বিবিসি বাংলা
উত্তর প্রদেশের কানপুর শহরে ঈদে মিলাদ-উন-নবী পালনের সময়ে 'আই লাভ মুহাম্মদ' ব্যানার লাগানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
এই ব্যানার লাগানোকে কেন্দ্র করে এফআইআর দায়ের হয়েছে, আবার তার বিরুদ্ধে উত্তর প্রদেশ সহ দেশের বেশ কয়েকটি শহরে মুসলমানরা বিক্ষোভ দেখিয়েছেন।
বিভিন্ন শহরে কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছে এবং অনেকে গ্রেফতারও হয়েছেন।
উত্তরাখণ্ডের কাশীপুরে রবিবার 'আই লাভ মুহাম্মদ' ব্যানার নিয়ে মিছিল করার সময়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়েছে। এই ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।
আবার উত্তর প্রদেশের উন্নাওতে রবিবার একইরকম একটা মিছিল বেরনোর পরে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিজেদের ধর্মীয় স্বাধীনতা প্রকাশ করার কারণে পুলিশ মুসলমানদের নিশানা করছে বলে অভিযোগ উঠেছে।
কানপুরে কী হয়েছিল?
কানপুর পুলিশের ডেপুটি কমিশনার (পশ্চিম) দীনেশ ত্রিপাঠি এক বিবৃতিতে বলেছেন, "রাওয়াতপুর থানা এলাকায় মিলাদ-উন-নবীর চিরাচরিত শোভাযাত্রা বেরনোর কথা ছিল। যে জায়গা নির্ধারিত ছিল, তার বদলে এলাকার মানুষ অন্য এক জায়গায় প্যান্ডেল তৈরি করে আই লাভ মুহাম্মদ ব্যানার লাগিয়ে দেন। এক পক্ষের মানুষ এর বিরোধিতা করেন। পরে দুই পক্ষের ঐকমত্যের ভিত্তিতে চিরাচরিতভাবে যে জায়গা ঠিক করা ছিল, সেখানে ব্যানার লাগিয়ে দেন।"
মি. ত্রিপাঠি দাবি করেছেন যে এফআইআর 'আই লাভ মুহাম্মদ' লেখার জন্য বা ব্যানার লাগানোর জন্য করা হয় নি, চিরাচরিত জায়গার বদলে অন্য জায়গায় প্যান্ডেল বানানোর জন্য এবং শোভাযাত্রা চলাকালীন এক পক্ষ অন্য পক্ষের পোস্টার ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে।
এফআইআরে বলা হয়েছে যে 'আই লাভ মুহাম্মদ' ব্যানার লাগিয়ে মুসলমান সম্প্রদায় নতুন রীতি শুরু করার প্রচেষ্টা করেছে এবং 'অন্য সম্প্রদায়ের মানুষ' এর বিরোধিতা করেছেন। শোভাযাত্রার সময়ে যে পুলিশ কর্মীরা মোতায়েন ছিলেন, তাদের তরফেই এফআইআর দায়ের করা হয়েছে।
এফআইআরে এটাও দাবি করা হয়েছে যে শোভাযাত্রা চলাকালীন 'অন্য সম্প্রদায়ের' ধর্মীয় পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। দুই 'সম্প্রদায়ের' মধ্যে শত্রুতা বৃদ্ধি করা এবং ঘৃণা ছড়ানোর অভিযোগও করা হয়েছে এফআইআরে। শোভাযাত্রার আয়োজক সহ বেশ কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে এফআইআরে।
কানপুর পুলিশ বলেছে যে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয় নি।
স্থানীয় সাংবাদিক অভিষেক শর্মার কথা অনুযায়ী, ব্যানার লাগানো নিয়ে চৌঠা সেপ্টেম্বর বিতর্ক বেঁধেছিল আর পরের দিন মিলাদ-উন-নবীর দিনে শোভাযাত্রা বেরিয়েছিল। কিন্তু এফআইআর দায়ের হয় ১০ই সেপ্টেম্বর সন্ধ্যায়।
কানপুরে 'আই লাভ মুহাম্মদ' ব্যানার লাগানো নিয়ে এই বিতর্ক দানা বাঁধার পরে এআইএমআইএমের নেতা ও সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়েইসি ১৫ই সেপ্টেম্বর কানপুর পুলিশকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে লেখেন, "কানপুর পুলিশ, আই লাভ মুহাম্মদ লেখা কোনও অপরাধ নয়। যদি তা হয়, তাহলে শাস্তি মেনে নেব।"
লক্ষ্ণৌতে বিক্ষোভ, আটক করার অভিযোগ
লক্ষ্ণৌতে বেশ কয়েকজন নারী হাতে 'আই লাভ মুহাম্মদ' ব্যানার নিয়ে রাজ্য বিধানসভার প্রবেশপথে বিক্ষোভ দেখিয়েছেন।
এই নারীদের নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত কবি মুনব্বর রাণার কন্যা ও সমাজবাদী পার্টি নেত্রী সুমাইয়া রাণা।
মিজ. রাণা বিবিসিকে বলছিলেন যে বেশ কিছু যুবকও তাদের বিক্ষোভে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের রাস্তাতেই আটকিয়ে দিয়েছে।
