শেভ না করলে মার্কিন সেনাবাহিনী থেকে বাদ

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন সেনাদের সবসময় ক্লিন শেভ থাকার নতুন নীতিমালা জারি হয়েছে। প্রতীকী ছবি

আমেরিকার যেসব সেনাসদস্য এক বছরের বেশি সময় ধরে শেভ করেননি, তাদের বিদায় করে দেওয়া উচিত বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এ সংক্রান্ত এক নীতিমালায় বলা হয়েছে, সেনাবাহিনীর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, মার্কিন সেনাদের সবসময় ক্লিন শেভড অবস্থায় থাকতে হবে।

অসুস্থতাজনিত কারণে অবশ্য মার্কিন সেনা সদস্যরা এ নীতিমালায় ছাড় পাবেন। তবে সে ক্ষেত্রেও সেনা সদস্যদের সেনাবাহিনীর চিকিৎসা কর্মীদের কাছ থেকে সুপারিশ আদায় করতে হবে। সেই সুপারিশের ভিত্তিতে এক বছর চিকিৎসার পরও যারা সুস্থ হবেন না বা দাঁড়ি শেভ করবেন না, তাদের সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হবে।

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট গত বুধবার এ তথ্য জানিয়েছে। ২০ আগস্টের একটি সরকারি মেমো সম্প্রতি প্রকাশ পেলে নতুন নীতিমালার বিষয়টি তথ্য জনসম্মুখে আসে। এ নিয়ে সাবেক সেনা সদস্যসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা করেছেন।

এতদিন পর্যন্ত কমান্ডারের বিশেষ অনুমতি নিয়ে এ নিয়ম থেকে রেহাই পাওয়া যেত। ওই নীতি বেশ কয়েক দশক ধরে চালু ছিল। তবে এখন কেবল পিএফবি তথা সিউডোফোলিকিউলিটিস বারবেয়ি রোগে আক্রান্তরা দাঁড়ি কামানোর বাধ্যবাধকতা থেকে রেহাই পেতে পারবেন। এ রোগে আক্রান্ত হলে শেভ করার পর দাঁড়ি জট পাকিয়ে ত্বকের সঙ্গে আটকে যায় এবং ত্বকে অস্বস্তি দেখা দেয়।

চিকিৎসা বিশেষজ্ঞদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এ রোগে কম-বেশি সবাই আক্রান্ত হতে পারে। তবে কৃষ্ণাঙ্গদের ক্ষেত্রে এর প্রকোপ বেশি দেখা দেয়।

নতুন আদেশ অনুযায়ী, যেসব সেনা এক বছরের বেশি সময় পার হয়ে যাওয়ার পরও দাঁড়ি কামাননি, বা যাদের পিএফবি রোগ এক বছর চিকিৎসাতেও ভালো হয়নি, তাদের সেনাবাহিনী থেকে 'বের করে দেওয়ার' নির্দেশ দেওয়া হয়েছে।

হেগসেথ ওই মেমোতে বলেন, 'যোদ্ধাদের দাঁড়ি কামিয়ে রাখার যে মানদণ্ড আমরা তৈরি করেছি, সেটা বজায় রাখতে সেনা দপ্তরকে সবসময় সতর্ক থাকতে হবে।'

যুক্তরাষ্ট্রে বহুবছর ধরে সেনাদের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে শিথিল মানদণ্ড বজায় রাখা হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর নতুন করে এসব ক্ষেত্রে কঠোর নীতিমালার প্রয়োগ দেখা যাচ্ছে।

হেগসেথের মেমোতে বলা হয়েছে, 'মার্কিন সেনাবাহিনীর মানদণ্ড মতে সেনা সদস্যদের সবসময় ক্লিন শেভড ও পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকতে হবে।' তবে কোনো সেনা গোঁফ রাখতে পারবেন কি না, সে বিষয়টি স্পষ্ট করা হয়নি।

বিশেষ অভিযানে নিয়োজিত সেনাদের ক্ষেত্রে এই নীতির কোনো ব্যতিক্রম করা হবে কি না, সেটিও হেগসেথ তার বার্তায় জানাননি। যুদ্ধক্ষেত্রে বা আলাস্কার মতো বৈরি পরিবেশে মোতায়েন থাকা সেনাদের জন্য শেভ করা বেশ ঝামেলা ও ঝুঁকিপূর্ণ হতে পারে। অস্বাস্থ্যকর পরিবেশে শেভ করে সংক্রামক রোগেও আক্রান্ত হতে পারেন তারা। এ বিষয়গুলো নিয়েও কিছু বলা হয়নি।

এ সপ্তাহে মার্কিন সেনাবাহিনীও আলাদা করে সেনাদের চেহারা ও বেশভূষার হালনাগাদ মানদণ্ড প্রকাশ করেছে। সেখানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষত নারীদের ক্ষেত্রে নখ, চুলের স্টাইল, কানের দুল ও মেকআপের গ্রহণযোগ্য মানদণ্ড আরও কঠোর করা হয়েছে।

জানুয়ারিতে মার্কিন বিমানবাহিনী একটি নতুন নীতি চালু করেছে। নেইল পলিশের নীতিতে বড় খড়গ নেমে এসেছে। আগে যেখানে মার্কিন বৈমানিকরা ঊর্ধ্বে ৬০টি রঙের নেইল পলিশ ব্যবহার করতে পারতেন, নতুন নীতিতে সেই সংখ্যা কমিয়ে তিনটি করা হয়েছে।

এরই মধ্যে সামাজিক মাধ্যমে এক্সে নতুন এই নীতির সমালোচনা দেখা দিয়েছে। সাবেক সেনারাও সমালোচনা করে পোস্ট করছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে।

শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী একটি এক্স হ্যান্ডলে উল্লেখ করা হয়েছে, এই নীতিতে ধর্মীয় কারণে যারা দাঁড়ি রাখেন, তারা প্রভাবিত হবেন কি না, তা তারা যাচাই করার চেষ্টা করছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে আজ

এ পদক্ষেপের পেছনে জুলাই মাসে প্রধানমন্ত্রীর দেওয়া সেই বক্তব্যই বড় ভূমিকা রাখছে, যেখানে তিনি বলেছিলেন— সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত না হলে এবং একটি টেকসই শান্তিচুক্তির মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি না দিলে যুক্তরাজ্য তার অবস্থান পরিবর্তন করবে।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন এরদোগান

তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট এরদোগান এবং আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক। আমি ২৫ তারিখে তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি!’

১৬ ঘণ্টা আগে

মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত

বিধ্বস্ত হওয়া এমএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে চারজন সেনা সদস্য ছিলেন। তারা ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য। দুর্ঘটনায় তারা চারজনই নিহত হন।

১৬ ঘণ্টা আগে

ইসরায়েলি বর্বরতায় আরও ৯১ ফিলিস্তিনি নিহত

১৭ ঘণ্টা আগে