যুক্তরাজ্যে জুয়াকের ঈদ পুনর্মিলনী

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০১: ২৫

যুক্তরাজ্যে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জুয়াকের আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার লন্ডনের একটি কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে আগত সকলকে ঈদের শুভেচ্ছা জানান জুয়াকের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবা জেবিন।

সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সাধারন সম্পাদক আলিম আল রাজির পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ড. সাবের শাহ্।

অনুষ্ঠানে আগত নতুনদের স্বাগত জানিয়ে বরন করে নেন জুয়াকের প্রতিষ্ঠাতা সদস্য সচিব পারভেজ মল্লিক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও স্মৃতিচারন করেন আশ্রাফুন রোজী, মো. জহির উদ্দিন, রানা ইসলাম, নজরুল ইসলাম, সিনা আকন্দ, সুফিয়া কমর, নাসিমা চৌধুরী, হাবিবে আলম চৌধুরী, ওয়াকারুল আমিন রনি, হাবিবে আলম, আশরাফুল আলম, সিকান্দার আলি সিকো, মতিয়ার রহমান, ড. আসমা পারভিন, আনিসুর রহমান,জুলফিকার আলি ভুটটো, মোরশেদ ঠাকুর, ফারহানা ইয়াসমিন চমন, ইফতেখার ইফতি, ফারহানা খান একা, মো. সায়েম, শফিকুজ্জামান চৌধুরী জাবেদ, নাহিয়ান, ওমর ফারুক জাভেদ, রায়হানুর রহমান, মাহামুদুল হাসান অয়ন, জান্নাতুন নেসা চয়ন, সাইফ বিন আলম, টিপু সুলতান,জামিল, তা্নজি তুহিন, ঊর্মি, ফারিহা প্রভা, এহসানুল হকসহ আরও অনেকে।

অনুষ্ঠানের মুল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় সঙ্গীত শিল্পী শেফালি ও বিলেতের জেমস খ্যাত রাজ হাসানের পরিবেশনা মাতোয়ারা করে দেয় সকলকে। ঐতিহ্যবাহী রঙবেরঙের পোশাকে অংশ নেয়া জুয়াকের সদস্যরা নেচে গেয়ে আনন্দে মেতে উঠেন।

জাকিয়া তাসনিম, সুমি আমিন, পান্না ইকবাল, রুমানা তুলি, তাহমিনা আহমেদ, এনি জামান , নুরজাহান মুন্না প্রমুখ নেচে গেয়ে ঈদ উৎসবকে দেয় ভিন্ন মাত্রা। সবশেষে লাকি ড্রতে বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন উৎসবে আগত অতিথিরা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম তার এক্স আইডিতে দেওয়া এক পোস্টে নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য আমি সোনোরার গভর্নর আলফোনসো ডুরাজোর সঙ্গে যোগাযোগ করেছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রী রোজা আইসেলা রদ্রিগেজকে নিহতদের পরিবার এবং আহতদের

৩ দিন আগে

ক্যামব্রিজে ট্রেনে ছুরিকাঘাতে গুরুতর আহত ৯, দুজন গ্রেপ্তার

রেন চেম্বার্স নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, রক্তাক্ত হাতে এক ব্যক্তি কামরার ভেতর দৌড়ে এসে চিৎকার করে বলেন, তাদের কাছে ছুরি আছে, দৌড়াও। এ সময় রেন ও তার বন্ধু ট্রেনের সামনের দিকে দৌড়ে যান এবং এক ব্যক্তিকে মেঝেতে লুটিয়ে পড়তে দেখেন।

৩ দিন আগে

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও বেড়েই চলেছে নিহতের সংখ্যা

শনিবার এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানায়, ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ২০৩টি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে মাত্র ১৪৫টি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে। যা যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত দৈনিক ৬০০ ট্রাকের মাত্র ২৪ শতাংশ।

৩ দিন আগে

বন্দুকধারীর হামলায় গ্রিসে নিহত ২, আহত ১০

পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এই ঘটনার কয়েক ঘণ্টা আগে একই এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে বিস্ফোরণের ঘটনাও ঘটেছিল।

৩ দিন আগে