তার কথায়, "আমরা নারীরা গাড়িতে চেপে বিধানসভায় গিয়েছিলাম, সেখানেই বিক্ষোভ দেখাই। পুলিশ আমাদের সরিয়ে দেয়।"
তিনি অভিযোগ করছিলেন যে বিক্ষোভে অংশগ্রহণকারীদের কয়েকজনকে পুলিশ কয়েক ঘণ্টা হেফাজতে রেখেছিল। এ নিয়ে লক্ষ্ণৌ পুলিশ অবশ্য কোনও বিবৃতি দেয় নি।
মি. রাণার কথায়, "মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়া হলে কোনও মামলা হয় না। মুসলমানরা তাদের সাংবিধানিক অধিকার অনুযায়ী ধর্মীয় অনুভূতি ব্যক্ত করতে গেলেই এফআইআর দায়ের হয়ে যায়। এটা মুসলমানদের ধর্মীয় অনুভূতি দাবিয়ে রাখার চেষ্টা। এটা বরদাস্ত করা হবে না।"
অন্যদিকে লক্ষ্ণৌয়ের ডেপুটি পুলিশ কমিশনার (সেন্ট্রাল) আশিস শ্রীবাস্তব বিবিসিকে জানিয়েছেন, "বিধানসভার কাছে বিক্ষোভের ব্যাপারে কোনও এফআইআর দায়ের হয় নি। বিক্ষোভের জন্য নির্ধারিত স্থল হল ইকো গার্ডেন। বিক্ষোভকারীদের ধরে সেখানেই নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।"
বিক্ষোভ উন্নাও, বহরাইচেও
কানপুরে যে এফআইআর দায়ের হয়েছে, তার বিরুদ্ধে উত্তরপ্রদেশের উন্নাওতে প্রতিবাদ মিছিল হয়েছে। আবার সেখানেও পুলিশ এফআইআর দায়ের করে পাঁচজনকে গ্রেফতার করেছে।
পুলিশ আর বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতিও হয়।
সামাজিক মাধ্যমে এরকম বেশ কিছু ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা গেছে যে উন্নাওয়ের গঙ্গাঘাট থানা এলাকায় কয়েকটি শিশু ও নারী 'আই লাভ মুহাম্মদ' ব্যানার হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন।
উন্নাওয়ের সিনিয়র পুলিশ সুপার (উত্তর) অখিলেশ সিং এক বিবৃতিতে জানিয়েছেন, "উন্নাওতে ১৬৩ ধারা অনুযায়ী জমায়েতে নিষেধাজ্ঞা আছে, তাই বিনা অনুমতিতে কোনও মিছিল বা বিক্ষোভ করা যায় না। গঙ্গাঘাট এলাকায় অনুমতি ছাড়াই মিছিল বার করা হচ্ছিল। যখন পুলিশ সেখানে পৌঁছয়, তখন কয়েকজন নারী ও শিশু সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। এই ঘটনায় পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়েছে আর তারপরে মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে। আট জনের নাম পাওয়া গেছে। তদন্ত প্রক্রিয়া চলছে।"
তিনি এও জানিয়েছেন যে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ টহলদারি চালাচ্ছে।
উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী ধর্মপাল সিং এক বিবৃতিতে বলেছেন, "আইন নিয়ে কাউকে ছেলেখেলা করতে দেওয়া হবে না। খবর পেতেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। আরও তদন্ত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"
আবার বহরাইচ জেলার কেশরগঞ্জে মহকুমা শাসকের কাছে প্রতিবাদ-পত্র জমা দেওয়ার জন্যও মামলা দায়ের হয়েছে।
আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি ফৈজুল হাসান বিবিসিকে বলছিলেন, "আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে গিয়ে 'আই লাভ মুহাম্মদ' ব্যানার লাগানোর জন্য যেসব এফআইআর দায়ের হচ্ছে, তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাই। আমরা কোনও স্লোগান তুলি নি, কোনও আইন ভাঙ্গি নি। পরে জানতে পারি যে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।"
ওই এফআইআর বাতিল করানোর জন্য মি. হাসান এখন এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছেন।
তিনি বলছিলেন, "মুসলমানরা নবী মুহাম্মদকে ভালবাসেন। আমরা যদি আমাদের রসুলের প্রতি ভালবাসা ব্যক্ত করি, তাতেও নিশানা করা হচ্ছে।"
গোধরা, মুম্বাই সহ বিক্ষোভ অন্য রাজ্যেও
