আকস্মিক বন্যায় টেক্সাসে ২৪ প্রাণহানি, ২৫ শিশু নিখোঁজ

ডেস্ক, রাজনীতি ডটকম

টানা ভারী বৃষ্টিপাতের জের ধরে আকস্মিক বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য। মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে গেলে এ বন্যা দেখা দেয়। এতে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে ২৫ জনেরও বেশি মেয়ে শিশু নিখোঁজের তথ্য মিলেছে। এ অবস্থায় টেক্সাস জুড়ে স্বাধীনতা দিবসের সব আয়োজন বাতিল করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার (৪ জুলাই) দক্ষিণ-মধ্য টেক্সাসের গুয়াদালুপে নদীর পানি উপচে আকস্মিক এ প্রাণঘাতী বন্যা দেখা দেয়। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, বন্যা পরিস্থিতিতে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, একটি গ্রীষ্মকালীন শিবিরে প্রায় সাড়ে সাত শ শিশু ছিল। বন্যার কবলে পড়ে তাদের মধ্যে এখনো প্রায় ২৫ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

শিবির পরিচালক একটি বার্তায় জানান, গ্রীষ্মকালীন ছুটিতে প্রায় ৭৫০ জন শিশু ওই শিবিরে ছিল। সেখানে বিপর্যয়কর মাত্রার বন্যা হয়েছে। তাদের কাছে বিদ্যুৎ, পানি বা ওয়াই-ফাই কিছুই নেই।

কারভিল শহরের প্রশাসনিক প্রধান ড্যালটন রাইস সাংবাদিকদের জানান, ভোরের আগে হঠাৎ করেই এই মারাত্মক বন্যা আঘাত হানে। ফলে কর্তৃপক্ষ কোনো ধরনের সতর্কতা জারি বা কাউকে সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি।

রাইস বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দ্রুত ঘটেছে, এতটাই দ্রুত যে এমনকি রাডারেও পূর্বাভাস পাওয়া যায়নি। মাত্র দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে সবকিছু ঘটে গেছে।’

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা টেক্সাসের হিল কান্ট্রিতে অবস্থিত কার কাউন্টির কিছু অংশে আকস্মিক বন্যা জরুরি অবস্থা ঘোষণা করেছে। দক্ষিণ-মধ্য টেক্সাসের এই কাউন্টি সান অ্যান্তোনিও থেকে প্রায় ১০৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এখানে রাতভর ৩০০ মিলিমিটার বা ১ ফুট পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

কার কাউন্টির কেন্দ্রীয় অঞ্চলে রাতভর ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। ফলে গুয়াদালুপে নদীতে আকস্মিক বন্যা দেখা দেয় এবং নিখোঁজদের খোঁজে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, রাতভর ভারী বৃষ্টির কারণে ঘরবাড়ি ও গাছপালা পানির তোড়ে ভেসে যাচ্ছে। ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা কার কাউন্টির বার্ষিক গড় বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশ।

উদ্ধারকারী দল শতাধিক মানুষকে উদ্ধার করেছে এবং অনেক নিখোঁজকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছে। এলাকা জুড়ে ১৪টি হেলিকপ্টার ও এক ডজন ড্রোন উড়ছে, গাছ থেকে ও প্রবাহিত পানির ভেতর থেকে লোকজন উদ্ধারে মাটিতে শত শত উদ্ধারকারী কাজ করছে।

প্যাট্রিক সতর্ক করে বলেন, এসব এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হলেও পুনরায় বন্যা দেখা দিতে পারে। সান অ্যান্তোনিও থেকে ওয়াকো এবং পশ্চিম ও মধ্য টেক্সাসজুড়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা আকস্মিক বন্যার ঝুঁকি রয়ে গেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জেনেভায় শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্র-ইউক্রেনের

ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা ফাঁস হওয়া প্রস্তাবগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাশিয়ার পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। একই সঙ্গে ভ্লাদিমির পুতিনের মাধ্যমে সমাধানের একটি ‘ভিত্তি’ হিসেবেও এ প্রস্তাবগুলোকে স্বাগত জানানো হয়েছে।

২ দিন আগে

এবার মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

এবার মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে আঘাত হানে এই ভূকম্পন। মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পটির প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও।

৩ দিন আগে

নিরাপত্তা ঝুঁকিতে ভেনেজুয়েলার ফ্লাইট বাতিল

ফ্লাইটরাডার২৪ ও ভেনেজুয়েলার সিমন বলিভার মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী, শনিবার এসব ফ্লাইট বাতিল হয়েছে।

৩ দিন আগে

‘ট্রাম্পের ২৮-দফা পরিকল্পনা যুক্তরাষ্ট্রের তৈরি, রাশিয়ার ইচ্ছাপত্র নয়’

৩ দিন আগে