আকস্মিক বন্যায় টেক্সাসে ২৪ প্রাণহানি, ২৫ শিশু নিখোঁজ

ডেস্ক, রাজনীতি ডটকম

টানা ভারী বৃষ্টিপাতের জের ধরে আকস্মিক বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য। মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে গেলে এ বন্যা দেখা দেয়। এতে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে ২৫ জনেরও বেশি মেয়ে শিশু নিখোঁজের তথ্য মিলেছে। এ অবস্থায় টেক্সাস জুড়ে স্বাধীনতা দিবসের সব আয়োজন বাতিল করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার (৪ জুলাই) দক্ষিণ-মধ্য টেক্সাসের গুয়াদালুপে নদীর পানি উপচে আকস্মিক এ প্রাণঘাতী বন্যা দেখা দেয়। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, বন্যা পরিস্থিতিতে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, একটি গ্রীষ্মকালীন শিবিরে প্রায় সাড়ে সাত শ শিশু ছিল। বন্যার কবলে পড়ে তাদের মধ্যে এখনো প্রায় ২৫ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

শিবির পরিচালক একটি বার্তায় জানান, গ্রীষ্মকালীন ছুটিতে প্রায় ৭৫০ জন শিশু ওই শিবিরে ছিল। সেখানে বিপর্যয়কর মাত্রার বন্যা হয়েছে। তাদের কাছে বিদ্যুৎ, পানি বা ওয়াই-ফাই কিছুই নেই।

কারভিল শহরের প্রশাসনিক প্রধান ড্যালটন রাইস সাংবাদিকদের জানান, ভোরের আগে হঠাৎ করেই এই মারাত্মক বন্যা আঘাত হানে। ফলে কর্তৃপক্ষ কোনো ধরনের সতর্কতা জারি বা কাউকে সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি।

রাইস বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দ্রুত ঘটেছে, এতটাই দ্রুত যে এমনকি রাডারেও পূর্বাভাস পাওয়া যায়নি। মাত্র দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে সবকিছু ঘটে গেছে।’

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা টেক্সাসের হিল কান্ট্রিতে অবস্থিত কার কাউন্টির কিছু অংশে আকস্মিক বন্যা জরুরি অবস্থা ঘোষণা করেছে। দক্ষিণ-মধ্য টেক্সাসের এই কাউন্টি সান অ্যান্তোনিও থেকে প্রায় ১০৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এখানে রাতভর ৩০০ মিলিমিটার বা ১ ফুট পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

কার কাউন্টির কেন্দ্রীয় অঞ্চলে রাতভর ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। ফলে গুয়াদালুপে নদীতে আকস্মিক বন্যা দেখা দেয় এবং নিখোঁজদের খোঁজে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, রাতভর ভারী বৃষ্টির কারণে ঘরবাড়ি ও গাছপালা পানির তোড়ে ভেসে যাচ্ছে। ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা কার কাউন্টির বার্ষিক গড় বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশ।

উদ্ধারকারী দল শতাধিক মানুষকে উদ্ধার করেছে এবং অনেক নিখোঁজকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছে। এলাকা জুড়ে ১৪টি হেলিকপ্টার ও এক ডজন ড্রোন উড়ছে, গাছ থেকে ও প্রবাহিত পানির ভেতর থেকে লোকজন উদ্ধারে মাটিতে শত শত উদ্ধারকারী কাজ করছে।

প্যাট্রিক সতর্ক করে বলেন, এসব এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হলেও পুনরায় বন্যা দেখা দিতে পারে। সান অ্যান্তোনিও থেকে ওয়াকো এবং পশ্চিম ও মধ্য টেক্সাসজুড়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা আকস্মিক বন্যার ঝুঁকি রয়ে গেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের ওপর ১০০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

২ ঘণ্টা আগে

ট্রাম্পকে হারিয়ে নোবেল জেতা কে এই মাচাদো?

২০১০ সালে মাচাদো নির্বাচনে অংশ নিয়ে রেকর্ড ভোটে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালে সরকার তাকে বহিষ্কার করে। তবু থেমে যাননি তিনি। এখন তিনি বিরোধী দল ‘ভেন্তে ভেনেজুয়েলা’-এর নেতা। ২০১৭ সালে তিনি ‘সয় ভেনেজুয়েলা’ নামে নতুন এক জোট গঠন করেন, যা গণতন্ত্রপন্থী সব পক্ষকে একত্র করেছে।

১৬ ঘণ্টা আগে

এবারও নোবেল জুটল না ট্রাম্পের কপালে

আগের মেয়াদের মতোই এ বছরও ট্রাম্পের ভাগ্যে নোবেলের শিঁকে ছেড়েনি। আজ শুক্রবার (১০ অক্টোবর) এ বছরের জন্য শান্তিতে নোবেলজয়ী হিসেবে নরওয়েজিয়ান নোবেল কমিটি ঘোষণা করেছে ভেনিজুয়েলার মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদোর নাম।

১৯ ঘণ্টা আগে

শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার মারিয়া মাচাদো

নোবেল কমিটি এ সংক্রান্ত বিবৃতিতে বলেছে, ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ ও দেশটির একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক রূপান্তরের পথে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ অবদানের কারণে মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে।

২০ ঘণ্টা আগে