'আই লাভ মুহাম্মদ' ব্যানার নিয়ে উত্তরাখণ্ড, গুজরাত আর মুম্বাই শহরেও বিক্ষোভ হয়েছে।
বিবিসির সহযোগী সাংবাদিক দখ্শেশ শাহ জানিয়েছেন, গুজরাতের গোধরায় একটি থানার সামনে গত শুক্রবার বিক্ষোভ আর ভাঙচুরের ঘটনায় ৮৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে।
তার দেওয়া তথ্য অনুযায়ী সামাজিক মাধ্যমে বেশ অ্যাক্টিভ এক যুবক জাকির জাবা 'আই লাভ মুহাম্মদ' বিতর্ক নিয়ে সামাজিক মাধ্যমেই একটা পোস্ট করেছিলেন। তারপর পুলিশ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে।
পুলিশ বলছে যে তারা মি. জাবাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু তিনি থানা থেকে চলে যাওয়ার পরে আরেকটি ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করেন, যেখানে তিনি পুলিশের বিরুদ্ধে উৎপীড়ন আর দুর্ব্যবহারের অভিযোগ তোলেন।
এর ফলেই স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয় বলে পুলিশ জানিয়েছে।
মুম্বাইয়ের ভায়খলা এলাকাতেও মুসলমানরা ২১শে সেপ্টেম্বর মিছিল বার করেছিলেন। সেখানেও বিনা অনুমতিতে মিছিল করার জন্য এফআইআর দায়ের করা হয়েছে এবং একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।
উত্তরাখণ্ডের কাশীপুর শহরে রবিবার বিকেলে স্থানীয় মুসলমানরা 'আই লাভ মুহাম্মদ' ব্যানার নিয়ে মিছিল করেছেন। সেখানে পুলিশের সঙ্গে মিছিলকারীদের হাতাহাতি হয়।
স্থানীয় সাংবাদিক আবু বকর বলছেন, "ওই ঘটনার পরে পুলিশ মামলা দায়ের করে আর বাড়তি বাহিনী নামায়। গভীর রাত পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।"
কাশীপুর যে জেলার অন্তর্গত, সেই উধম সিং নগরের সিনিয়র পুলিশ সুপার মণিকান্ত মিশ্র বলছেন, "বিনা অনুমতিতে কাশীপুরে মিছিল করা হচ্ছিল। প্রায় চারশো মানুষ সেই মিছিলে যোগ দিয়েছিলেন। ওই ভিড় থেকে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। নাদিম আখতার সহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে আর অন্য দশজনকে আটক করা হয়েছে।
"নাদিমকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে চেষ্টা করছি যে এই ধর্মীয় উন্মাদনার পিছনে আসলে কারা রয়েছে," বলছিলেন মি. মিশ্র।
মুসলমানদের নিশানা করা হচ্ছে ?
মানবাধিকার কর্মীরা বলছেন যে ছোট ছোট ঘটনাকে বড় করে দেখিয়ে মুসলমানদের নিশানা করা হচ্ছে এবং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা হচ্ছে।
সামাজিক সংগঠন 'ইউনাইটেড এগেইনস্ট হেট'-এর সদস্য নাদিম খান বিবিসিকে বলছিলেন, "বেশ কয়েকটি এলাকা থেকে খবর পাচ্ছি যে পুলিশ মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। মোট কতগুলো এফআইআর হয়েছে বা কতজনকে গ্রেফতার করা হয়েছে, তার সম্পূর্ণ তথ্য এখনও আমাদের হাতে নেই।
"কানপুরে যা ঘটেছে, তাতে মুসলমানদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু এরকম ঘটনা তো প্রথমবার হল না। ধীরে ধীরে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছিয়েছে। রমজান মাসে ঘরের ভেতরে নামাজ পড়ার জন্য মোরাদাবাদে মামলা হয়েছে। বাড়ির ছাদে নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে। এখন পয়গম্বরের পোস্টার নিয়ে মামলা হচ্ছে। মনে হচ্ছে মুসলমানদের নির্দিষ্ট ভাবে চিহ্নিত করে তাদের অনুভূতিতে আঘাত দেওয়ার চেষ্টা হচ্ছে," বলছিলেন মি. খান।
কানপুরের ঘটনা প্রসঙ্গে নাদিম খান বলছিলেন, "আই লাভ মুহাম্মদ ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে, তা নিয়ে মুসলমানরা অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু তার ভিত্তিতে কোনও এফআইআর হল না, অথচ তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হল।"
'৩০ কোটি মুসলমানের বিরুদ্ধেই কি মামলা হবে?'
