শান্তি পরিকল্পনার সংশোধনীকে স্বাগত জেলেনস্কির

বিবিসি বাংলা
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১১: ৫৮
জেলেনস্কি। ছবি: সংগৃহীত

রাশিয়ার সাথে যুদ্ধের অবসান করতে যুক্তরাষ্ট্র যে বিতর্কিত ২৮ দফা শান্তি পরিকল্পনা দিয়েছে, তাতে যুক্ত করা নতুন পরিবর্তনসমূহকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ধারণা করা হচ্ছে, ইউক্রেনের ইউরোপীয়ান মিত্ররা রাশিয়ার যুদ্ধের পক্ষে থাকা অংশগুলোকে প্রত্যাখ্যান করার পরে শান্তি পরিকল্পনার একটি সংশোধিত সংস্করন করা হয়েছে।

টেলিগ্রামে জেলেনস্কি বলেছেন, "এখন যুদ্ধ শেষ করার প্রয়োজনীয় পদক্ষেপের তালিকা তৈরি করা সম্ভব হতে পারে...। অনেক সঠিক উপাদান এখন এ কাঠামোতে অন্তর্ভূক্ত করা হয়েছে।"

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে, কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, রুশ ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলায় রাজধানীর একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যাহত হয়েছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়ও দেশটির জ্বালানি অবকাঠামোগুলোতে "ব্যাপক ও সম্মিলিত শত্রু হামলার" বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, "নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলেই জ্বালানি কর্মকর্তারা ক্ষয়-ক্ষতি নির্ধারণ এবং পুনরুদ্ধার কার্যক্রম শুরু করবেন।"

রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বৈঠক করেন। যেটি কিয়েভ এবং তাদের ইউরোপীয়ান মিত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি অংশ নেয়নি।

এর আগে, অক্টোবরে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ান কর্মকর্তারা এই পরিকল্পনা প্রণয়ন করেন।

সোমবার ক্রেমলিনের একজন কর্মকর্তা শান্তি পরিকল্পনায় প্রস্তাবিত সংশোধনীগুলোকে " সম্পূর্ণ অগঠনমূলক " বলে প্রত্যাখ্যান করেছেন।

অন্যদিকে, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জোরালো দাবি করেন যে, যুদ্ধ অবসানের প্রচেষ্টায় ট্রাম্প প্রশাসন রাশিয়ার প্রতি সমর্থন জানাচ্ছে না।

সাংবাদিকদের তিনি বলেন, " ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এই যুদ্ধে উভয় পক্ষের সাথে সমানভাবে সম্পৃক্ত হচ্ছে না এমন ধারণা সম্পূর্ণ এবং পুরোপুরি ভুল। "

লিভিট আরো বলেন, এই যুদ্ধ অবসানে কাজ করতে পারে এমন একটি পরিকল্পনা তৈরির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প " প্রত্যাশী এবং আশাবাদী " ছিলেন।

জেনেভায় আলোচনা শেষ হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প পরামর্শ দিয়েছিলেন যে, " ভালো কিছু ঘটতে পারে " কিন্তু তিনি এটাও বলেছিলেন, " যতক্ষণ না আপনি তা নিজে দেখতে পান ততক্ষণ তা বিশ্বাস করবেন না। "

ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফার শান্তি পরিকল্পনা ক্রেমলিনের নয় এ বিষয়টি অস্বীকার করার মধ্য দিয়েই জেনেভার আলোচনা শুরু হয়েছিল।

কারণ এর বেশ কয়েকটি উপাদান মস্কোর দীর্ঘদিনের দাবি ছিল বলে মনে করা হয়েছিল।

সোমবার সন্ধ্যায় জেলেনস্কি বলেছেন, সংশোধিত পরিকল্পনাটি ছিল " সত্যিই সঠিক অ্যাপ্রোচ বা উপায়।"

তিনি আরো বলেন, " সংবেদনশীল বিষয়গুলো , সবচেয়ে নাজুক বিষয়গুলো নিয়ে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা করবো। "

তবে কবে বা কখন আলোচনা করবেন বিষয়টি তিনি উল্লেখ করেননি।

জেলেনস্কির কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার ফাঁস হওয়া ২৮ দফা পরিকল্পনাটি আর বিদ্যমান নেই।

সপ্তাহের শেষে জেনেভায় অংশ নেওয়া ইউক্রেনের ফার্স্ট ডেপুটি ফরেন মিনিস্টার সের্গেই কিসলিৎসা ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, সর্বশেষ পরিকল্পনায় মাত্র ১৯ দফা রয়েছে।

রাজনৈতিকভাবে সবচেয়ে সংবেদনশীল কিছু বিষয় যার মধ্যে আঞ্চলিক বা ভূখণ্ডগত ছাড়ের বিষয়টি রয়েছে। নেতারা এখন নিজেরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রেখে দিয়েছেন।

