কনসার্টে পরকীয়ার ভিডিও ভাইরাল, মার্কিন সিইও বরখাস্ত

ডেস্ক, রাজনীতি ডটকম

কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল হওয়ার সেই মার্কিন প্রযুক্তি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ভাইরাল হওয়ার পরপরই কোম্পানিটির পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত চলাকালীন অভিযুক্ত ছুটিতে থাকবেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি কোল্ডপ্লে কনসার্টে ধারণকৃত একটি ভাইরাল ভিডিওটিতে বড় স্ক্রিনে এক যুগলকে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায়। তাঁদের একটি প্রযুক্তি সংস্থারই দুই উচ্চপদস্থ কর্মকর্তা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনা অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনাটি ঘটে গত বুধবার রাতে বোস্টনে কোল্ডপ্লের একটি কনসার্টে। কনসার্টের বিশাল স্ক্রিনে যখন দর্শক সারির মধ্যে থেকে এক যুগলকে একে অপরকে জড়িয়ে ধরে দুলতে দেখা যায়, তখন তাঁদের মুখাবয়ব হাজার হাজার দর্শকের সামনে চলে আসে। নিজেদের চেহারা উন্মোচিত হতে দেখে ওই যুগল দ্রুত ক্যামেরা থেকে মুখ লুকিয়ে ফেলেন। এ দৃশ্য তাৎক্ষণিকভাবে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পেছনে কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের মন্তব্য বড় ভূমিকা রেখেছে। যুগলকে লুকিয়ে যেতে দেখে মার্টিন জনতার উদ্দেশ করে বলেন, ‘হয় তাঁরা পরকীয়ায় লিপ্ত অথবা খুবই লাজুক!’

ক্রিস মার্টিনের এই মন্তব্য অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটিই ওই যুগলের মধ্যে ‘পরকীয়া’র গুজব উসকে দেয়। প্রাথমিকভাবে টিকটকে পোস্ট করা ভিডিওটি লাখ লাখ ভিউ পায় এবং পরবর্তীতে অন্যান্য প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে। এটি নিয়ে এরই মধ্যে অসংখ্য মিম তৈরি হয়েছে। টেলিভিশন অনুষ্ঠানেও চলছে রসিকতা।

ইন্টারনেটে এই আলিঙ্গন নিয়ে তোলপাড় শুরু হওয়ার দুই দিন পর শুক্রবার (১৮ জুলাই) রাতে, সংশ্লিষ্ট সংস্থা ‘অ্যাস্ট্রোনমার’ তাদের এক্স অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে সংস্থাটি নিশ্চিত করেছে, তাদের সিইও অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠানো হয়েছে।

অ্যাস্ট্রোনমারের বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যাস্ট্রোনমার প্রতিষ্ঠার পর থেকে যে মূল্যবোধ ও সংস্কৃতি আমাদের পথ দেখিয়েছে, আমরা তার প্রতি অঙ্গীকারবদ্ধ। আমাদের নেতাদের কাছ থেকে আচরণ ও জবাবদিহির সর্বোচ্চ মান আশা করা হয়। পরিচালনা পর্ষদ বিষয়টি নিয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং খুব শিগগিরই আমরা বিস্তারিত তথ্য জানাব।’

তদন্ত চলাকালীন সংস্থার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পণ্য কর্মকর্তা (সিপিও) পিট ডিজয়কে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ভাইরাল ভিডিওর পুরুষ ব্যক্তিটিকে অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বাইরন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, কিন্তু কেউ নিশ্চিত করতে পারেনি। এখন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিবৃতি দেওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেল। অ্যান্ডি বাইরন ২০২৩ সালের জুলাই থেকে এই সংস্থায় কর্মরত।

অন্যদিকে, ভিডিওর নারীটিকে সংস্থার প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিপিও) ক্রিস্টিন ক্যাবট বলে অনলাইনে চিহ্নিত করা হয়েছে। তিনি ২০২৪ সালের নভেম্বর থেকে অ্যাস্ট্রোনমারে কাজ করছেন।

অ্যাস্ট্রোনমার বিবৃতিতে আরও জানিয়েছে, অ্যান্ডি বাইরন কোনো ব্যক্তিগত বিবৃতি দেননি এবং এ বিষয়ে প্রকাশিত যেকোনো প্রতিবেদন ভুল। সংস্থাটি আরও নিশ্চিত করেছে, ভিডিওতে অন্য কোনো কর্মকর্তা ছিলেন না। গত বৃহস্পতিবার অ্যান্ডি বাইরনের নামে ভুয়া বিবৃতিও অনলাইনে ভাইরাল হয়েছিল।

এ ঘটনা করপোরেট জগতে ব্যক্তিগত আচরণ এবং পেশাদারির সীমারেখা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে বিক্ষোভে নিহত ৫০০ ছাড়াল, গ্রেপ্তার ১০ হাজারের বেশি

ইরান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে তেহরানের বিভিন্ন মর্গে একের পর এক লাশের ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। কর্তৃপক্ষ এসব নিহত ব্যক্তিকে ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করছে। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীন সূত্রে নিহতের এই

৫ ঘণ্টা আগে

খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস

এনডিটিভিকে দেওয়া বক্তব্যে কয়েকজন ইরানি নাগরিক জানান, মূল্যস্ফীতি সত্যিই বড় সমস্যা এবং তারা চান এটি নিয়ন্ত্রণে আসুক। তবে তারা খামেনির বিরোধী নন। তাদের মতে, যারা খামেনির বিরোধিতা করছে তারা মূলত সাবেক শাহ রেজা পাহলভির সমর্থক ও বিদেশি শক্তির সঙ্গে যুক্ত।

২১ ঘণ্টা আগে

মাদুরো স্টাইলে পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুঙ্কার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর

মাদুরো স্টাইলে রুশ প্রেসিডেন্টকে তুলে নেওয়ার হুঙ্কার দিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, সুযোগ পেলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে গিয়ে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির আওতায় আনতেন।

১ দিন আগে

যেভাবেই হোক গ্রিনল্যান্ড দখল করতে চান ট্রাম্প

গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আবারও কড়া অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই আর্কটিক দ্বীপটি দখলে নিতে যুক্তরাষ্ট্র সহজ বা প্রয়োজনে কঠিন পথে এগোতে পারে।

১ দিন আগে