কংগ্রেসের সংসদ সদস্য ইমরান প্রতাপগড়ী প্রশ্ন তুলেছেন যে যদি ইসলামের নবী মুহাম্মদের প্রতি ভালবাসা প্রকট করার জন্য মামলা করা হয়, তাহলে কি ভারতের ৩০ কোটি মুসলমানের বিরুদ্ধেই মামলা করা হবে, কারণ প্রত্যেক মুসলমানই তো ইসলামের নবী মুহাম্মদকে নিজের প্রাণের থেকেও বেশি ভালবাসেন।
তবে তিনি এও বলছেন যে বিনা অনুমতিতে মিছিল বার করা মুসলমান যুবসম্প্রদায়ের উচিত নয়, তাদের আইনের জালে ফাঁসিয়ে দেওয়া হতে পারে।
মি. প্রতাপগড়ী বলছিলেন, "যদি আপনারা প্রতিবাদ করতে বা ধর্নায় বসতে চান, তাহলে তার জন্য অনুমতি নিন, অথবা প্রতিটা রাজ্য বা জেলাতেই শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে বসেও প্রতিবাদ জানানো যায়। সামাজিক মাধ্যমেও প্রতিবাদ করতে পারেন মানুষ।"
বিজেপি অবশ্য বলছে যে কারও ধর্মীয় পরিচয় দেখে সরকার ব্যবস্থা নিচ্ছে না, যারা আইন ভাঙ্গছেন, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উত্তর প্রদেশ বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠি বিবিসিকে বলছিলেন, "কাউকে তার ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে নিশানা করা যায় না। আবার ধর্মীয় স্লোগান তুললেও কারও আপত্তি নেই। কিন্তু কোনও স্লোগান যদি আইনের সীমানা পার করে, তাহলে নিশ্চই ব্যবস্থা নেওয়া হবে। কোনও পোস্টার, ব্যানার বা স্লোগান কোথায় লাগাতে হবে তা দিতে হবে, তার জায়গা নির্দিষ্ট করা আছে। সেই নিয়ম যদি কেউ ভাঙ্গে বা অনুমতি না নিয়ে পোস্টার-ব্যানার লাগায়, তাহলে তো ব্যবস্থা নেওয়া হবেই।
"জেনে বুঝে এক অভিযান চালানো হচ্ছে যাতে মানুষের অনুভূতি উসকিয়ে দেওয়া যায়, এটা অনুচিত," বলছিলেন মি. ত্রিপাঠি।
মুসলমানদের মধ্যে কেন এই প্রতিক্রিয়া?
কানপুরের ঘটনার পরে শুধু উত্তর প্রদেশ নয়, অন্য বেশ কিছু রাজ্যে বিক্ষোভ হয়েছে। উত্তরাখণ্ড, মধ্য প্রদেশ আর গুজরাতেও 'আই লাভ মুহাম্মদ' ইস্যুতে মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যমে অনেক মুসলমান 'আই লাভ মুহাম্মদ' ছবি পোস্ট করছেন। বহু মানুষ এই ছবিটি নিজেদের প্রোফাইল পিকচার হিসাবেও লাগাচ্ছেন।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিবেক কুমার বলছিলেন, "মুসলমানদের নিশানা করে কেন্দ্রীয় স্তর থেকে কোনও নীতি তৈরি করা হয়েছে বা কোনও বিশেষ অভিযান চালানো হচ্ছে, এমনটা বলা যাবে না। কিন্তু ছোট ছোট ঘটনা আর তার যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তা থেকে টের পাওয়া যায় যে সংখ্যালঘুদের মধ্যে এরকম একটা মনোভাব গড়ে উঠছে যে তাদের পৃথক করে দেওয়া হচ্ছে।
"একটা সম্প্রদায়কে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তারা দুর্বল," বলছিলেন মি. কুমার।
তবে অধ্যাপক বিবেক কুমার এটাও বলছেন যে একটি সম্প্রদায়ে কেন এফআইআর দায়ের হওয়ার বিষয়টিকে কেন এত গুরুত্ব দিচ্ছেন? এফআইআর হওয়ার পরে তাদের সাংবিধানিক অধিকারের ওপরে আঘাত, এমনটাই বা তাদের কেন মনে হচ্ছে, প্রশ্ন অধ্যাপক কুমারের।
উত্তর প্রদেশের কানপুর শহরে ঈদে মিলাদ-উন-নবী পালনের সময়ে 'আই লাভ মুহাম্মদ' ব্যানার লাগানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
এই ব্যানার লাগানোকে কেন্দ্র করে এফআইআর দায়ের হয়েছে, আবার তার বিরুদ্ধে উত্তর প্রদেশ সহ দেশের বেশ কয়েকটি শহরে মুসলমানরা বিক্ষোভ দেখিয়েছেন।
বিভিন্ন শহরে কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছে এবং অনেকে গ্রেফতারও হয়েছেন।
উত্তরাখণ্ডের কাশীপুরে রবিবার 'আই লাভ মুহাম্মদ' ব্যানার নিয়ে মিছিল করার সময়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়েছে। এই ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।
আবার উত্তর প্রদেশের উন্নাওতে রবিবার একইরকম একটা মিছিল বেরনোর পরে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিজেদের ধর্মীয় স্বাধীনতা প্রকাশ করার কারণে পুলিশ মুসলমানদের নিশানা করছে বলে অভিযোগ উঠেছে।
কানপুরে কী হয়েছিল?
