ভারত-মায়ানমার সীমান্তে ১০ বন্দুকধারী নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারত-মিয়ানমার সীমান্তের কাছে বুধবার রাতে গোলাগুলি হয়েছে। প্রতীকী ছবি

ভারতের সেনাবাহিনী বলেছে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে এক অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতরা ‌উগ্রপন্থী বলে দাবি করেছে তারা। সেনাবাহিনীর পূর্ব কমান্ড তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ভারত-মায়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় ওই “সশস্ত্র উগ্রপন্থীরা” যাতায়াত করছে এরকম খবর গোয়েন্দা সূত্রে পাওয়া গিয়েছিল।

আসাম রাইফেলসের একটি দল সেখানে অপারেশন শুরু করে। “সন্দেহভাজন উগ্রপন্থীরা সেনা সদস্যদের ওপরে গুলি চালালে পাল্টা গুলি চালায় বাহিনী আর তাতেই ১০ জন উগ্রপন্থী মারা গেছে,” লিখেছে ভারতীয় সেনাবাহিনী।

ওই অভিযান থেকে অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে এবং অভিযান এখনও চলছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর ওই পোস্টে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন