সাইপ্রাসে পুলিশি অভিযান, পালানোর সময় বাংলাদেশির মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
মরদেহ। প্রতীকী ছবি

সাইপ্রাসে পুলিশি অভিযান চলাকালে পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সাইপ্রাস স্থানীয় সময় সকাল ৭টায় অনিয়মিত অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে পুলিশ অভিযান চালালে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের হাত থেকে বাঁচতে বাসায় থাকা তিন বাংলাদেশি ৫ তলা থেকে বিল্ডিংয়ের পাইপ বেয়ে নিচে নেমে যাওয়ার চেষ্টা করেন। প্রথমজন সফল হলেও পরের দুইজন পাইপ থেকে ছিটকে নিচে পড়ে যান। একজন সাথে সাথেই মারা যান, অন্যজন আহত হন। মারা যাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ আনিস।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার বিষ্ণুরামপুর গ্রামের আবদুল আওয়াল মিয়ার সন্তান। আবদুল আওয়াল মিয়ার দুই সন্তানের মধ্যে মোহাম্মদ আনিস বড়। সাইপ্রাসে তিনি একটি রেস্টুরেন্টে কাজ করতেন।

মোহাম্মদ আনিসের একই গ্রামের আরেক সাইপ্রাস প্রবাসী হাসিবুল হাসান জানান, ২০২২ সালে নর্থ সাইপ্রাস আসেন আনিস। সেখানে আসার পর কোনো কাজ না থাকায় আনিস অবৈধভাবে সাইপ্রাসে ঢুকে পড়ে। সাইপ্রাস আসার পর মোটামুটি ভালোই চলছিল দিনকাল। কিন্তু রিফিউজি আবেদন করার পর বারবার তা রিজেক্ট করে দেয় সরকার। এরপর অবৈধ হয়ে যায় আনিস। এর আগেও কয়েকবার পুলিশি তল্লাশিতে পড়লেও বেঁচে যায় সে। কিন্তু এবার শেষ রক্ষা হয়নি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সিরিয়ায় মার্কিন বিমান হামলা

বিবৃতিতে বলা হয়েছে, “শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর পর্যন্ত সিরিয়াজুড়ে আই এসের সঙ্গে সম্পর্কিত শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে মার্কিন বিমান বাহিনী। সিরিয়ায় অপারেশন হকিয়ে নামে যে সামরিক অভিযান শুরু করেছিল মার্কিন সেনাবাহিনী, তার অংশ হিসেবেই পরিচালনা করা হয়েছে এই মিশন।”

১ দিন আগে

ওমান ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনা, ফটিকছড়ির ৩ স্বজন নিহত

শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত আনুমানিক ৮টার দিকে ওমানের সালালাহ শহরের তামরিত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে হঠাৎ একটি উটের সংঘর্ষ হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায়।

২ দিন আগে

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ, ট্রাম্পের সামরিক পদক্ষেপের পর ক্ষোভ

ডোনাল্ড ট্রাম্প এর আগেও গ্রিনল্যান্ড নিয়ে বিতর্ক উসকে দিয়েছিলেন। ২০১৯ সালে, প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে তিনি দ্বীপটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। তবে তখনই ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়— গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।

২ দিন আগে

সিরিয়াকে ‘যথাসম্ভব’ সহায়তা করবে ইউরোপ: ইইউ প্রধান

২ দিন আগে