দেশের জন্য কি আমাদের সন্তানরা জীবন দিয়েছিল? দেশের মানুষ অনেক আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিল, বর্তমান সরকার কি সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে পেরেছে?

মুজিবুল হক চুন্নু আরো বলেন, বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই। রাষ্ট্রপতি উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারবেন। তারা রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে কাজ করবেন। কিন্তু স্বল্প সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা বলতে কিছু নেই।

তিনি বলেন, মামলা হামলা দিয়ে জাতীয় পার্টির সাথে বৈষম্যমূলক আচারণ করা হচ্ছে। আমাদের কি অপরাধ? আমাদের যদি অপরাধ থাকে অবশ্যই তার বিচার হতে পারে। কিন্তু মব জাস্টিসের নামে বেআইনি ও উচ্ছৃংখল আচরণ মেনে নেওয়া হবে না। উচ্ছৃঙ্খল ছাত্রদের নতুন একটি দলকে সমর্থ করায় বর্তমান সরকারে প্রতি সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপি সহ অনেকগুলো দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়, আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই সরকারের প্রতি আমাদের কোন আস্থা নেই। বর্তমান সরকার যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় তাহলে, মবজাস্টিসের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যারা জিএম কাদের এর বাসভবনে সন্ত্রাসী হামলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। জিএম কাদের এর বাসভবনে হামলার বিচার না হলে বর্তমান সরকারকে এর চড়া মূল্য দিতে হবে। আগামীকাল সারা দেশে জিএম কাদের এর বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, প্রসেডিয়িাম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকটে মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াক হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মনিরুল ইসলাম মলিন, মো. জসিম উদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

তিনি বলেন, ম্যাডামের চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো নিয়ে বোর্ডের পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

১৭ ঘণ্টা আগে

বাংলাদেশে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন আশা করে ভুটান: ফখরুল

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ নভেম্বর) রাত ৮ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান ও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সাক্ষাতে

১৭ ঘণ্টা আগে

তুলির প্রার্থিতায় বিক্ষোভ, এস এ খালেকের ছেলে সাজুকে শোকজ

তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ায় কর্মী সমর্থকরা একাধিকবার বিক্ষোভ করেছে। এমন পরিস্থিতিতে সাজুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। তার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

১৮ ঘণ্টা আগে

ক্ষমতায় গেলে ইমাম-খতিবদের জন্য স্থায়ী ভাতা: তারেক রহমান

তিনি বলেন, বিএনপি সবসময় ইসলামবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার আছে। ইসলামের মৌলিক বিষয় নিয়ে বিএনপি কখনো আপোষ করেনি।

১৯ ঘণ্টা আগে