বিদেশে কর্মী যাওয়ার তুলনায় রেমিট্যান্স কম আসছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রথমবার ঢাকায় আয়োজিত জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের কাছ থেকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সিআইপি (এনআরবি) সম্মাননা নেন কাজী শাহ আলম ঝুনু। শনিবার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে । ছবি: রাজনীতি ডটকম

যে হারে বিদেশে কর্মী যাচ্ছে, রেমিট্যান্স সেভাবে আসছে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেছেন, ‘রেমিট্যান্স কম আসার দায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নয়। রেমিট্যান্স আনার দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের কিংবা বাংলাদেশ ব্যাংকের।’

শনিবার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবার আয়োজিত জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন। গত বছর ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস হিসেবে অনুমোদন দেয় মন্ত্রিসভা।

ইমরান আহমদ বলেন, ‘আমরা প্রচুর লোক বিদেশে পাঠাচ্ছি। গত বছর ১১ থেকে সাড়ে ১১ লাখ মানুষ বিদেশে গেছে। এবারও গত বছরের রেকর্ড ভেঙে ১২ লাখেরও বেশি মানুষ যাবে বলে আশা করছি। যে হারে কর্মী বিদেশ যায়, সেই হারে রেমিট্যান্স আসছে না।’

অর্থ মন্ত্রণালয় অথবা বাংলাদেশ ব্যাংক তাদের কাজ করলে রেমিট্যান্স স্বাভাবিকভাবেই বেড়ে যাবে বলে জানান ইমরান আহমদ।

তিনি আরও বলেন, আমাদের প্রবাসীদের সব সমস্যার সমাধানের জন্য দূতাবাসেই যেতে হয়। দূতাবাস ছাড়া তাদের আর কোনও জায়গা নেই। পাশাপাশি কর্মীরাও দূতাবাস থেকে সব ধরনের সেবা পাচ্ছে। কিছু অভিযোগ মাঝেমধ্যে আসে। চাহিদা বাড়লে অভিযোগ থাকবেই। সমাধানও সঙ্গে সঙ্গে হয়ে যায়।

প্রবাসী শ্রমিক পাঠানোয় গত বছর রেকর্ড হয়েছিল। এ বছরও রেকর্ড হয়েছে জানিয়ে তিনি বলেন, আমার বিশ্বাস, সামনের বছরও রেকর্ড হবে। কারণ সারা বিশ্বে কর্মীর চাহিদা বাড়ছে। তবে আমরা দক্ষতা উন্নয়ন ট্রেন্ডে ফেল করছি। আমরা যত কর্মী পাঠাচ্ছি, তার অর্ধেকের বেশি অদক্ষ কর্মী। এটা পরিবর্তন করতে হবে। দক্ষ করেই পাঠাতে হবে। আর এটা রিক্রুটিং এজেন্সির ভূমিকা ছাড়া সরকার একা করতে পারবে না।

এদিকে রেমিট্যান্স কম আসার বড় কারণ প্রবাসী শ্রমিকদের দক্ষতার অভাব বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমাদের লোকেরা তাদের পরিবারের জন্য দেশে টাকা পাঠায়। সেই সুযোগে সরকার রেমিট্যান্স পায়। তবে রেমিট্যান্স খুব বেশি নয়। রেমিট্যান্সে আমরা সপ্তম।

মন্ত্রী আরো বলেন, আমাদের চেয়ে অনেক অল্পসংখ্যক লোকের দেশ ফিলিপাইন কিংবা মেক্সিকো অনেক রেমিট্যান্স পাঠায়, ভারত রেমিট্যান্সে সর্বোচ্চ। আমাদের রেমিট্যান্স কম আসার বড় কারণ হচ্ছে, আমাদের প্রবাসী শ্রমিকদের বিরাট সংখ্যক দক্ষতাসম্পন্ন নয়।

তার মতে, দরিদ্র লোকেরা (শ্রমিক) দেশে বেশি রেমিট্যান্স পাঠালেও, প্রবাসে বসবাসরত শিক্ষিতরা টাকা-পয়সা কম পাঠান।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে প্রায়ই অভিযোগ করা হয় পাসপোর্ট দিতে দেরি করছে। অভিযোগ করা হয় তারা এনআইডি পান না। আরও অভিযোগ করা হয়, বিদেশে গিয়ে অনেক প্রবাসী চাকরি পান না। মধ্যপ্রাচ্য থেকে চাকরির অভাবে ৩৫ শতাংশ ফিরে আসে-এর সব দায় দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে।

মন্ত্রী বলেন, পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যু করে না। পররাষ্ট্র শুধু তথ্য বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়। তারা (স্বরাষ্ট্র) যাচাই-বাছাই করে পাসপোর্ট তৈরি করে। যখন তারা (স্বরাষ্ট্র) তৈরি করে, পররাষ্ট্র সঙ্গে সঙ্গে তা বিতরণ করে। অথচ বাজারে কথা আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট দিতে দেরি করে।

কর্মীদের বিদেশ গিয়ে চাকরি না পাওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদেশে গিয়ে অনেক চাকরি পান না। পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি জোগাড় করে না। বিএমইটি আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানাতো, এ রকম একটা কোম্পানি থেকে চাহিদা এসেছে, ওদের যাচাই-বাছাই করা দরকার। সম্প্রতি এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খবরই দেয় না তারা।