কানপুর পুলিশের ডেপুটি কমিশনার (পশ্চিম) দীনেশ ত্রিপাঠি এক বিবৃতিতে বলেছেন, "রাওয়াতপুর থানা এলাকায় মিলাদ-উন-নবীর চিরাচরিত শোভাযাত্রা বেরনোর কথা ছিল। যে জায়গা নির্ধারিত ছিল, তার বদলে এলাকার মানুষ অন্য এক জায়গায় প্যান্ডেল তৈরি করে আই লাভ মুহাম্মদ ব্যানার লাগিয়ে দেন। এক পক্ষের মানুষ এর বিরোধিতা করেন। পরে দুই পক্ষের ঐকমত্যের ভিত্তিতে চিরাচরিতভাবে যে জায়গা ঠিক করা ছিল, সেখানে ব্যানার লাগিয়ে দেন।"
মি. ত্রিপাঠি দাবি করেছেন যে এফআইআর 'আই লাভ মুহাম্মদ' লেখার জন্য বা ব্যানার লাগানোর জন্য করা হয় নি, চিরাচরিত জায়গার বদলে অন্য জায়গায় প্যান্ডেল বানানোর জন্য এবং শোভাযাত্রা চলাকালীন এক পক্ষ অন্য পক্ষের পোস্টার ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে।
এফআইআরে বলা হয়েছে যে 'আই লাভ মুহাম্মদ' ব্যানার লাগিয়ে মুসলমান সম্প্রদায় নতুন রীতি শুরু করার প্রচেষ্টা করেছে এবং 'অন্য সম্প্রদায়ের মানুষ' এর বিরোধিতা করেছেন। শোভাযাত্রার সময়ে যে পুলিশ কর্মীরা মোতায়েন ছিলেন, তাদের তরফেই এফআইআর দায়ের করা হয়েছে।
এফআইআরে এটাও দাবি করা হয়েছে যে শোভাযাত্রা চলাকালীন 'অন্য সম্প্রদায়ের' ধর্মীয় পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। দুই 'সম্প্রদায়ের' মধ্যে শত্রুতা বৃদ্ধি করা এবং ঘৃণা ছড়ানোর অভিযোগও করা হয়েছে এফআইআরে। শোভাযাত্রার আয়োজক সহ বেশ কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে এফআইআরে।
কানপুর পুলিশ বলেছে যে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয় নি।
স্থানীয় সাংবাদিক অভিষেক শর্মার কথা অনুযায়ী, ব্যানার লাগানো নিয়ে চৌঠা সেপ্টেম্বর বিতর্ক বেঁধেছিল আর পরের দিন মিলাদ-উন-নবীর দিনে শোভাযাত্রা বেরিয়েছিল। কিন্তু এফআইআর দায়ের হয় ১০ই সেপ্টেম্বর সন্ধ্যায়।
কানপুরে 'আই লাভ মুহাম্মদ' ব্যানার লাগানো নিয়ে এই বিতর্ক দানা বাঁধার পরে এআইএমআইএমের নেতা ও সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়েইসি ১৫ই সেপ্টেম্বর কানপুর পুলিশকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে লেখেন, "কানপুর পুলিশ, আই লাভ মুহাম্মদ লেখা কোনও অপরাধ নয়। যদি তা হয়, তাহলে শাস্তি মেনে নেব।"
লক্ষ্ণৌতে বিক্ষোভ, আটক করার অভিযোগ
লক্ষ্ণৌতে বেশ কয়েকজন নারী হাতে 'আই লাভ মুহাম্মদ' ব্যানার নিয়ে রাজ্য বিধানসভার প্রবেশপথে বিক্ষোভ দেখিয়েছেন।
এই নারীদের নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত কবি মুনব্বর রাণার কন্যা ও সমাজবাদী পার্টি নেত্রী সুমাইয়া রাণা।
মিজ. রাণা বিবিসিকে বলছিলেন যে বেশ কিছু যুবকও তাদের বিক্ষোভে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের রাস্তাতেই আটকিয়ে দিয়েছে।
তার কথায়, "আমরা নারীরা গাড়িতে চেপে বিধানসভায় গিয়েছিলাম, সেখানেই বিক্ষোভ দেখাই। পুলিশ আমাদের সরিয়ে দেয়।"
তিনি অভিযোগ করছিলেন যে বিক্ষোভে অংশগ্রহণকারীদের কয়েকজনকে পুলিশ কয়েক ঘণ্টা হেফাজতে রেখেছিল। এ নিয়ে লক্ষ্ণৌ পুলিশ অবশ্য কোনও বিবৃতি দেয় নি।
মি. রাণার কথায়, "মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়া হলে কোনও মামলা হয় না। মুসলমানরা তাদের সাংবিধানিক অধিকার অনুযায়ী ধর্মীয় অনুভূতি ব্যক্ত করতে গেলেই এফআইআর দায়ের হয়ে যায়। এটা মুসলমানদের ধর্মীয় অনুভূতি দাবিয়ে রাখার চেষ্টা। এটা বরদাস্ত করা হবে না।"
