
ডেস্ক, রাজনীতি ডটকম

ক্যানাডার পশ্চিমাঞ্চলীয় শহর ভ্যাংকুভারে এক উৎসবে জনতার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৯ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে পুলিশ ও শহর কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
শহরের সড়কে আয়োজিত এক অনুষ্ঠান চলাকালে শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়, শহরের ওই সড়কে ‘লাপু লাপু ডে ব্লক পার্টি’ নামে একটি অনুষ্ঠান চলছিল। এটি ফিলিপিনো সংস্কৃতির একটি অনুষ্ঠান। মূলত দেশটির উপনিবেশবিরোধী নেতার স্মরণে এটি আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় অনুষ্ঠানটি প্রায় শেষ হয়ে আসছিল। কয়েক হাজার মানুষ ওই উৎসবে অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে শহর কর্তৃপক্ষ বলেছে, লাপু লাপু ফেস্টিভ্যালের ঘটনায় এখন পর্যন্ত আমরা ৯ জন নিহতের খবর নিশ্চিত করতে পারছি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভ্যাংকুভার শহর পুলিশ জানায়, এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে তারা ধারণা করছে না। পরে জনতার ওপর দিয়ে চালিয়ে দেওয়া ওই গাড়ির চালককে আটক করার তথ্যও দিয়েছে পুলিশ। তবে এটি ইচ্ছাপূর্বক চালানো কোনো হামলা কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ক্যানাডার ১১৩০ নিউজরেডিওতে ২০ জন হতাহতের কথা বলা হয়েছে। আরেক প্রত্যক্ষ্যদর্শী সংবাদমাধ্যমটিকে জানায়, ফেস্টিভ্যাল চলাকালে কালো রংঙের একটি এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল) সেখানে উঠে গেলে বেশ কয়েক ডজন মানুষ হতাহত হন।
স্থানীয় একটি খাবারের গাড়ির মালিক গণমাধ্যমকে জানিয়েছেন কীভাবে গাড়িটি জনতার ভিড়ের ভেতর দিয়ে চলে যায়। বাও বানস ফুড ট্রাকের সহমালিক ইয়োসেব ভার্দেহ পোস্টমিডিয়াকে বলেন, আমি চালককে দেখতে পাইনি, শুধু ইঞ্জিনের গর্জন শুনেছি। ফুড ট্রাক থেকে বাইরে এসে দেখি, রাস্তা জুড়ে শুধু লাশ আর আহত মানুষ। গাড়িটি পুরো ব্লক জুড়ে সোজা এগিয়ে গেছে, মাঝখান দিয়েই।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক ক্যার্নে এবং শহরের মেয়র কেন লিম।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ক্যানাডার প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনায় হতাহতদের প্রতি, ফিলিপিনো ক্যানাডিয়ানদের প্রতি এবং ভ্যাংকুভারের সবার প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা সবাই আপনাদের সঙ্গে শোক প্রকাশ করছি। আমরা ঘটনাটিকে পর্যবেক্ষণ করছি এবং ঘটনার পর যারা প্রথম এগিয়ে এসেছেন তাদেরকে ধনবাদ জানাই।
হতাহতদের প্রতি শোক জানিযে মেয়র কেন লিন বলেন, ঘটনার বিষয়ে দ্রুত বিস্তারিত জানাতে আমরা কাজ করে যাচ্ছি।

