পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৪ পুলিশ নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সশস্ত্র হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) পাঁচ সন্ত্রাসী বোরকা পরে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবর অনুসারে, সন্ত্রাসীরা বোরকা ও আত্মঘাতী ভেস্ট পরে বান্নুর শহরের ইকবাল শহীদ পুলিশ লাইনসে প্রবেশের চেষ্টা করে। এসময় পুলিশ লাইনসের সদর দরজায় গোলাগুলির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা আধুনিক অস্ত্রে সজ্জিত ছিল এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে তারা রকেট লঞ্চার ও গ্রেনেড নিক্ষেপ করে।

প্রায় ছয় ঘণ্টা ধরে দু’পক্ষের মধ্যে তুমুল লড়াই চলে। এতে চার পুলিশ নিহত হন।

হামলার পর বান্নু জেলা পুলিশ কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদ পুলিশ সদস্যদের সাহসিকতার প্রশংসা করেছেন এবং জানিয়েছেন, তাদের প্রাণান্ত চেষ্টার কারণেই হামলাকারীরা প্রধান ভবনে প্রবেশ করতে পারেনি।

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। এই হামলাকে শান্তিপ্রতিষ্ঠায় বাধাদানের চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে হামলা-সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে উত্তর ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধে ছয় সেনা ও আট বিদ্রোহী নিহত হন।

এছাড়া, গত ১২ অক্টোবর প্রদেশের কুররম জেলায় দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রাণ হারান অন্তত ১৫ জন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আইন ভঙ্গ : যুক্তরাষ্ট্রের ৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

বিবিসি জানায়, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও ‘সন্ত্রাসবাদে সহায়তা’ বলতে কী বোঝানো হয়েছে তা পরিষ্কার করেনি স্টেট ডিপার্টমেন্ট।

১৮ ঘণ্টা আগে

ইসরায়েলি হামলা গাজায় নিহত ছাড়াল ৬২ হাজার

গাজায় উদ্ধার প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অথবা রাস্তায় পড়ে আছেন তবে ইসরায়েলি বোমাবর্ষণ এবং সরঞ্জামের অভাবে জরুরি দল তাদের কাছে পৌঁছাতে পারছে না।

১৮ ঘণ্টা আগে

এবার পুতিন-জেলেনস্কিকে মুখোমুখি নিয়ে বসবেন ট্রাম্প

এ বৈঠকের দিন-তারিখ নিয়ে অবশ্য কোনো তরহ্য মেলেনি। নির্ধারণ হয়নি বৈঠকের স্থানও। তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস আভাস দিয়েছেন, সপ্তাহ দুয়েকের মধ্যেই ত্রিপাক্ষিক বৈঠকটি হতে পারে।

২০ ঘণ্টা আগে

বৈঠকে ট্রাম্প-জেলেনস্কি, যেসব শর্ত আলোচনায়

বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে অনেক অগ্রগতি হচ্ছে। এ সময় জেলেনস্কি বলেন, কূটনৈতিকভাবে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনের সমর্থন আছে।

১ দিন আগে