অন্যদিকে লক্ষ্ণৌয়ের ডেপুটি পুলিশ কমিশনার (সেন্ট্রাল) আশিস শ্রীবাস্তব বিবিসিকে জানিয়েছেন, "বিধানসভার কাছে বিক্ষোভের ব্যাপারে কোনও এফআইআর দায়ের হয় নি। বিক্ষোভের জন্য নির্ধারিত স্থল হল ইকো গার্ডেন। বিক্ষোভকারীদের ধরে সেখানেই নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।"
বিক্ষোভ উন্নাও, বহরাইচেও
কানপুরে যে এফআইআর দায়ের হয়েছে, তার বিরুদ্ধে উত্তরপ্রদেশের উন্নাওতে প্রতিবাদ মিছিল হয়েছে। আবার সেখানেও পুলিশ এফআইআর দায়ের করে পাঁচজনকে গ্রেফতার করেছে।
পুলিশ আর বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতিও হয়।
সামাজিক মাধ্যমে এরকম বেশ কিছু ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা গেছে যে উন্নাওয়ের গঙ্গাঘাট থানা এলাকায় কয়েকটি শিশু ও নারী 'আই লাভ মুহাম্মদ' ব্যানার হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন।
উন্নাওয়ের সিনিয়র পুলিশ সুপার (উত্তর) অখিলেশ সিং এক বিবৃতিতে জানিয়েছেন, "উন্নাওতে ১৬৩ ধারা অনুযায়ী জমায়েতে নিষেধাজ্ঞা আছে, তাই বিনা অনুমতিতে কোনও মিছিল বা বিক্ষোভ করা যায় না। গঙ্গাঘাট এলাকায় অনুমতি ছাড়াই মিছিল বার করা হচ্ছিল। যখন পুলিশ সেখানে পৌঁছয়, তখন কয়েকজন নারী ও শিশু সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। এই ঘটনায় পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়েছে আর তারপরে মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে। আট জনের নাম পাওয়া গেছে। তদন্ত প্রক্রিয়া চলছে।"
তিনি এও জানিয়েছেন যে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ টহলদারি চালাচ্ছে।
উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী ধর্মপাল সিং এক বিবৃতিতে বলেছেন, "আইন নিয়ে কাউকে ছেলেখেলা করতে দেওয়া হবে না। খবর পেতেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। আরও তদন্ত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"
আবার বহরাইচ জেলার কেশরগঞ্জে মহকুমা শাসকের কাছে প্রতিবাদ-পত্র জমা দেওয়ার জন্যও মামলা দায়ের হয়েছে।
আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি ফৈজুল হাসান বিবিসিকে বলছিলেন, "আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে গিয়ে 'আই লাভ মুহাম্মদ' ব্যানার লাগানোর জন্য যেসব এফআইআর দায়ের হচ্ছে, তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাই। আমরা কোনও স্লোগান তুলি নি, কোনও আইন ভাঙ্গি নি। পরে জানতে পারি যে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।"
ওই এফআইআর বাতিল করানোর জন্য মি. হাসান এখন এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছেন।
তিনি বলছিলেন, "মুসলমানরা নবী মুহাম্মদকে ভালবাসেন। আমরা যদি আমাদের রসুলের প্রতি ভালবাসা ব্যক্ত করি, তাতেও নিশানা করা হচ্ছে।"
গোধরা, মুম্বাই সহ বিক্ষোভ অন্য রাজ্যেও
'আই লাভ মুহাম্মদ' ব্যানার নিয়ে উত্তরাখণ্ড, গুজরাত আর মুম্বাই শহরেও বিক্ষোভ হয়েছে।
বিবিসির সহযোগী সাংবাদিক দখ্শেশ শাহ জানিয়েছেন, গুজরাতের গোধরায় একটি থানার সামনে গত শুক্রবার বিক্ষোভ আর ভাঙচুরের ঘটনায় ৮৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে।