এরই মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ঘোষণা দিয়েছেন, উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার ইউক্রেনের ইউরোপীয়ান মিত্রদের একটি ভার্চুয়াল " কোয়ালিশন অফ দ্যা উইলিং বা ইচ্ছুকদের জোট "এর বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, ইউক্রেনে একটি " ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির " জন্য এখনও কিছু কাজ বাকি রয়েছে।

মস্কোতে, ক্রেমলিনের ফরেন পলিসি এইড বা পররাষ্ট্র নীতির সহকারী ইউরি ইউশাকোভ সাংবাদিকদের বলেন, " প্রথম নজরে এই ইউরোপীয়ান পরিকল্পনা...... সম্পূর্ণভাবে গঠনমূলক নয় এবং আমাদের জন্য কাজ করে না। "

সোমবার জেলেনস্কি বলেছিলেন, এখানে " প্রধান সমস্যা " হলো রাশিয়া যেসব অঞ্চল দখল করে নিয়ে গেছে, সেগুলোর আইনি স্বীকৃতি দাবি করেছে পুতিন।

ইউক্রেনকে ২৭শে নভেম্বরের মধ্যে চুক্তি মেনে নেওয়া অথবা যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর ঝুঁকির মধ্যে পড়তে হবে ট্রাম্পের করা এমন মন্তব্যে শুক্রবার ইউরোপ জুড়ে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।

একইসাথে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে তাড়াহুরো করেই আলোচনা শুরু হয়।

রাশিয়ার অধিকৃত অঞ্চলগুলোর কোন স্বীকৃতি না দিয়েই যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির পাল্টা খসড়া প্রস্তাব করেছে।

এতে ইউক্রেনের অনুমোদিত সেনাবাহিনীর আকার বৃদ্ধি এবং ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার দরজা খোলা রাখা হয়েছে।

দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত পূর্ব দোনবাস থেকে ধারাবাহিক ও পুরোপুরিভাবে ইউক্রেনিয়ানদের প্রত্যাহার করার দাবি জানিয়েছে রাশিয়া।

ক্রাইমিয়া এবং আরো দুইটি অঞ্চল খেরসন এবং ঝাপোরিজঝিয়ার বিশাল অংশও নিয়ন্ত্রণ করে পূর্ব দোনবাস।

জেনেভা আলোচনায় মার্কিন খসড়া প্রস্তাবের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ব্যাপকভাবে ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের এই শান্তি পরিকল্পনায় বর্তমানে ইউক্রেনীয়ান বাহিনীর নিয়ন্ত্রণে থাকা পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

দোনেৎস্কের পাশাপাশি পার্শ্ববর্তী লুহানস্ক অঞ্চল এবং ২০১৪ সালের রাশিয়ার দখল করা দক্ষিণের ক্রাইমিয়া উপদ্বীপে কার্যত নিয়ন্ত্রণ থাকবে রাশিয়ার।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এলাকা খেরসন এবং ঝাপোরিজঝিয়ার সীমান্ত বর্তমান যুদ্ধরেখা বরাবর স্থির করে দেওয়ার কথাও বলা হয়েছে এই পরিকল্পনায়।

আংশিকভাবে উভয় অঞ্চলই রাশিয়ার দখলে।

প্রতিবেশী পোল্যান্ডে ইউরোপীয়ান যুদ্ধবিমানগুলো মোতায়েন রাখার কথাও বলা হয়েছে মার্কিন এই পরিকল্পনায়।

একইসাথে মার্কিন এই পরিকল্পনায় ইউক্রেনের সেনাবাহিনীর সর্বোচ্চ সংখ্যা ছয় লাখে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করা হয়েছে।

এখন সেখানে সৈন্য সংখ্যা আট লাখ ৮০ হাজার জন।

এই খসড়াতে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ না চাওয়ার অঙ্গীকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

প্রায় চার বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে লাখো সেন্য এবং হাজার হাজার বেসামরিক মানুষ নিহত বা আহত হয়েছেন। এছাড়া লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এবার মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

এবার মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে আঘাত হানে এই ভূকম্পন। মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পটির প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও।

২ দিন আগে

নিরাপত্তা ঝুঁকিতে ভেনেজুয়েলার ফ্লাইট বাতিল

ফ্লাইটরাডার২৪ ও ভেনেজুয়েলার সিমন বলিভার মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী, শনিবার এসব ফ্লাইট বাতিল হয়েছে।

২ দিন আগে

‘ট্রাম্পের ২৮-দফা পরিকল্পনা যুক্তরাষ্ট্রের তৈরি, রাশিয়ার ইচ্ছাপত্র নয়’

২ দিন আগে

৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, গাজায় নিহত আরও ২৪

শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির একটি গাড়িতে। এরপর মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা হয়। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হন বলে জানান আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না।

২ দিন আগে