আলোচনা সভা শেষে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের জন্য ৫৯ জন সিআইপিকে (এনআরবি) সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি পাঁচ জন প্রবাসীর সন্তানকে শিক্ষবৃত্তি দেওয়া হয়।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সভাপতি আবুল বাশার ও সিআইপি এনআরবি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ মাহতাবুর রহমান।

এদিকে বৈধ পথে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো ৫৯ প্রবাসীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে সম্মাননা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী ড. এব্রাহাম মোহাম্মদ সরকার, দুবাই প্রবাসী মোহাম্মদ আরিফ উদ্দিন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ ইমরান, যুক্তরাজ্য প্রবাসী তাহসিন উদ্দিন খান, যুক্তরাষ্ট্র প্রবাসী সুবর্ণ সিমন্তনী, দুবাই প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিন, সৌদি প্রবাসী শাহজাহান আইজ উদ্দিন, ওমান প্রবাসী আফতাব উদ্দিন জনি, সিরাজুল হক, আশ্রাফ উদ্দিন (রনি), দুবাই প্রবাসী আবু বক্কর, আলতাফ হোসেন, ওমান প্রবাসী রফিকুল আলম, দক্ষিণ সুদান প্রবাসী কামরুল হাসান সাগর, পোল্যান্ড প্রবাসী মো. ইমরান হোসেন, আরব আমিরাত প্রবাসী মো. আল রুমান খান, মোহাম্মদ হেলাল উদ্দিন, এইচ এম কামরুজ্জামান, সৌদি প্রবাসী মোহাম্মদ শওকত কামাল, সুইজারল্যান্ড প্রবাসী ড. আমিন আহম্মেদ খোন্দকার।

এ ছাড়া সম্মাননা পান দুবাই প্রবাসী মোহাম্মদ জবরুত খান, কাতার প্রবাসী মোহাম্মদ এমরান হোসেন, আরব আমিরাত প্রবাসী সৈয়দ মামুনুর রশিদ, মো. কাশেম মিয়া, মোহাম্মদ এহসানুর রহমান, মাওলানা জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ শরিফ, মুহাম্মদ জিয়া উদ্দিন, মোহাম্মদ ওসমান খান, মোহাম্মদ জসিম উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দুর রহমান, ওমান প্রবাসী তাসলিমা করিম মিলি, পোল্যান্ড প্রবাসী মো. নান্নু শেখ, সিঙ্গাপুর প্রবাসী মো. শরীফ উদ্দিন মাহমুদ, বাহারাইন প্রবাসী মহি উদ্দীন, আরব আমিরাত প্রবাসী আনিস উদ্দিন, সুইডেন প্রবাসী কাজী শাহ আলম, আমিরাত প্রবাসী মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, সৌদি প্রবাসী ওসমান মৃধা, আরব আমিরাত প্রবাসী আব্দুল হালিম, গোলাম মোহাম্মদ, জাপান প্রবাসী সজল ডি ক্রুজ ও মালদ্বীপ প্রবাসী মাসুদ রানা।

অনুষ্ঠানে আরও সম্মাননা পান গ্রিস প্রবাসী মো. সাইদুর রহমান, দুবাই প্রবাসী নুরজাহান আক্তার, মোসম্মৎ জেসমিন আক্তার, যুক্তরাজ্য প্রবাসী সুশান্ত দাশ গুপ্ত, দুবাই প্রবাসী শাহজাহান বাবলু, জার্মান প্রবাসী প্রকৌশলী মো. ফেরদৌস আলম, মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাহাব উদ্দিন, আমিরাত প্রবাসী মো. জাকির হোসেন, জাপান প্রবাসী সাইফুল হক, ওমান প্রবাসী মোসলেহ উদ্দিন, কাতার প্রবাসী কাজী তানজুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী আহাদুল ইমাম, আমজাদ হোসেন চৌধুরী, ওমান প্রবাসী মোহাম্মদ বাদশা মিয়া ও কবির আহমেদ।

বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী যুক্তরাষ্ট্রের প্রবাসী কল্লোল আহমদ এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসি ১০ জনকে সিআইপির মর্যাদা দেওয়া হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

'মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ করলেই যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান'

ইসরায়েলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে ইরান মন্তব্য করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ না করে এবং ইসরায়েলকে দেওয়া সমর্থন ত্যাগ না করে, তবে তেহরান তাদের সঙ্গে কোনো সহযোগিতা করবে না।

১ দিন আগে

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা

এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল গাজায় প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। নাসের মেডিকেল কমপ্লেক্সের এক সূত্র আল জাজিরাকে জানায়, সোমবার দক্ষিণ গাজার রাফাহর উত্তরে ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

১ দিন আগে

পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার সক্ষমতার কথা জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, চীন ও রাশিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা মোকাবিলা করতে পরীক্ষামূলক কর্মসূচি চালানো জরুরি।

২ দিন আগে

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ৭ জনের মৃত্যু

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে, সামাঙ্গান প্রদেশের খোলম শহরের নিকটে। খোলমে প্রায় ৬৫ হাজার এবং মাজার-ই-শরিফে প্রায় ৫ লাখ ২৩ হাজার মানুষ বসবাস করেন।

২ দিন আগে