তার দেওয়া তথ্য অনুযায়ী সামাজিক মাধ্যমে বেশ অ্যাক্টিভ এক যুবক জাকির জাবা 'আই লাভ মুহাম্মদ' বিতর্ক নিয়ে সামাজিক মাধ্যমেই একটা পোস্ট করেছিলেন। তারপর পুলিশ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে।
পুলিশ বলছে যে তারা মি. জাবাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু তিনি থানা থেকে চলে যাওয়ার পরে আরেকটি ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করেন, যেখানে তিনি পুলিশের বিরুদ্ধে উৎপীড়ন আর দুর্ব্যবহারের অভিযোগ তোলেন।
এর ফলেই স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয় বলে পুলিশ জানিয়েছে।
মুম্বাইয়ের ভায়খলা এলাকাতেও মুসলমানরা ২১শে সেপ্টেম্বর মিছিল বার করেছিলেন। সেখানেও বিনা অনুমতিতে মিছিল করার জন্য এফআইআর দায়ের করা হয়েছে এবং একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।
উত্তরাখণ্ডের কাশীপুর শহরে রবিবার বিকেলে স্থানীয় মুসলমানরা 'আই লাভ মুহাম্মদ' ব্যানার নিয়ে মিছিল করেছেন। সেখানে পুলিশের সঙ্গে মিছিলকারীদের হাতাহাতি হয়।
স্থানীয় সাংবাদিক আবু বকর বলছেন, "ওই ঘটনার পরে পুলিশ মামলা দায়ের করে আর বাড়তি বাহিনী নামায়। গভীর রাত পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।"
কাশীপুর যে জেলার অন্তর্গত, সেই উধম সিং নগরের সিনিয়র পুলিশ সুপার মণিকান্ত মিশ্র বলছেন, "বিনা অনুমতিতে কাশীপুরে মিছিল করা হচ্ছিল। প্রায় চারশো মানুষ সেই মিছিলে যোগ দিয়েছিলেন। ওই ভিড় থেকে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। নাদিম আখতার সহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে আর অন্য দশজনকে আটক করা হয়েছে।
"নাদিমকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে চেষ্টা করছি যে এই ধর্মীয় উন্মাদনার পিছনে আসলে কারা রয়েছে," বলছিলেন মি. মিশ্র।
মুসলমানদের নিশানা করা হচ্ছে ?
মানবাধিকার কর্মীরা বলছেন যে ছোট ছোট ঘটনাকে বড় করে দেখিয়ে মুসলমানদের নিশানা করা হচ্ছে এবং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা হচ্ছে।
সামাজিক সংগঠন 'ইউনাইটেড এগেইনস্ট হেট'-এর সদস্য নাদিম খান বিবিসিকে বলছিলেন, "বেশ কয়েকটি এলাকা থেকে খবর পাচ্ছি যে পুলিশ মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। মোট কতগুলো এফআইআর হয়েছে বা কতজনকে গ্রেফতার করা হয়েছে, তার সম্পূর্ণ তথ্য এখনও আমাদের হাতে নেই।
"কানপুরে যা ঘটেছে, তাতে মুসলমানদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু এরকম ঘটনা তো প্রথমবার হল না। ধীরে ধীরে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছিয়েছে। রমজান মাসে ঘরের ভেতরে নামাজ পড়ার জন্য মোরাদাবাদে মামলা হয়েছে। বাড়ির ছাদে নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে। এখন পয়গম্বরের পোস্টার নিয়ে মামলা হচ্ছে। মনে হচ্ছে মুসলমানদের নির্দিষ্ট ভাবে চিহ্নিত করে তাদের অনুভূতিতে আঘাত দেওয়ার চেষ্টা হচ্ছে," বলছিলেন মি. খান।
কানপুরের ঘটনা প্রসঙ্গে নাদিম খান বলছিলেন, "আই লাভ মুহাম্মদ ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে, তা নিয়ে মুসলমানরা অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু তার ভিত্তিতে কোনও এফআইআর হল না, অথচ তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হল।"
'৩০ কোটি মুসলমানের বিরুদ্ধেই কি মামলা হবে?'
