রাশিয়া থেকে ভারতকে দূরে সরাতে নতুন কৌশল ইইউয়ের

ডয়েচে ভেলে
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২: ০১
ইউরোপীয় কমিশনের প্রধান উরসিলা ফন ডের লাইয়েন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের দলকে এই বছরের মধ্যেই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) চূড়ান্ত করতে বলেছেন।

দিল্লির সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ় করতে একাধিক নীতি নিয়েছে ইইউ। প্রতিরক্ষা সমঝোতা নিয়েও প্রয়াস চলছে।

রাশিয়া থেকে গ্যাস কেনে ভারত। তারই শাস্তিস্বরূপ ভারতের উপর বিশাল অঙ্কের রপ্তানি শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ভারত যে পরিশোধনাগারে রাশিয়া থেকে আমদানি করা তেল শোধন করে, জুলাইতেই তার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। তবে এখন রাশিয়ার থেকে ভারতকে বিচ্ছিন্ন করার নতুন পদ্ধতি অবলম্বন করতে চলেছে ইইউ।

ইউক্রেনের যুদ্ধ থামাতে রাশিয়ার উপর ফের নিষেধাজ্ঞার নীতি নিতে চলেছে আমেরিকা এবং ইইউ। এই পরিস্থিতিতে ইইউ-কে নাকি ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক বসাতে বলেছেন ট্রাম্প। তবে শুল্কের চাপ নয়, ইইউ ভারতের ক্ষেত্রে অন্য নীতি গ্রহণ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বাণিজ্য নীতির মাধ্যমে প্রলুব্ধ করে ভারতকে রাশিয়ার প্রভাব থেকে মুক্ত করাই তাদের কৌশল হতে পারে বলে মনে করছেন তারা।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, "সমমনোভাবাপন্ন এবং একই মূল্যবোধের সহযোগীদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করাই এই মুহূর্তে লক্ষ্য হওয়া উচিত।" তিনি আরো জানান, নতুন কৌশল এবং নীতির মাধ্যমে ইইউ-এর সঙ্গে ভারতের সম্পর্ক নতুন মাত্রা পাবে।

কীভাবে ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করবে ইইউ?

রাশিয়া থেকে তেল আমদানি এবং বেলারুশে রাশিয়ার সামরিক আগ্রাসনে ভারতের ভূমিকা নিয়ে ইইউ-এর সঙ্গে ভারতের মতানৈক্যকে মেনে নিয়েছেন ইইউ-এর কূটনীতি বিষয়ক আধিকারিক কাইয়া কালাস। তবে তিনি একথা স্বীকার করে নেন, এই 'টালমাটাল' সময়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সম্পর্কের ভিত্তিতে ইইউ-এর নতুন সহযোগী প্রয়োজন। এই পরিস্থিতিতে, রাশিয়ার দিকে ঠেলে না দিয়ে ভারতের সঙ্গে ইইউ-এর সম্পর্ককে দৃঢ় করার বিষয়েই গুরুত্ব দেন তিনি।

এক ইইউ আধিকারিক জানিয়েছেন, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক উন্নত হওয়ার যথেষ্ট সম্ভবনা আছে। তিনি জানান, "ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে ভারত সদর্থক ভূমিকাই নিচ্ছে। তারা জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে চেয়েছে এবং তাকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছে। ফলে আলোচনার রাস্তা খুলেছে।"

ভারতের সঙ্গে ইইউ-এর প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতারও ইঙ্গিত মিলেছে। ভারতকে সর্ববৃহত যুদ্ধসামগ্রী আমদানি করা দেশ হিসেবে চিহ্নিত করে ইইউ। রাশিয়া থেকে আমদানি করা যুদ্ধাস্ত্রের উপর নির্ভরশীলতা কমাতে এবং যুদ্ধাস্ত্রে বৈচিত্র আনার বিষটি খতিয়ে দেখবে তারা। দেশের নৌবাহিনী এবং বিমানবাহিনীকে উন্নততর করতে ২০২৫-২০২৬-এ ৮৩ বিলিয়ন মার্কিন ডলার ধার্য করেছে ভারত। ব্রাসেলের একটি থিংকট্যাঙ্কের কর্মী জেকব ফাঙ্ক কার্কেগার্ড বলেন, "ইউক্রেনে রাশিয়ার ব্যবহার করা অস্ত্র দেখলে যে কেউ তাদের অস্ত্র ভাণ্ডারে বৈচিত্র আনতে চাইবে।" তিনি বলেন, এমন অবস্থায় ইউরোপ এবং ইউক্রেন ভারতের কাছে অস্ত্র সরবরাহের বকল্প হয়ে উঠতে পারে।

এই মাসের গোড়ার দিকে ভারত সফরকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বলেন, বিশ্বের কিছু দেশ বাণিজ্যের ক্ষেত্রে পাঁচিল তুলছে। ভারত এবং জার্মানির উচিত বাণিজ্য সম্পর্ককে প্রশস্ত করা। ভারতের সঙ্গে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, 'ইইউ-এর সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) বাস্তবায়নে জার্মানির উপর ভরসা করছে ভারত।

ইউক্রেন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। তার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "ইউক্রেনে যুদ্ধ থামাতে ভারত এবং ফ্রান্স একই সংকল্প নিয়েছে,"

বিশেষজ্ঞদের মতে, ভারতের সঙ্গে ইইউ-এর সব মতানৈক্য এই বছরের শেষের মধ্যে মিটে না গেলেও তাদের পারস্পরিক সম্পর্কের উন্নতি অনস্বীকার্য।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকা ডুবে ১১ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া নৌকায় ৭০ জনের মতো ছিলেন। এ ছাড়া আরেকটি নৌকায় ছিলেন প্রায় ২৩০ জন যাত্রী। এর অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি মালয়েশিয়া কোস্ট গার্ড।

১ দিন আগে

মার্কিন সিনেটে বিল পাস, অবসান ঘটছে ৪০ দিনের শাটডাউনের

এর আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা আলোচনায় বসলেও শনিবার দিনভর বৈঠক শেষে কোনো অগ্রগতি হয়নি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এ নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের পর ভোটের সিদ্ধান্ত হয়।

১ দিন আগে

সিনেটে সমঝোতা, যুক্তরাষ্ট্রে অচলাবস্থার অবসান হচ্ছে

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থা শেষ হওয়ার সম্ভাবনার দ্বার খুলে গেছে। মার্কিন সিনেট রিপাবলিকান পার্টি প্রস্তাবিত একটি বিলের পক্ষে ভোট দিতে যাচ্ছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের সরকারি অচলাবস্থা অবসানের পথ খুলে দিতে পারে।

১ দিন আগে

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত ২

রোববার এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে এক হামলায় একজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

১ দিন আগে