ক্যানাডার পশ্চিমাঞ্চলীয় শহর ভ্যাংকুভারে এক উৎসবে জনতার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৯ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে পুলিশ ও শহর কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
শহরের সড়কে আয়োজিত এক অনুষ্ঠান চলাকালে শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়, শহরের ওই সড়কে ‘লাপু লাপু ডে ব্লক পার্টি’ নামে একটি অনুষ্ঠান চলছিল। এটি ফিলিপিনো সংস্কৃতির একটি অনুষ্ঠান। মূলত দেশটির উপনিবেশবিরোধী নেতার স্মরণে এটি আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় অনুষ্ঠানটি প্রায় শেষ হয়ে আসছিল। কয়েক হাজার মানুষ ওই উৎসবে অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে শহর কর্তৃপক্ষ বলেছে, লাপু লাপু ফেস্টিভ্যালের ঘটনায় এখন পর্যন্ত আমরা ৯ জন নিহতের খবর নিশ্চিত করতে পারছি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভ্যাংকুভার শহর পুলিশ জানায়, এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে তারা ধারণা করছে না। পরে জনতার ওপর দিয়ে চালিয়ে দেওয়া ওই গাড়ির চালককে আটক করার তথ্যও দিয়েছে পুলিশ। তবে এটি ইচ্ছাপূর্বক চালানো কোনো হামলা কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ক্যানাডার ১১৩০ নিউজরেডিওতে ২০ জন হতাহতের কথা বলা হয়েছে। আরেক প্রত্যক্ষ্যদর্শী সংবাদমাধ্যমটিকে জানায়, ফেস্টিভ্যাল চলাকালে কালো রংঙের একটি এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল) সেখানে উঠে গেলে বেশ কয়েক ডজন মানুষ হতাহত হন।
স্থানীয় একটি খাবারের গাড়ির মালিক গণমাধ্যমকে জানিয়েছেন কীভাবে গাড়িটি জনতার ভিড়ের ভেতর দিয়ে চলে যায়। বাও বানস ফুড ট্রাকের সহমালিক ইয়োসেব ভার্দেহ পোস্টমিডিয়াকে বলেন, আমি চালককে দেখতে পাইনি, শুধু ইঞ্জিনের গর্জন শুনেছি। ফুড ট্রাক থেকে বাইরে এসে দেখি, রাস্তা জুড়ে শুধু লাশ আর আহত মানুষ। গাড়িটি পুরো ব্লক জুড়ে সোজা এগিয়ে গেছে, মাঝখান দিয়েই।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক ক্যার্নে এবং শহরের মেয়র কেন লিম।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ক্যানাডার প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনায় হতাহতদের প্রতি, ফিলিপিনো ক্যানাডিয়ানদের প্রতি এবং ভ্যাংকুভারের সবার প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা সবাই আপনাদের সঙ্গে শোক প্রকাশ করছি। আমরা ঘটনাটিকে পর্যবেক্ষণ করছি এবং ঘটনার পর যারা প্রথম এগিয়ে এসেছেন তাদেরকে ধনবাদ জানাই।
হতাহতদের প্রতি শোক জানিযে মেয়র কেন লিন বলেন, ঘটনার বিষয়ে দ্রুত বিস্তারিত জানাতে আমরা কাজ করে যাচ্ছি।

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত ১০ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজার যেসব এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ ছিল সেখানে দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে দখলদার বাহিনী। খবর বিবিসির।
১ দিন আগে
মঙ্গলবার ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে মাও বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে। ছত্তিশগড়ের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুন্দররাজ পাট্টিলিনগম টেলিফোনে এএফপিকে বলেছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর আমরা এখন পর্যন্ত জঙ্গল থেকে ছয় মাওবাদীর লাশ উদ্ধার করেছি।
২ দিন আগে
স্যার কিয়ার স্টারমারের প্রতি অনুগতদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে যে তার পদ হয়তো হুমকির মুখে পড়তে পারে। ধারণা করা হচ্ছে, আগামী পাক্ষিকের বাজেট ঘোষণার পরপরই এই সংকট দেখা দিতে পারে।
২ দিন আগে
এমএসএফ-এর দাবি, এই কড়াকড়ির কারণে জরুরি চিকিৎসা প্রয়োজন এমন নারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নতুন নিয়ম কার্যকর হওয়ার পর হাসপাতালের জরুরি রোগী ভর্তি ২৮ শতাংশ কমে গেছে। যদিও তালেবানের 'প্রচার ও নৈতিকতা রক্ষা মন্ত্রণালয়' জোর করে বোরকা পরানোর বিষয়টি অস্বীকার করে শুধু 'হিজাব' পরিধানের কথা বলছে। সংবাদমাধ্
২ দিন আগে