কংগ্রেসের সংসদ সদস্য ইমরান প্রতাপগড়ী প্রশ্ন তুলেছেন যে যদি ইসলামের নবী মুহাম্মদের প্রতি ভালবাসা প্রকট করার জন্য মামলা করা হয়, তাহলে কি ভারতের ৩০ কোটি মুসলমানের বিরুদ্ধেই মামলা করা হবে, কারণ প্রত্যেক মুসলমানই তো ইসলামের নবী মুহাম্মদকে নিজের প্রাণের থেকেও বেশি ভালবাসেন।
তবে তিনি এও বলছেন যে বিনা অনুমতিতে মিছিল বার করা মুসলমান যুবসম্প্রদায়ের উচিত নয়, তাদের আইনের জালে ফাঁসিয়ে দেওয়া হতে পারে।
মি. প্রতাপগড়ী বলছিলেন, "যদি আপনারা প্রতিবাদ করতে বা ধর্নায় বসতে চান, তাহলে তার জন্য অনুমতি নিন, অথবা প্রতিটা রাজ্য বা জেলাতেই শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে বসেও প্রতিবাদ জানানো যায়। সামাজিক মাধ্যমেও প্রতিবাদ করতে পারেন মানুষ।"
বিজেপি অবশ্য বলছে যে কারও ধর্মীয় পরিচয় দেখে সরকার ব্যবস্থা নিচ্ছে না, যারা আইন ভাঙ্গছেন, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উত্তর প্রদেশ বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠি বিবিসিকে বলছিলেন, "কাউকে তার ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে নিশানা করা যায় না। আবার ধর্মীয় স্লোগান তুললেও কারও আপত্তি নেই। কিন্তু কোনও স্লোগান যদি আইনের সীমানা পার করে, তাহলে নিশ্চই ব্যবস্থা নেওয়া হবে। কোনও পোস্টার, ব্যানার বা স্লোগান কোথায় লাগাতে হবে তা দিতে হবে, তার জায়গা নির্দিষ্ট করা আছে। সেই নিয়ম যদি কেউ ভাঙ্গে বা অনুমতি না নিয়ে পোস্টার-ব্যানার লাগায়, তাহলে তো ব্যবস্থা নেওয়া হবেই।
"জেনে বুঝে এক অভিযান চালানো হচ্ছে যাতে মানুষের অনুভূতি উসকিয়ে দেওয়া যায়, এটা অনুচিত," বলছিলেন মি. ত্রিপাঠি।
মুসলমানদের মধ্যে কেন এই প্রতিক্রিয়া?
কানপুরের ঘটনার পরে শুধু উত্তর প্রদেশ নয়, অন্য বেশ কিছু রাজ্যে বিক্ষোভ হয়েছে। উত্তরাখণ্ড, মধ্য প্রদেশ আর গুজরাতেও 'আই লাভ মুহাম্মদ' ইস্যুতে মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যমে অনেক মুসলমান 'আই লাভ মুহাম্মদ' ছবি পোস্ট করছেন। বহু মানুষ এই ছবিটি নিজেদের প্রোফাইল পিকচার হিসাবেও লাগাচ্ছেন।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিবেক কুমার বলছিলেন, "মুসলমানদের নিশানা করে কেন্দ্রীয় স্তর থেকে কোনও নীতি তৈরি করা হয়েছে বা কোনও বিশেষ অভিযান চালানো হচ্ছে, এমনটা বলা যাবে না। কিন্তু ছোট ছোট ঘটনা আর তার যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তা থেকে টের পাওয়া যায় যে সংখ্যালঘুদের মধ্যে এরকম একটা মনোভাব গড়ে উঠছে যে তাদের পৃথক করে দেওয়া হচ্ছে।
"একটা সম্প্রদায়কে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তারা দুর্বল," বলছিলেন মি. কুমার।
তবে অধ্যাপক বিবেক কুমার এটাও বলছেন যে একটি সম্প্রদায়ে কেন এফআইআর দায়ের হওয়ার বিষয়টিকে কেন এত গুরুত্ব দিচ্ছেন? এফআইআর হওয়ার পরে তাদের সাংবিধানিক অধিকারের ওপরে আঘাত, এমনটাই বা তাদের কেন মনে হচ্ছে, প্রশ্ন অধ্যাপক কুমারের।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। শোকবার্তায় তারা প্রয়াত গ্র্যান্ড মুফতির পরিবারসহ সৌদি জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানান।
১৬ ঘণ্টা আগেসোমবার স্থানীয় সময় বিকেলে ফিলিপাইনের উত্তরাঞ্চলে কাগায়ান প্রদেশের পানুইটান দ্বীপের স্থলভাগে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। এ সময় ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে। পরিস্থিতিকে সম্ভাব্য ‘বিপর্যয়কর’ অভিহিত করা হয়েছে।
১ দিন আগেআব্বাস এমন সময়ে এ আহ্বান জানালেন যখন ইউরোপীয় দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছে। তার ভাষণ দেওয়ার কিছু সময় আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ফিলিস্তিনকে স্বীকৃতি দেন। আগের দিন কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য একই স্বীকৃতি দেয়।
১ দিন আগেএ তালিকায় আরও দেশ যুক্ত হওয়ার পথে রয়েছে বলেও জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। বলেন, এ দেশগুলো জুলাইয়ে আমাদের আহ্বানে সাড়া দিয়ে শান্তিকে বেছে নেওয়ার দায়িত্বশীল ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে। স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেনও একই পথে এগোচ্ছে।
২ দিন আগে